বোলপুর, 24 মে: অধীরের সভাস্থলে বিকোচ্ছে দীপক কুমার ঘোষের লেখা 'মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি' বিতর্কিত বইটি ৷ চঞ্চল ঘোষ নামে এক ব্যক্তি এই বই বিক্রি করছিলেন। অনেকেই উৎসুক হয়ে দেখছিলেন ৷ প্রাক্তন আমলা দীপক কুমার ঘোষের লেখা 'মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি' শীর্ষক বইটি। রাজ্যে পালাবদলের দুই বছর পূর্তির সময় কলকাতা প্রেস ক্লাবে অধ্যাপক সুনন্দ সান্যাল 'মমতা ব্যানার্জী অ্যাস আই হ্যাভ নওন হার অর দ্য গডেস দ্য়াট ফেইলড' বইটির আবরণ উন্মোচন করেন। কলকাতার নলেজ পাবলিশার্স এই বইটি প্রকাশ করে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবনের বহু বিতর্কিত দিক তুলে ধরা হয়েছে বইটিতে ৷ এমনকী, বেশ কিছু নথিও ছাপা হয়েছে বইটিতে ৷ তাই এক সময় এই বইটি অঘোষিতভাবে নিষিদ্ধ করা হয়েছিল রাজ্যে ৷ ভাঙচুর করা হয়েছিল ছাপাখানাও ৷ ফলে সেভাবে মেলে না এই বই ৷ বিরোধীরাও এই বই থেকে নানা সময় বিভিন্ন তথ্য তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষও করেছেন। এদিন বোলপুরের রেলময়দানে একটি সভা করে কংগ্রেস।
আরও পড়ুন: দুর্গাপুরের ছাত্রীর লেখা বই এখন বিশ্ববাজারে, মিলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি
সভায় ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। সেই সভাস্থলের পাশে 'বিতর্কিত' বইটি বিক্রি করছিলেন এক ব্যক্তি ৷ মুর্শিদাবাদ জেলার বেলডাঙার বাসিন্দা চঞ্চল ঘোষ বইটি বিক্রি করছিলেন। বইটির মূল্য 400 টাকা। বইটি দেখতে ও কিনতে ভিড় জমান সভায় আসা কংগ্রেস নেতা-কর্মীরা। চঞ্চলবাবু বলেন, "আমি বামপন্থী। আমি প্রতিটি সভাতেই এই বই বিক্রি করি ৷ এর জন্য প্রেস ভাঙচুর করেছিল, এখনও করছে ৷ তাই কলেজস্ট্রিটে বিক্রি করতে পারছে না কেউ ৷ অনলাইনেও পাওয়া যাচ্ছে না। এই বইতে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন নিয়ে অনেক কথা উল্লেখ করা আছে। তাই ওরা বিক্রি করতে দেয় না।"