ইলামবাজার, 18 জুন : তৃণমূল কার্যালয়ের বিপরীতে পুকুর ভরাট করে চলছে নির্মাণকার্য ৷ তা বন্ধ করতে 1 মাস আগেই থানায় অভিযোগ দায়ের করেছিলেন ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য পবিত্র বাউড়ি ৷ তারপরেও চলছে নির্মাণ ৷ অভিযোগের তির নানাসোল গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি শেখ নুরআনার বিরুদ্ধে (Construction To Filling Pond)৷
এই নিয়েই ক্ষোভ তৃণমূলের অন্দরে ৷ ইলামবাজারে তৃণমূল কার্যালয়ে বিপরীতে রয়েছে বামুন পুকুর ৷ এই পুকুর বুজিয়ে চলছে কংক্রিটের নির্মাণ। তৃণমূলের ইলামবাজারের নানাসোল গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি শেখ নুরআনা পুকুর ভরাট করে নির্মাণ করছেন। এই মর্মে গ্রাম পঞ্চায়েত লিখিত অভিযোগ করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য পবিত্র বাউড়ি ৷
এর পরেই পঞ্চায়েতের তরফে একটি নোটিশ দিয়ে কাজ বন্ধ করে দিতে বলা হয়। সেই নোটিশের পরেও চলছে নির্মাণ ৷ বাস্তুতন্ত্র নষ্ট করে পুকুর বন্ধ করে নির্মাণ নিয়ে এলাকবাসীর মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে (construction to filling pond to allegation against TMC leader ) ৷ বীরভূম জেলা শাসক বিধান রায় বলেন, "আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি এই ধরনের কোনও কাজ করা যাবে না ৷ 24 থেকে 48 ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।"
আরও পড়ুন : 1 বছরেই জলাশয় ভরাট, ঘুমিয়ে মালদা প্রশাসন