ETV Bharat / state

Cattle Smuggling Case: গরু পাচার মামলায় সিবিআইয়ের নজরে অনুব্রত ঘনিষ্ঠ নেতার কোটি টাকার বাড়ি - অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা আবদুল কেরিম খান

ভোট পরবর্তী হিংসা মামলাতেও নাম জড়িয়েছে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা আবদুল কেরিম খানের ৷ এই মামলায় বর্তমানে জামিনে রয়েছেন তিনি ৷ এবার গরু পাচারকাণ্ডের তদন্তেও সিবিআই স্ক্যানারের তলায় রয়েছেন এই তৃণমূল নেতা (CBI Probe in Cattle Smuggling Case) ৷

Bengal Cattle Smuggling Case
গরু পাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠ নেতার কোটি টাকার বাড়ি সিবিআইয়ের নজরে
author img

By

Published : Aug 4, 2022, 5:23 PM IST

বোলপুর, 4 অগস্ট: গরুপাচার মামলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা আবদুল কেরিম খানের বিপুল সম্পত্তি এবার সিবিআই'য়ের নজরে ৷ বোলপুরে কমপক্ষে 3 থেকে 4 কোটি টাকার প্রাসাদোপম বিলাসবহুল বাড়িটিও সিবিআই অফিসারদের নজরে রয়েছে (close aide of Anubrata Mandal is under CBI scanner in Cattle Smuggling Case)। বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খান ৷ তাঁর এত সম্পত্তির উৎস কি গরু পাচারের যোগসূত্রেই ? জানতে তদন্তে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । তাই তাঁর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই ।

নানুরের বাসাপাড়ার বাসিন্দা আবদুল কেরিম খান । পঞ্চায়েত ভোটে জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় জয়লাভ করে বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হন তিনি । তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবেই জেলায় পরিচিত কেরিম খান ৷ জেলায় যথেষ্ট প্রভাবশালী এই আবদুল । গরু পাচার মামলার তদন্তে নেমে কেষ্ট ঘনিষ্ঠ এই নেতার নাম পায় সিবিআই ৷

আরও পড়ুন: পণ্ডিতিয়া রোডের আবাসনের মালিক কি অর্পিতা ? তথ্য পেতে পুলিশের দুয়ারে ইডি

জানা গিয়েছে, গরু পাচার মামলায় ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে সিবিআই ৷ তাকে জেরা করেই উঠে এসেছে কেরিম খানের নাম ৷ তারপরেই বুধবার সকালে তাঁর নানুরের বাসাপাড়ার বাড়িতে হানা দেয় সিবিআই । প্রায় 5 ঘন্টা তল্লাশি চালিয়ে মেলে একাধিক নথি, দলিল ও সম্পত্তির হদিশ ৷ সেখান থেকে উঠে আসে শান্তিনিকেতনের সুকান্তপল্লীতে আবদুল কেরিম খানের প্রাসাদোপম বাড়ির ঠিকানা । দামি মার্বেল বসানো বিশালাকার বিলাসবহুল এই বাড়িটির মূল্য কমপক্ষে 3 থেকে 4 কোটি টাকা । এই বাড়িটি এখন সিবিআই অফিসারদের নজরে রয়েছে ।

গরু পাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠ নেতার কোটি টাকার বাড়ি সিবিআইয়ের নজরে

প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসা মামলাতেও অভিযুক্ত হিসাবে নাম রয়েছে আবদুল কেরিম খানের । জাতীয় মানবাধিকার কমিশন ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত হিসাবে তাঁর নাম কলকাতা হাইকোর্টে জমাও দিয়েছে৷ এই মামলারও তদন্ত ভার রয়েছে সিবিআইয়ের হাতেই ৷ আপাতত এই মামলায় জামিনে রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ আব্দুল কেরিম খান । জেলা পরিষদের একজন পূর্ত কর্মাধ্যক্ষের এত সম্পত্তির উৎস কী ? এত কোটি টাকার বিলাশবহুল বাড়ি তৈরি তাঁর পক্ষে কীভাবে সম্ভব হল ? গরু পাচারের টাকাতেই কি বেড়ে চলেছে তাঁর সম্পত্তির পরিমাণ ? এইসবের উত্তর খুঁজতেই তদন্ত শুরু করেছেন সিবিআই অফিসারেরা ।

বোলপুর, 4 অগস্ট: গরুপাচার মামলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা আবদুল কেরিম খানের বিপুল সম্পত্তি এবার সিবিআই'য়ের নজরে ৷ বোলপুরে কমপক্ষে 3 থেকে 4 কোটি টাকার প্রাসাদোপম বিলাসবহুল বাড়িটিও সিবিআই অফিসারদের নজরে রয়েছে (close aide of Anubrata Mandal is under CBI scanner in Cattle Smuggling Case)। বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খান ৷ তাঁর এত সম্পত্তির উৎস কি গরু পাচারের যোগসূত্রেই ? জানতে তদন্তে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । তাই তাঁর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই ।

নানুরের বাসাপাড়ার বাসিন্দা আবদুল কেরিম খান । পঞ্চায়েত ভোটে জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় জয়লাভ করে বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হন তিনি । তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবেই জেলায় পরিচিত কেরিম খান ৷ জেলায় যথেষ্ট প্রভাবশালী এই আবদুল । গরু পাচার মামলার তদন্তে নেমে কেষ্ট ঘনিষ্ঠ এই নেতার নাম পায় সিবিআই ৷

আরও পড়ুন: পণ্ডিতিয়া রোডের আবাসনের মালিক কি অর্পিতা ? তথ্য পেতে পুলিশের দুয়ারে ইডি

জানা গিয়েছে, গরু পাচার মামলায় ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে সিবিআই ৷ তাকে জেরা করেই উঠে এসেছে কেরিম খানের নাম ৷ তারপরেই বুধবার সকালে তাঁর নানুরের বাসাপাড়ার বাড়িতে হানা দেয় সিবিআই । প্রায় 5 ঘন্টা তল্লাশি চালিয়ে মেলে একাধিক নথি, দলিল ও সম্পত্তির হদিশ ৷ সেখান থেকে উঠে আসে শান্তিনিকেতনের সুকান্তপল্লীতে আবদুল কেরিম খানের প্রাসাদোপম বাড়ির ঠিকানা । দামি মার্বেল বসানো বিশালাকার বিলাসবহুল এই বাড়িটির মূল্য কমপক্ষে 3 থেকে 4 কোটি টাকা । এই বাড়িটি এখন সিবিআই অফিসারদের নজরে রয়েছে ।

গরু পাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠ নেতার কোটি টাকার বাড়ি সিবিআইয়ের নজরে

প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসা মামলাতেও অভিযুক্ত হিসাবে নাম রয়েছে আবদুল কেরিম খানের । জাতীয় মানবাধিকার কমিশন ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত হিসাবে তাঁর নাম কলকাতা হাইকোর্টে জমাও দিয়েছে৷ এই মামলারও তদন্ত ভার রয়েছে সিবিআইয়ের হাতেই ৷ আপাতত এই মামলায় জামিনে রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ আব্দুল কেরিম খান । জেলা পরিষদের একজন পূর্ত কর্মাধ্যক্ষের এত সম্পত্তির উৎস কী ? এত কোটি টাকার বিলাশবহুল বাড়ি তৈরি তাঁর পক্ষে কীভাবে সম্ভব হল ? গরু পাচারের টাকাতেই কি বেড়ে চলেছে তাঁর সম্পত্তির পরিমাণ ? এইসবের উত্তর খুঁজতেই তদন্ত শুরু করেছেন সিবিআই অফিসারেরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.