সাঁইথিয়া , 29 অক্টোবর : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বীরভূমের সাঁইথিয়া থানার কল্যাণপুর গ্রাম ৷ তৃণমূলের জেলা কমিটির সদস্য সাধন চট্টোপাধ্যায় ও ব্লক সভাপতি সাবের আলি এই দুই গোষ্ঠীর মধ্যেই দ্বন্দ্ব ৷ তার জেরেই ঘটনাস্থানে গুলি লেগে এক যুবকের মৃত্যু হল, অভিযোগ এমনই ৷ জানা যাচ্ছে, তাঁর নাম শেখ ইনসান (২৬) । গ্রামে চলছে দু'পক্ষের মধ্যে বোমাবাজি, গুলির লড়াই ৷
গ্রাম দখলের লড়াই নিয়ে তৃণমূলের এই দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের ৷ সেই মত এদিনও ভোর রাত থেকে দুই গোষ্ঠীর আশ্রিত দুষ্কৃতীদের মধ্যে শুরু হয় বোমাবাজি ৷ পরে চলে গুলিও ৷ তখনই গুলি লাগে শেখ ইনসানের ৷ বর্তমানে গ্রামের পরিস্থিতি কার্যত অগ্নিগর্ভ ৷ খবর পেয়ে গ্রামে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গিয়েছে। গ্রামের রাস্তায়, ফাঁকা মাঠে চলছে বোমাবাজি, গুলি।