ETV Bharat / state

Dubrajpur Bomb Blast Case: দুবরাজপুর বিস্ফোরণ-কাণ্ডের তদন্তে ঘটনাস্থলে সিআইডি, বোলপুরে উদ্ধার তাজাবোমা - বম্ব স্কোয়াড

বোমা বিস্ফোরণ-কাণ্ডে দুবরাজপুরে তদন্তে নামল সিআইডি ৷ আজ অভিযুক্ত তৃণমূল নেতার বাড়িতে গিয়ে তল্লাশি চালায় সিআইডি ও বম্ব-স্কোয়াড ৷ বাড়ির ভিতরে ও বাইরে বোমা খোঁজে চলে তল্লাশি ৷ অন্যদিকে, বোলপুরে ড্রোন তল্লাশিতে তাজাবোমা উদ্ধার হয়েছে ৷

Dubrajpur Bomb Blast Case ETV BHARAT
Dubrajpur Bomb Blast Case ETV BHARAT
author img

By

Published : May 23, 2023, 4:39 PM IST

দুবরাজপুর বিস্ফোরণ-কাণ্ডে ঘটনাস্থলে সিআইডি

দুবরাজপুর ও বোলপুর, 23 মে: দুবরাজপুরে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের পর, মঙ্গলবার সকালে সেখানে গেল সিআইডি ও বম্ব স্কোয়াড ৷ তৃণমূল নেতা শেখ সফিকের বাড়ি ও আশেপাশের এলাকায় তল্লাশি চালাল পুলিশ এবং সিআইডি আধিকারিকরা ৷ গতকালের এই বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আর একজনে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে ৷ অন্যদিকে, একইদিনে বোলপুরের যজ্ঞনগর গ্রাম থেকে প্রায় 15টি তাজাবোমা উদ্ধার করল পুলিশ ৷ ড্রোন ক্যামেরার মাধ্যমে বোমার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷

বিভিন্ন জায়গায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে তোলপাড় রাজ্য ৷ ঘুম ছুটেছে পুলিশ প্রশাসনের ৷ এরই মধ্যে সোমবার দুপুরে দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের ঘোড়াপাড়া গ্রামে শেখ সফিকের বাড়িতে বিস্ফোরণ হয় ৷ শতাধিক তাজা বোমা মজুত ছিল চিলেকোঠার সিঁড়ির ঘরে ৷ সেই ঘটনায় এদিন দুবরাজপুরে অভিযুক্ত তৃণমূল নেতার বাড়িতে হানা দেয় সিআইডি ৷ সঙ্গে ছিলেন বম্ব স্কোয়াডের আধিকারিকরাও ৷ বাড়ির ভিতরে ও আশেপাশের এলাকায় বোমার খোঁজে তল্লাশি চালায় সিআইডি ৷ তবে, আজকের তল্লাশিতে কোনও বোমা উদ্ধার হয়নি ৷ বিস্ফোরণস্থল থেকে নমুনাও সংগ্রহ করা হয়েছে ৷

অভিযুক্ত তৃণমূল নেতা এবং তাঁর পরিবারের সদস্যরা বিস্ফোরণের পর থেকে এলাকা ছাড়া ৷ তাদের খোঁজ শুরু করেছে পুলিশ ৷ বিস্ফোরণের তীব্রতায় পাকা বাড়ির কংক্রিটের দেওয়াল ভেঙে পড়েছে ৷ অভিযোগ বিস্ফোরণের শব্দে প্রতিবেশী এক শিশু জ্ঞানও হারিয়ে ফেলে ৷ সেই ঘটনার পর থেকে আতংকে রয়েছেন গ্রামবাসীরা ৷ এই ঘটনায় তৃণমূল কর্মী শেখ সফিকের ভাই মুরিলাল শেখকে গ্রেফতার করা হয়েছে ৷

আরও পড়ুন: মালদার অগ্নিকাণ্ডের রেশ, বাজির দোকান বন্ধ করল জলপাইগুড়ির ব্যবসায়ীরা

অন্যদিকে, বোলপুর থানার যজ্ঞনগর গ্রামে একটি ঝোপ থেকে তাজাবোমা উদ্ধার করল পুলিশ ৷ প্লাস্টিকের ড্রামে 15 টি তাজা বোমা মজুত ছিল। বোমাগুলি নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছে পুলিশ ৷ ড্রোন উড়িয়ে বোমা খোঁজে পুলিশ ৷ সেই ড্রোন ক্যামেরাতেই ধরা পরে বোমার ড্রামটি৷ বোলপুরের এসডিপিও নিখিল আগরওয়াল ও আইসি সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে যজ্ঞনগর গ্রামে চলে পুলিশি অভিযান ৷

দুবরাজপুর বিস্ফোরণ-কাণ্ডে ঘটনাস্থলে সিআইডি

দুবরাজপুর ও বোলপুর, 23 মে: দুবরাজপুরে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের পর, মঙ্গলবার সকালে সেখানে গেল সিআইডি ও বম্ব স্কোয়াড ৷ তৃণমূল নেতা শেখ সফিকের বাড়ি ও আশেপাশের এলাকায় তল্লাশি চালাল পুলিশ এবং সিআইডি আধিকারিকরা ৷ গতকালের এই বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আর একজনে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে ৷ অন্যদিকে, একইদিনে বোলপুরের যজ্ঞনগর গ্রাম থেকে প্রায় 15টি তাজাবোমা উদ্ধার করল পুলিশ ৷ ড্রোন ক্যামেরার মাধ্যমে বোমার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷

বিভিন্ন জায়গায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে তোলপাড় রাজ্য ৷ ঘুম ছুটেছে পুলিশ প্রশাসনের ৷ এরই মধ্যে সোমবার দুপুরে দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের ঘোড়াপাড়া গ্রামে শেখ সফিকের বাড়িতে বিস্ফোরণ হয় ৷ শতাধিক তাজা বোমা মজুত ছিল চিলেকোঠার সিঁড়ির ঘরে ৷ সেই ঘটনায় এদিন দুবরাজপুরে অভিযুক্ত তৃণমূল নেতার বাড়িতে হানা দেয় সিআইডি ৷ সঙ্গে ছিলেন বম্ব স্কোয়াডের আধিকারিকরাও ৷ বাড়ির ভিতরে ও আশেপাশের এলাকায় বোমার খোঁজে তল্লাশি চালায় সিআইডি ৷ তবে, আজকের তল্লাশিতে কোনও বোমা উদ্ধার হয়নি ৷ বিস্ফোরণস্থল থেকে নমুনাও সংগ্রহ করা হয়েছে ৷

অভিযুক্ত তৃণমূল নেতা এবং তাঁর পরিবারের সদস্যরা বিস্ফোরণের পর থেকে এলাকা ছাড়া ৷ তাদের খোঁজ শুরু করেছে পুলিশ ৷ বিস্ফোরণের তীব্রতায় পাকা বাড়ির কংক্রিটের দেওয়াল ভেঙে পড়েছে ৷ অভিযোগ বিস্ফোরণের শব্দে প্রতিবেশী এক শিশু জ্ঞানও হারিয়ে ফেলে ৷ সেই ঘটনার পর থেকে আতংকে রয়েছেন গ্রামবাসীরা ৷ এই ঘটনায় তৃণমূল কর্মী শেখ সফিকের ভাই মুরিলাল শেখকে গ্রেফতার করা হয়েছে ৷

আরও পড়ুন: মালদার অগ্নিকাণ্ডের রেশ, বাজির দোকান বন্ধ করল জলপাইগুড়ির ব্যবসায়ীরা

অন্যদিকে, বোলপুর থানার যজ্ঞনগর গ্রামে একটি ঝোপ থেকে তাজাবোমা উদ্ধার করল পুলিশ ৷ প্লাস্টিকের ড্রামে 15 টি তাজা বোমা মজুত ছিল। বোমাগুলি নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছে পুলিশ ৷ ড্রোন উড়িয়ে বোমা খোঁজে পুলিশ ৷ সেই ড্রোন ক্যামেরাতেই ধরা পরে বোমার ড্রামটি৷ বোলপুরের এসডিপিও নিখিল আগরওয়াল ও আইসি সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে যজ্ঞনগর গ্রামে চলে পুলিশি অভিযান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.