শান্তিনিকেতন, 14 মে : শান্তিনিকেতনের হস্ত ও কুটির শিল্পকে বিশ্বের বাজারে প্রসারের ক্ষেত্রে ভূমিকা নেবে চিন (China will take lead in promoting Shantiniketan arts and crafts) ৷ এদিন শান্তিনিকেতনের আমার কুটির-সহ বিভিন্ন হস্তশিল্প কেন্দ্রগুলি ঘুরে দেখলেন কলকাতা স্থিত চিনের কনসাল জেনারেল জঁ লিও (Chinese Consul General at Shantiniketan) । হস্তশিল্পের পাশাপাশি শান্তিনিকেতনের সংস্কৃতির প্রসার ঘটানোর উদ্যোগ নিল বাউল ফাউন্ডেশন নামক একটি সংস্থা ৷
শান্তিনিকেতনে বিশ্বভারতী (Visva Bharati University) ছাড়াও একাধিক হস্তশিল্প কেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র, ঐতিহ্যবাহী স্থান রয়েছে ৷ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের অন্যতম বাউল ফাউন্ডেশন এই সকল কেন্দ্রগুলির শিল্প সামগ্রী, কৃষ্টির প্রসারের উদ্যোগ নিয়েছে ৷ এদিন এই ফাউন্ডেশনের একটি কর্মসূচিতে অংশ নেন সস্ত্রীক কলকাতা স্থিত চীনের কনসাল জেনারেল জঁ লিও ।
বীরভূমের ইলামবাজারে একটি প্রাচীন মন্দির ঘুরে দেখেন তারা ৷ পরে বল্লভপুরে আমার কুটির ঘুরে দেখেন ৷ এই আমার কুটির হল শান্তিনিকেতনের হস্ত ও কুটির শিল্পের অন্যতম পীঠস্থান ।
জানা গিয়েছে, শান্তিনিকেতনের হস্ত ও কুটির শিল্প সামগ্রীকে বিশ্ব বাজারে প্রসারের ক্ষেত্রে প্রধান ভূমিকা নেবে চিন ৷ একই ভাবে শান্তিনিকেতনের কৃষ্টির প্রসারও ঘটাতে চায় চিন । অনলাইনের মাধ্যমে শান্তিনিকেতনের হস্ত ও কুটির শিল্পের বিস্তারের পরামর্শ দেন চিনা কনসাল জেনারেল । প্রসঙ্গত, শান্তিনিকেতনের শিল্প, সংস্কৃতির হাত ধরে ভারত-চিন (Indo-China Relationship) সম্পর্ক নিবিড় হচ্ছে ।
আমার কুটিরের এক আধিকারিক অমিত্য দাস বলেন, "চিনে কিভাবে ব্যবসার প্রসার হয়, সেই উদাহরণ তুলে ধরে শান্তিনিকেতনের হস্তশিল্পের বিস্তার ঘটানোর পরামর্শ দিলেন চিনের কনসাল জেনারেল ।"
আরও পড়ুন : Special Train Coach : গরমে পাহাড়ে ভ্রমণবিলাসীদের জন্য বিশেষ কোচ রেলের