ETV Bharat / state

কোরোনায় মধ্যেই বীরভূমে অজানা রোগের থাবা, এবার মৃত নাবালিকা - অজানা রোগ

সকালে পেটে ব্যথা নিয়ে মুসকান খাতুন নামে বছর নয়েকের এক নাবালিকা রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হয় । ঘন্টা চারেক পর সে মারা যায় ।

child death
child death
author img

By

Published : Jul 20, 2020, 6:50 PM IST

Updated : Jul 20, 2020, 6:56 PM IST

মাড়গ্রাম, 20 জুলাই : কোরোনা আতঙ্কের মাঝেই অজানা রোগে মৃত নাবালিকা ৷ ঘটনা বীরভূমের রামপুরহাট মহকুমার মাড়গ্রাম এলাকার । বিগত দশদিনে মাড়গ্রামে এই নিয়ে চার জনের মৃত্যু হল এই রোগে । আজ সকালে এই অজানা রোগে আক্রান্ত নাবালিকা রামপুরহাট মেডিকেল কলেজে ভরতি হয় । দুপুরে মৃত্যু হয় তার ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেরকম কোনও উপসর্গ নেই এই রোগের । হঠাৎই শুরু হচ্ছে পেটে ব্যথা, তারপর বমি । ছয়-সাতবার বমি করার পর আক্রান্তরা নিস্তেজ হয়ে পড়ছে । আজ সকালে পেটে ব্যথা নিয়ে মুসকান খাতুন নামে ওই নাবালিকাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় । ঘন্টা চারেক পর সে মারা যায় ।

আজ সকাল থেকেই স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা মাড়গ্রামের এঠেল পাড়া এলাকায় ক্যাম্প করে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করছেন । এরই মধ্যে আরও এক জনের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷ অভিভাবকরা আতঙ্কে বাচ্চাদের অন্যত্র আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন । এখনও পর্যন্ত এই রোগে আক্রান্তের সংখ্যা 9 ।

স্বাস্থ্য আধিকারিকরা জানান, “ঠিক কী কারণে এই রোগ ছড়িয়ে পড়ছে এখনও আমরা কিছু জানতে পারিনি । তবে, আমরা সমস্ত রকম সর্তকতা অবলম্বন করেছি । স্থানীয় বাসিন্দাদের পুকুরের জল ব্যবহার করতে নিষেধ করা হয়েছে । অন্য যেসব জলের উৎস আছে তা পরীক্ষা এবং জীবাণুমুক্ত করা হচ্ছে ।” এলাকার সমাজসেবী সাহারা মণ্ডল বলেন, "বিষয়টি জেলাশাসক ও উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি । এলাকার মানুষ আতঙ্কে রয়েছে ।"

মাড়গ্রাম, 20 জুলাই : কোরোনা আতঙ্কের মাঝেই অজানা রোগে মৃত নাবালিকা ৷ ঘটনা বীরভূমের রামপুরহাট মহকুমার মাড়গ্রাম এলাকার । বিগত দশদিনে মাড়গ্রামে এই নিয়ে চার জনের মৃত্যু হল এই রোগে । আজ সকালে এই অজানা রোগে আক্রান্ত নাবালিকা রামপুরহাট মেডিকেল কলেজে ভরতি হয় । দুপুরে মৃত্যু হয় তার ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেরকম কোনও উপসর্গ নেই এই রোগের । হঠাৎই শুরু হচ্ছে পেটে ব্যথা, তারপর বমি । ছয়-সাতবার বমি করার পর আক্রান্তরা নিস্তেজ হয়ে পড়ছে । আজ সকালে পেটে ব্যথা নিয়ে মুসকান খাতুন নামে ওই নাবালিকাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় । ঘন্টা চারেক পর সে মারা যায় ।

আজ সকাল থেকেই স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা মাড়গ্রামের এঠেল পাড়া এলাকায় ক্যাম্প করে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করছেন । এরই মধ্যে আরও এক জনের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷ অভিভাবকরা আতঙ্কে বাচ্চাদের অন্যত্র আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন । এখনও পর্যন্ত এই রোগে আক্রান্তের সংখ্যা 9 ।

স্বাস্থ্য আধিকারিকরা জানান, “ঠিক কী কারণে এই রোগ ছড়িয়ে পড়ছে এখনও আমরা কিছু জানতে পারিনি । তবে, আমরা সমস্ত রকম সর্তকতা অবলম্বন করেছি । স্থানীয় বাসিন্দাদের পুকুরের জল ব্যবহার করতে নিষেধ করা হয়েছে । অন্য যেসব জলের উৎস আছে তা পরীক্ষা এবং জীবাণুমুক্ত করা হচ্ছে ।” এলাকার সমাজসেবী সাহারা মণ্ডল বলেন, "বিষয়টি জেলাশাসক ও উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি । এলাকার মানুষ আতঙ্কে রয়েছে ।"

Last Updated : Jul 20, 2020, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.