নানুর, 4 নভেম্বর : নানুরে গুলিবিদ্ধ হয়ে মৃত স্বরূপ গড়াইয়ের পরিবারের হাতে 5 লাখ টাকার চেক দিয়েছিলেন BJP নেতা মুকুল রায় । পরে মৃতের স্ত্রী অনুব্রত মণ্ডলের পাশে বসে দাবি করেন তাঁর স্বামী তৃণমূল কর্মী ৷ এরপর BJP-র দেওয়া চেকে টাকা তুলতে গেলে দেখা যায়, চেক বাউন্স করেছে ৷ এনিয়ে রাজনৈতিক মহলের একাংশে চাপানউতোর শুরু হয়েছে ৷ প্রশ্ন উঠেছে, স্বামীকে তৃণমূল কর্মী হিসেবে দাবি করার জন্যই কি BJP-র তরফে দেওয়া চেক আটকে দেওয়া হয়েছে ৷
6 সেপ্টেম্বর নানুরের রামকৃষ্ণপুর গ্রামে BJP-তৃণমূল সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় স্বরূপ গড়াইয়ের । কলকাতা ও বোলপুরে মৃতদের দেহ নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর । তৃণমূলের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ করিম খান সহ 11 জনের নামে খুনের অভিযোগ দায়ের হয় নানুর থানায় । এরপর রামকৃষ্ণপুর গ্রামে গিয়ে নিহতের স্ত্রী চায়না গড়াইকে আর্থিক সাহায্য হিসেবে 5 লাখ টাকার চেক তুলে দেন BJP নেতা মুকুল রায় । সেদিন মুকুল রায়ের সঙ্গে ছিলেন অনুপম হাজরা, BJP-র জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল । পরে 28 সেপ্টেম্বর বোলপুর তৃণমূল কার্যালয়ে দেখা যায় মৃতের স্ত্রী চায়না গড়াইকে । অনুব্রত মণ্ডলের পাশে বসে তিনি দাবি করেন, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে তৃণমূল কর্মী ছিলেন । ভুলবশত অভিযোগ দায়ের করা হয়েছে । এর কয়েকদিন পর ওই চেক তুলতে যান চায়না ৷ কিন্তু দেখা যায়, চেক বাউন্স করেছে ৷
এই ঘটনার পর থেকেই জেলা রাজনীতিতে শুরু হয়েছে একাধিক বিতর্ক ৷ প্রশ্ন উঠেছে, তাহলে কি BJP-র তরফে আটকে দেওয়া হয়েছে চেক ? এনিয়ে, যোগাযোগ করা হলে কোনও মন্তব্য করতে চাননি জেলা BJP নেতৃত্ব ৷