ETV Bharat / state

মৃত স্বামীকে তৃণমূল কর্মী বলায় আটকে গেল BJP-র দেওয়া চেক ? - নানুরের BJP-তৃণমূল সংঘর্ষ

আবারও রাজনৈতিক দ্বন্দ্ব চরমে বীরভূমে ৷ কয়েকদিন আগে, মৃত স্বরূপ গড়াইয়ের স্ত্রী অনুব্রত মণ্ডলের পাশে বসে দাবি করেন তাঁর স্বামী তৃণমূল কর্মী ৷  এরপর BJP-র দেওয়া চেকে টাকা তুলতে গেলে দেখা যায়, চেক বাউন্স করেছে ৷ রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, তাহলে কি রাজনীতির প্যাঁচে আটকে গেল মৃত ব্যক্তির পরিচিতি, তাঁর পরিবারকে দেওয়া টাকা ৷

ছবি
author img

By

Published : Nov 4, 2019, 7:50 AM IST

Updated : Nov 4, 2019, 10:55 AM IST

নানুর, 4 নভেম্বর : নানুরে গুলিবিদ্ধ হয়ে মৃত স্বরূপ গড়াইয়ের পরিবারের হাতে 5 লাখ টাকার চেক দিয়েছিলেন BJP নেতা মুকুল রায় । পরে মৃতের স্ত্রী অনুব্রত মণ্ডলের পাশে বসে দাবি করেন তাঁর স্বামী তৃণমূল কর্মী ৷ এরপর BJP-র দেওয়া চেকে টাকা তুলতে গেলে দেখা যায়, চেক বাউন্স করেছে ৷ এনিয়ে রাজনৈতিক মহলের একাংশে চাপানউতোর শুরু হয়েছে ৷ প্রশ্ন উঠেছে, স্বামীকে তৃণমূল কর্মী হিসেবে দাবি করার জন্যই কি BJP-র তরফে দেওয়া চেক আটকে দেওয়া হয়েছে ৷

6 সেপ্টেম্বর নানুরের রামকৃষ্ণপুর গ্রামে BJP-তৃণমূল সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় স্বরূপ গড়াইয়ের । কলকাতা ও বোলপুরে মৃতদের দেহ নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর । তৃণমূলের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ করিম খান সহ 11 জনের নামে খুনের অভিযোগ দায়ের হয় নানুর থানায় । এরপর রামকৃষ্ণপুর গ্রামে গিয়ে নিহতের স্ত্রী চায়না গড়াইকে আর্থিক সাহায্য হিসেবে 5 লাখ টাকার চেক তুলে দেন BJP নেতা মুকুল রায় । সেদিন মুকুল রায়ের সঙ্গে ছিলেন অনুপম হাজরা, BJP-র জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল । পরে 28 সেপ্টেম্বর বোলপুর তৃণমূল কার্যালয়ে দেখা যায় মৃতের স্ত্রী চায়না গড়াইকে । অনুব্রত মণ্ডলের পাশে বসে তিনি দাবি করেন, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে তৃণমূল কর্মী ছিলেন । ভুলবশত অভিযোগ দায়ের করা হয়েছে । এর কয়েকদিন পর ওই চেক তুলতে যান চায়না ৷ কিন্তু দেখা যায়, চেক বাউন্স করেছে ৷

image
স্ত্রী চায়না গড়াইকে পাঁচ লাখ টাকার আর্থিক সাহায্য় করেন BJP নেতা মুকুল রায়

এই ঘটনার পর থেকেই জেলা রাজনীতিতে শুরু হয়েছে একাধিক বিতর্ক ৷ প্রশ্ন উঠেছে, তাহলে কি BJP-র তরফে আটকে দেওয়া হয়েছে চেক ? এনিয়ে, যোগাযোগ করা হলে কোনও মন্তব্য করতে চাননি জেলা BJP নেতৃত্ব ৷

নানুর, 4 নভেম্বর : নানুরে গুলিবিদ্ধ হয়ে মৃত স্বরূপ গড়াইয়ের পরিবারের হাতে 5 লাখ টাকার চেক দিয়েছিলেন BJP নেতা মুকুল রায় । পরে মৃতের স্ত্রী অনুব্রত মণ্ডলের পাশে বসে দাবি করেন তাঁর স্বামী তৃণমূল কর্মী ৷ এরপর BJP-র দেওয়া চেকে টাকা তুলতে গেলে দেখা যায়, চেক বাউন্স করেছে ৷ এনিয়ে রাজনৈতিক মহলের একাংশে চাপানউতোর শুরু হয়েছে ৷ প্রশ্ন উঠেছে, স্বামীকে তৃণমূল কর্মী হিসেবে দাবি করার জন্যই কি BJP-র তরফে দেওয়া চেক আটকে দেওয়া হয়েছে ৷

6 সেপ্টেম্বর নানুরের রামকৃষ্ণপুর গ্রামে BJP-তৃণমূল সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় স্বরূপ গড়াইয়ের । কলকাতা ও বোলপুরে মৃতদের দেহ নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর । তৃণমূলের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ করিম খান সহ 11 জনের নামে খুনের অভিযোগ দায়ের হয় নানুর থানায় । এরপর রামকৃষ্ণপুর গ্রামে গিয়ে নিহতের স্ত্রী চায়না গড়াইকে আর্থিক সাহায্য হিসেবে 5 লাখ টাকার চেক তুলে দেন BJP নেতা মুকুল রায় । সেদিন মুকুল রায়ের সঙ্গে ছিলেন অনুপম হাজরা, BJP-র জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল । পরে 28 সেপ্টেম্বর বোলপুর তৃণমূল কার্যালয়ে দেখা যায় মৃতের স্ত্রী চায়না গড়াইকে । অনুব্রত মণ্ডলের পাশে বসে তিনি দাবি করেন, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে তৃণমূল কর্মী ছিলেন । ভুলবশত অভিযোগ দায়ের করা হয়েছে । এর কয়েকদিন পর ওই চেক তুলতে যান চায়না ৷ কিন্তু দেখা যায়, চেক বাউন্স করেছে ৷

image
স্ত্রী চায়না গড়াইকে পাঁচ লাখ টাকার আর্থিক সাহায্য় করেন BJP নেতা মুকুল রায়

এই ঘটনার পর থেকেই জেলা রাজনীতিতে শুরু হয়েছে একাধিক বিতর্ক ৷ প্রশ্ন উঠেছে, তাহলে কি BJP-র তরফে আটকে দেওয়া হয়েছে চেক ? এনিয়ে, যোগাযোগ করা হলে কোনও মন্তব্য করতে চাননি জেলা BJP নেতৃত্ব ৷

Intro:নানুর, ৪ নভেম্বরঃ নানুরে গুলি বিদ্ধ হয়ে নিহত বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক দিয়ে ছিলেন বিজেপি নেতা মুকুল রায়। পরে নিহতের স্ত্রী অনুব্রত মণ্ডলের পাশে বসে নিহতকে তৃণমূল কর্মী হিসাবে দাবি করেন। ফলে বিজেপির দেওয়া চেকে টাকা তুলতে গেলে দেখা যায়, ওই টাকা রদ দেওয়া হয়েছে। Body:নানুর, ৪ নভেম্বরঃ নানুরে গুলি বিদ্ধ হয়ে নিহত বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক দিয়ে ছিলেন বিজেপি নেতা মুকুল রায়। পরে নিহতের স্ত্রী অনুব্রত মণ্ডলের পাশে বসে নিহতকে তৃণমূল কর্মী হিসাবে দাবি করেন। ফলে বিজেপির দেওয়া চেকে টাকা তুলতে গেলে দেখা যায়, ওই টাকা রদ দেওয়া হয়েছে।

গত ৬ সেপ্টেম্বর নানুরের রামকৃষ্ণপুর গ্রামে বিজেপি তৃণমূল সংঘর্ষে গুলি বিদ্ধ হয়ে মৃত্যু হয় বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের। কলকাতা ও বোলপুরের নিহতের দেহ নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান সহ ১১ জনের নামে খুনের অভিযোগ দায়ের হয় নানুর থানায়। রামকৃষ্ণপুর গ্রামে গিয়ে নিহতের স্ত্রী চায়না গড়াইকে আর্থিক সাহায্য বাবদ ৫ লক্ষ টাকার চেক দেন বিজেপি নেতা মুকুল রায়। সঙ্গে ছিলেন অনুপম হাজরা, বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। পরে ২৮ সেপ্টেম্বর বোলপুরে তৃণমূল কার্যালয়ে দেখা যায় নিহতের স্ত্রী চায়না গড়াইকে। অনুব্রত মণ্ডলের পাশে বসে নিহতের স্ত্রী দাবি করেন, তাঁর স্বামী দীর্ঘ দিন ধরেই তৃণমূল কর্মী ছিলেন। ভুল বশত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, ভোল বদলের পরেই বিজেপির তরফ থেকে নিহতের স্ত্রীকে দেওয়া একটি রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের ৫ লক্ষ টাকার চেকটি রদ করে দেওয়া হয়েছে। নিহতের স্ত্রী সেই চেকের টাকা তুলতে গিয়ে দেখেন সেই চেকটি রদ করে দেওয়া হয়েছে।
যদিও, এই প্রসঙ্গে জেলা বিজেপি নেতৃত্ব কোন মন্তব্য করতে চাননি।Conclusion:
Last Updated : Nov 4, 2019, 10:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.