ETV Bharat / state

ই-মলের সামনে অপহরণ, পুলিশ ও BSF কর্মী সহ গ্রেপ্তার 7 - Police involved

প্রতারণার প্রতিশোধ নিতে অপহরণ । তিন পুলিশ ও এক BSF জওয়ানকে সঙ্গে নিয়ে ছক কষেন প্রতারিত ব্যক্তি নিজেই ৷ তাকে কলকাতার চাঁদনি চকে ই-মলের সামনে থেকে অপহরণ করা হয় ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Oct 11, 2019, 6:30 PM IST

কলকাতা, 11 অক্টোবর : প্রতারণার প্রতিশোধ নিতে অপহরণ বললে একটুও ভুল হবে না ৷ চাকরি দেওয়ার নামে দিনের পর দিন টাকা তুলছিল এক ব্যক্তি ৷ কিন্তু প্রতিকার কী? অতএব অপহরণের পরিকল্পনা ৷ না, কোনও সিনেমার গল্প নয় ৷ বাস্তবে এমনটাই ঘটেছে ৷ তিন পুলিশ ও এক BSF জওয়ানকে সঙ্গে নিয়ে এই ছক কষেন প্রতারিত ব্যক্তি নিজেই ৷ গতকাল দিনের আলোয় কলকাতার চাঁদনি চকে ই-মলের সামনে থেকে অপহরণ করা হয় ওই প্রতারককে ।

ই মলের সামনে থেকে একটি বোলেরোতে জোর করে ওই ব্যক্তিকে তুলে নিয়ে যেতে দেখে 100 ডায়ালে ফোন করেন এক ব্যক্তি । মুহূর্তে তৎপর হয় কলকাতা পুলিশ । ই-মলের সামনেই রয়েছে ট্রাফিক বিভাগের CCTV ক্যামেরা । দ্রুত সেই ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করা হয় গাড়িটি । সেই সূত্র ধরেই বেরিয়ে আসে আসল ঘটনা । ঘটনায় তিন পুলিশ কর্মী, এক BSF জওয়ান ও গাড়ির ড্রাইভার-সহ সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । অভিযোগ, নিজেদের সরকারি পরিচয় এবং সার্ভিস রিভলবার এই অপহরণে ব্যবহার করেছে ওই চারজন ।

লালবাজার সূত্রের খবর, গতকাল দুপুরে এই অপহরণ ঘটে । সৌমেন বসু নামে এক ব্যক্তি সরকারি চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা তুলেছিল বেকার যুবকদের থেকে । কিন্তু সেই চাকরি তাঁরা পাননি । বারবার বলা সত্ত্বেও সৌমেন টাকা ফিরিয়ে দিচ্ছিল না । প্রতারিতদের মধ্যে একজন অভিজিৎ ঘোষ । তাঁর দাবি, সৌমেনকে এক কোটি টাকা চাকরির জন্য দিয়েছিল সে । বারবার বলা সত্ত্বেও টাকা ফেরায়নি সৌমেন । তখন অভিজিৎ অপহরণের ছক কষে । অপহরণের জন্য দলে নেয় তিন পুলিশকর্মী এবং এক BSF জওয়ানকে । ওই তিন পুলিশ কর্মীর মধ্যে শ্যামল মণ্ডল এবং জ়াকির খান কলকাতা পুলিশের কমব্যাট ফোর্সের সদস্য । অপর জন মহম্মদ হানিফ রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর সদস্য । এই দলে যোগ দেয় BSF জওয়ান আমির হোসেনও । দলে ছিল মনজ়ারুল হক নামে অপর এক ব্যক্তি । সঙ্গে বোলেরো গাড়ির ড্রাইভার শেখ সুলেমন । দলটি গতকাল অভিজিতের নেতৃত্বে ই-মলের সামনে থেকে অপহরণ করে সৌমেনকে । অভিজিৎ ঘোষ ও শ্যামল মণ্ডলের বাড়ি মালদার ইংলিশ বাজারে । জ়াকির খান, মহম্মদ হানিফ, মনজারুল হক, আমির হুসেনের বাড়ি বীরভূমের লাভপুর থানার দরবারপুর গ্রামে ।

kidnap
উদ্ধার হওয়া পিস্তল

কলকাতা পুলিশ বোলেরো গাড়ির নম্বর প্লেট দেখে বুঝতে পারে, সেটি বীরভূমের । খবর দেওয়া হয় বীরভূম জেলা পুলিশকে । বীরভূমের জেলা পুলিশ গতরাতে নাকা চেকিং চালায় এলাকায় । উদ্ধার করা হয় অপহৃত সৌমেনকে । ঘটনায় গাড়িচালক সহ সাত জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে লাভপুর থানার পুলিশ । তাদের আজ বউবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । সৌমেনের নামেও অন্য একটি পৃথক মামলা দায়ের করা হয়েছে ৷ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 7 এম এম পিস্তল ।

kidnap
এই বোলেরো গাড়ি নিয়েই অপহরণ করা হয়

কলকাতা, 11 অক্টোবর : প্রতারণার প্রতিশোধ নিতে অপহরণ বললে একটুও ভুল হবে না ৷ চাকরি দেওয়ার নামে দিনের পর দিন টাকা তুলছিল এক ব্যক্তি ৷ কিন্তু প্রতিকার কী? অতএব অপহরণের পরিকল্পনা ৷ না, কোনও সিনেমার গল্প নয় ৷ বাস্তবে এমনটাই ঘটেছে ৷ তিন পুলিশ ও এক BSF জওয়ানকে সঙ্গে নিয়ে এই ছক কষেন প্রতারিত ব্যক্তি নিজেই ৷ গতকাল দিনের আলোয় কলকাতার চাঁদনি চকে ই-মলের সামনে থেকে অপহরণ করা হয় ওই প্রতারককে ।

ই মলের সামনে থেকে একটি বোলেরোতে জোর করে ওই ব্যক্তিকে তুলে নিয়ে যেতে দেখে 100 ডায়ালে ফোন করেন এক ব্যক্তি । মুহূর্তে তৎপর হয় কলকাতা পুলিশ । ই-মলের সামনেই রয়েছে ট্রাফিক বিভাগের CCTV ক্যামেরা । দ্রুত সেই ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করা হয় গাড়িটি । সেই সূত্র ধরেই বেরিয়ে আসে আসল ঘটনা । ঘটনায় তিন পুলিশ কর্মী, এক BSF জওয়ান ও গাড়ির ড্রাইভার-সহ সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । অভিযোগ, নিজেদের সরকারি পরিচয় এবং সার্ভিস রিভলবার এই অপহরণে ব্যবহার করেছে ওই চারজন ।

লালবাজার সূত্রের খবর, গতকাল দুপুরে এই অপহরণ ঘটে । সৌমেন বসু নামে এক ব্যক্তি সরকারি চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা তুলেছিল বেকার যুবকদের থেকে । কিন্তু সেই চাকরি তাঁরা পাননি । বারবার বলা সত্ত্বেও সৌমেন টাকা ফিরিয়ে দিচ্ছিল না । প্রতারিতদের মধ্যে একজন অভিজিৎ ঘোষ । তাঁর দাবি, সৌমেনকে এক কোটি টাকা চাকরির জন্য দিয়েছিল সে । বারবার বলা সত্ত্বেও টাকা ফেরায়নি সৌমেন । তখন অভিজিৎ অপহরণের ছক কষে । অপহরণের জন্য দলে নেয় তিন পুলিশকর্মী এবং এক BSF জওয়ানকে । ওই তিন পুলিশ কর্মীর মধ্যে শ্যামল মণ্ডল এবং জ়াকির খান কলকাতা পুলিশের কমব্যাট ফোর্সের সদস্য । অপর জন মহম্মদ হানিফ রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর সদস্য । এই দলে যোগ দেয় BSF জওয়ান আমির হোসেনও । দলে ছিল মনজ়ারুল হক নামে অপর এক ব্যক্তি । সঙ্গে বোলেরো গাড়ির ড্রাইভার শেখ সুলেমন । দলটি গতকাল অভিজিতের নেতৃত্বে ই-মলের সামনে থেকে অপহরণ করে সৌমেনকে । অভিজিৎ ঘোষ ও শ্যামল মণ্ডলের বাড়ি মালদার ইংলিশ বাজারে । জ়াকির খান, মহম্মদ হানিফ, মনজারুল হক, আমির হুসেনের বাড়ি বীরভূমের লাভপুর থানার দরবারপুর গ্রামে ।

kidnap
উদ্ধার হওয়া পিস্তল

কলকাতা পুলিশ বোলেরো গাড়ির নম্বর প্লেট দেখে বুঝতে পারে, সেটি বীরভূমের । খবর দেওয়া হয় বীরভূম জেলা পুলিশকে । বীরভূমের জেলা পুলিশ গতরাতে নাকা চেকিং চালায় এলাকায় । উদ্ধার করা হয় অপহৃত সৌমেনকে । ঘটনায় গাড়িচালক সহ সাত জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে লাভপুর থানার পুলিশ । তাদের আজ বউবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । সৌমেনের নামেও অন্য একটি পৃথক মামলা দায়ের করা হয়েছে ৷ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 7 এম এম পিস্তল ।

kidnap
এই বোলেরো গাড়ি নিয়েই অপহরণ করা হয়
Intro:লাভপুর, ১১ অক্টোবরঃ কলকাতার চাঁদনিচক থেকে অপহৃত ব্যক্তির জন্য ১ কোটি টাকার মুক্তিপণ চাওয়া হয়। অপহরণকারী ৬ জনকে আটক করে বীরভূমের লাভপুর থানার পুলিশ। ধৃতদের বউবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।ধৃতদের মধ্যে একজন সেনাকর্মী।Body:লাভপুর, ১১ অক্টোবরঃ কলকাতার চাঁদনিচক থেকে অপহৃত ব্যক্তির জন্য ১ কোটি টাকার মুক্তিপণ চাওয়া হয়। অপহরণকারী ৬ জনকে আটক করে বীরভূমের লাভপুর থানার পুলিশ। ধৃতদের বউবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।ধৃতদের মধ্যে একজন সেনাকর্মী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার সোদপুরের বাসিন্দা সৌমেন বোস চাকরি দেওয়ার নাম করে টাকা নেন একাধিক ব্যক্তির কাছ থেকে। তাকে কলকাতার চাঁদনিচক থেকে অপহরণ করে ৬ ব্যাক্তি। অপহৃতের কাছ থেকে ১ কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়। অপহরণ করে একটি বুলেরো গাড়ি করে মুর্শিদাবাদ হয়ে লাভপুরে নিয়ে আসা হয়। পুলিশি টহলের সময় সন্দেহ হওয়ায় গাড়িটিকে আটক করা হয়। অপহরণকারীদের এদিন ভোর রাতে বীরভূমের লাভপুর থানার পুলিশ আটক করে। ধৃতদের মধ্যে অভিজিৎ ঘোষ ও শ্যাম মণ্ডলের বাড়ি মালদার ইংলিশবাজারে। বাকী জাকির খান, মহম্মদ হানিফ, মনজারুল হক, আমির হুসেনের বাড়ি বীরভূমের লাভপুর থানার দরবারপুর গ্রামে। ধৃতদের এদিন বউবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের মধ্যে আমির হুসেন সেনাবাহিনীর কর্মী। ধৃতদের কাছ থেকে একটি চার চাকা গাড়িও উদ্ধার করে পুলিশ।Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.