ETV Bharat / state

কাল বিশ্বভারতীর সমাবর্তনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী - শান্তিনিকেতন

9 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান ৷ তাতে যোগ দেবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ও রাজ্যপাল জগদীপ ধনকড়। এছাড়া, অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় ধতরে ৷ চলছে চূড়ান্ত প্রস্তুতি ৷

wb_brmh_01_visva bharati Convocation pm & education minister_7203424
বিশ্বভারতীর সমাবর্তনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
author img

By

Published : Feb 18, 2021, 5:24 PM IST

শান্তিনিকেতন, 18 ফেব্রুয়ারি: 19 ফেব্রুয়ারি বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও রাজ্যপাল। ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তথা আচার্য নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। শান্তিনিকেতনের আম্রকুঞ্জে আপাতত চলছে তারই চূড়ান্ত প্রস্তুতি।

19 ফেব্রুয়ারি বিশ্বভারতীতে অনুষ্ঠিত হবে সমাবর্তন। ইতিমধ্যে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুযায়ী, সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ও রাজ্যপাল জগদীপ ধনকড়। এছাড়া, অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় ধতরে ৷

আরও পড়ুন: বিতর্ক পেরিয়ে সমাবর্তনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাবে বিশ্বভারতী

24 ডিসেম্বর বিশ্বভারতীর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের পর দ্বিতীয়বার ভার্চুয়ালি যোগ দেবেন আচার্য নরেন্দ্র মোদি। থাকবেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীও।

19 ফেব্রুয়ারি সকাল সাড়ে ন’টায় আম্রকুঞ্জের জহর বেদীতে শুরু হবে এই অনুষ্ঠান। প্রথা অনুযায়ী, পড়ুয়াদের শংসাপত্র ও ছাতিমপাতা তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই আম্রকুঞ্জে আল্পনা দেওয়ার কাজ শুরু হয়েছে ৷ চলছে চূড়ান্ত প্রস্তুতি ৷ দুপুর 12টা পর্যন্ত চলবে সমাবর্তন অনুষ্ঠান ৷

শান্তিনিকেতন, 18 ফেব্রুয়ারি: 19 ফেব্রুয়ারি বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও রাজ্যপাল। ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তথা আচার্য নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। শান্তিনিকেতনের আম্রকুঞ্জে আপাতত চলছে তারই চূড়ান্ত প্রস্তুতি।

19 ফেব্রুয়ারি বিশ্বভারতীতে অনুষ্ঠিত হবে সমাবর্তন। ইতিমধ্যে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুযায়ী, সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ও রাজ্যপাল জগদীপ ধনকড়। এছাড়া, অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় ধতরে ৷

আরও পড়ুন: বিতর্ক পেরিয়ে সমাবর্তনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাবে বিশ্বভারতী

24 ডিসেম্বর বিশ্বভারতীর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের পর দ্বিতীয়বার ভার্চুয়ালি যোগ দেবেন আচার্য নরেন্দ্র মোদি। থাকবেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীও।

19 ফেব্রুয়ারি সকাল সাড়ে ন’টায় আম্রকুঞ্জের জহর বেদীতে শুরু হবে এই অনুষ্ঠান। প্রথা অনুযায়ী, পড়ুয়াদের শংসাপত্র ও ছাতিমপাতা তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই আম্রকুঞ্জে আল্পনা দেওয়ার কাজ শুরু হয়েছে ৷ চলছে চূড়ান্ত প্রস্তুতি ৷ দুপুর 12টা পর্যন্ত চলবে সমাবর্তন অনুষ্ঠান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.