ETV Bharat / state

দিলীপ ঘোষকে গুলি করে মারা উচিত কেন্দ্রের : অনুব্রত - bjp leader dilip ghosh

গুলি করে মারা ইশুতে দিলীপ ঘোষকে পালটা দিলেন অনুব্রত মণ্ডল ৷ "আগে দিলীপ ঘোষকে গুলি করে মারা উচিত ৷" মন্তব্য অনুব্রতর ৷

ছবি
ছবি
author img

By

Published : Jan 13, 2020, 6:07 PM IST

Updated : Jan 13, 2020, 6:47 PM IST

নানুর, 13 জানুয়ারি : রানাঘাটে দিলীপ ঘোষের "'গুলি করে মারা'' মন্তব্য নিয়ে বিপাকে BJP । ইতিমধ্যেই সাংসদ বাবুল সুপ্রিয় রাজ্য সভাপতির মন্তব্যের বিরোধিতা করেছেন । এবার অন্য দলের আক্রমণের মুখেও পড়লেন দিলীপ ৷ তাঁকে নিশানা করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল । বললেন, "আগে দিলীপ ঘোষকে গুলি করে মারা উচিত কেন্দ্র সরকারের ।"

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তপ্ত রাজ্য । ধর্মতলায় TMCP-র তরফে ধরনা চলছে । পথে নেমেছে বাম-কংগ্রেস কর্মী সমর্থকরাও । এর মাঝে গতকাল রানাঘাটে CAA-র সমর্থনে এক প্রচার অনুষ্ঠানে গেছিলেন দিলীপ ঘোষ । সেখানে তিনি বলেন, অসম, উত্তরপ্রদেশে আমাদের সরকার এই শয়তানদের কুকুরের মতো গুলি করে মেরেছে ৷ তুলে নিয়ে গিয়ে কেসও দিয়েছে ৷ পশ্চিমবঙ্গেও একই নিয়ম প্রযোজ্য হবে । রাজ্য সভাপতির এই মন্তব্যে বিপাকে পড়ে দল । বাবুল সুপ্রিয় টুইটবার্তায় জানান, দিলীপ ঘোষের এই মতামতকে তাঁর দল সমর্থন করে না ৷ বাবুলের এই বক্তব্যের বিরোধিতা করেন দিলীপ ৷ জানিয়ে দেন, "আমি দলের স্ট্যান্ড মেনেই কথা বলেছি ৷" BJP-র রাজ্য সভাপতির এই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় অনুব্রত মণ্ডলকে ৷ নানুরে NRC, CAA-র বিরুদ্ধে প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন তিনি ৷ উত্তরে অনুব্রত বলেন, "কেন্দ্র সরকারের উচিত দিলীপ ঘোষকে গুলি করে মারা । যদি প্রথম কেউ সম্পত্তি নষ্ট করে থাকে, তাহলে সে হচ্ছে দিলীপ ঘোষ ।"

ভিডিয়োয় শুনুন অনুব্রত মণ্ডলের বক্তব্য

আজকের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরি, সহ সভাপতি অভিজিৎ সিংহসহ অন্যরা । সম্প্রতি গ্রামাঞ্চলে বিদ্যুৎ চুরি করে সাবমার্সিবল চালানোর অভিযোগে তৎপর হয়েছে বিদ্যুৎ দপ্তর ৷ চাষিদের অভিযোগ, মিথ্যা মামলায় চাষিদের জড়াচ্ছে বিদ্যুৎ দপ্তর । এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, "যাদের বিদ্যুৎ নেই, সাবমার্সিবল নেই এই রকম 8 জনকে কেস দিয়েছে । কারও কথায় দিয়েছে । বিল থাকলে টাকা দিতে হবে । কিন্তু মিথ্যা মামলা দেওয়া যায় না ।"

নানুর, 13 জানুয়ারি : রানাঘাটে দিলীপ ঘোষের "'গুলি করে মারা'' মন্তব্য নিয়ে বিপাকে BJP । ইতিমধ্যেই সাংসদ বাবুল সুপ্রিয় রাজ্য সভাপতির মন্তব্যের বিরোধিতা করেছেন । এবার অন্য দলের আক্রমণের মুখেও পড়লেন দিলীপ ৷ তাঁকে নিশানা করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল । বললেন, "আগে দিলীপ ঘোষকে গুলি করে মারা উচিত কেন্দ্র সরকারের ।"

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তপ্ত রাজ্য । ধর্মতলায় TMCP-র তরফে ধরনা চলছে । পথে নেমেছে বাম-কংগ্রেস কর্মী সমর্থকরাও । এর মাঝে গতকাল রানাঘাটে CAA-র সমর্থনে এক প্রচার অনুষ্ঠানে গেছিলেন দিলীপ ঘোষ । সেখানে তিনি বলেন, অসম, উত্তরপ্রদেশে আমাদের সরকার এই শয়তানদের কুকুরের মতো গুলি করে মেরেছে ৷ তুলে নিয়ে গিয়ে কেসও দিয়েছে ৷ পশ্চিমবঙ্গেও একই নিয়ম প্রযোজ্য হবে । রাজ্য সভাপতির এই মন্তব্যে বিপাকে পড়ে দল । বাবুল সুপ্রিয় টুইটবার্তায় জানান, দিলীপ ঘোষের এই মতামতকে তাঁর দল সমর্থন করে না ৷ বাবুলের এই বক্তব্যের বিরোধিতা করেন দিলীপ ৷ জানিয়ে দেন, "আমি দলের স্ট্যান্ড মেনেই কথা বলেছি ৷" BJP-র রাজ্য সভাপতির এই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় অনুব্রত মণ্ডলকে ৷ নানুরে NRC, CAA-র বিরুদ্ধে প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন তিনি ৷ উত্তরে অনুব্রত বলেন, "কেন্দ্র সরকারের উচিত দিলীপ ঘোষকে গুলি করে মারা । যদি প্রথম কেউ সম্পত্তি নষ্ট করে থাকে, তাহলে সে হচ্ছে দিলীপ ঘোষ ।"

ভিডিয়োয় শুনুন অনুব্রত মণ্ডলের বক্তব্য

আজকের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরি, সহ সভাপতি অভিজিৎ সিংহসহ অন্যরা । সম্প্রতি গ্রামাঞ্চলে বিদ্যুৎ চুরি করে সাবমার্সিবল চালানোর অভিযোগে তৎপর হয়েছে বিদ্যুৎ দপ্তর ৷ চাষিদের অভিযোগ, মিথ্যা মামলায় চাষিদের জড়াচ্ছে বিদ্যুৎ দপ্তর । এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, "যাদের বিদ্যুৎ নেই, সাবমার্সিবল নেই এই রকম 8 জনকে কেস দিয়েছে । কারও কথায় দিয়েছে । বিল থাকলে টাকা দিতে হবে । কিন্তু মিথ্যা মামলা দেওয়া যায় না ।"

Intro:নানুর, ১৩ জানুয়ারিঃ "কেন্দ্র সরকারের উচিত দিলীপ ঘোষকে গুলি করে মারা।" সরকারি সম্পত্তি নষ্ট প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে এভাবেই আক্রমণ করলেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। Body:নানুর, ১৩ জানুয়ারিঃ "কেন্দ্র সরকারের উচিত দিলীপ ঘোষকে গুলি করে মারা।" সরকারি সম্পত্তি নষ্ট প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে এভাবেই আক্রমণ করলেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

এদিন, নানুরে NRC, CAA বিরুদ্ধে প্রতিবাদ সভায় যোগ দেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ছিলেন, রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সহ সভাপতি অভিজিৎ সিংহ প্রমুখ।
গ্রামাঞ্চলে বিদ্যুৎ চুরি করে সাবমার্সিবল চালানোর অভিযোগে তৎপর হয়েছে বিদ্যুৎ দপ্তর৷ চাষিদের অভিযোগ, মিথ্যা মামলায় চাষিদের জড়াচ্ছে বিদ্যুৎ দপ্তর। এই মর্মে একাধিক অভিযোগ জমা পরেছে জেলা পরিষদে৷
এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, "যাদের বিদ্যুৎ নেই, সাবমার্সিবল নেই এই রকম ৮ জনকে কেস দিয়েছে। কারও কথায় দিয়েছে। বিল থাকলে টাকা দিতে হবে, কিন্তু, মিথ্যা মামলা করতে পারনা।"
সরকারি সম্পত্তি নষ্ট করলে গুলি করে মারা উচিত বলে মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই মন্তব্যের প্রেক্ষিতে অনুব্রত মণ্ডল বলেন, "আগে দিলীপ ঘোষকে গুলি করে মারা উচিত। যদি নষ্ট করে থাকে দিলীপ ঘোষ করেছে। আগে কেন্দ্র সরকারের উচিত দিলীপ ঘোষকে গুলি করে মেরে দেওয়া। যদি প্রথম সম্পত্তি কেউ নষ্ট করেছে সে হল বিজেপি লিডার দিলীপ ঘোষ।"Conclusion:
Last Updated : Jan 13, 2020, 6:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.