ETV Bharat / state

Cattle Smuggling Case: গরুপাচার কাণ্ডে এবার মলয় পীঠকে সিবিআই তলব

গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) এবার মলয় পীঠকে (Malay Pith) তলব করল সিবিআই (Central Bureau of Investigation) ৷ আজ সকাল 11টার সময় বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে মলয় পীঠকে আসতে বলা হয়েছে ৷

CBI summons Malay Pith in cattle smuggling case at Bolpur
CBI summons Malay Pith in cattle smuggling case at Bolpur
author img

By

Published : Sep 22, 2022, 10:26 AM IST

Updated : Sep 22, 2022, 11:31 AM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর: এবার গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) অনুব্রত 'ঘনিষ্ঠ' ব্যবসায়ী এবং শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পীঠকে (Malay Pith) বোলপুরের সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে তলব করা হল । আজ, বৃহস্পতিবার সকাল 11টার সময় বোলপুরে সিবিআইয়ের (CBI) অস্থায়ী ক্যাম্পে মলয় পীঠকে আসতে বলা হয়েছে ।

প্রসঙ্গত, এর আগে মলয় পীঠের একটি পলিটেকনিক কলেজে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা ৷ সেখান থেকে একাধিক নথিপত্র তাঁরা সংগ্রহ করেছেন । ইতিমধ্যেই সিবিআইয়ের আধিকারিকরা জানতে পেরেছেন মলয়ের একটি অ্যাকাউন্টে 9 কোটি টাকা জমা পড়েছিল ।

সিবিআই সূত্রের খবর, বিপুল অংকের টাকা মাঝেমধ্যেই মলয় পীঠের বিভিন্ন অ্যাকাউন্টে জমা পড়ত । সিবিআইয়ের অভিযোগ এই টাকাগুলি গরুপাচারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত । বুধবার আসানসোল আদালতে যখন শুনানি চলছিল সেই সময় সিবিআইয়ের তরফে দাবি করা হয় গরুপাচার মামলায় অনুব্রত (Anubrata Mondal) 'ঘনিষ্ঠ' বেশ কয়েকজন ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট এবং বিভিন্ন ট্রাস্ট বা এনজিও সেগুলি তাদের নজরে রয়েছে ।

আরও পড়ুন: অনুব্রতর ঘনিষ্ঠ মলয় পীঠের কলেজে হাজির সিবিআই

সিবিআইয়ের অভিযোগ, গরুপাচারের টাকা অনুব্রত মণ্ডল 'ঘনিষ্ঠ' এই সকল ব্যবসায়ীর ট্রাস্ট এবং ব্যাংক অ্যাকাউন্টে জমা দিত সায়গেল হোসেন (Saigal Hossain) । আর এই কালো টাকা মূলত সাদা টাকায় পরিণত করার জন্যই এই অ্যাকাউন্টগুলিকে কাজে লাগানো হত । গরুপাচারের টাকাতেই কি একাধিক পলিটেকনিক কলেজের মালিক হয়েছিলেন এই মলয় পীঠ, তা জানার জন্যই বৃহস্পতিবার তাঁকে সকাল 11 টার মধ্যে বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই বলে সূত্রের খবর (CBI summons Malay Pith in cattle smuggling case) ।

উল্লেখ্য, গরুপাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন মলয় পীঠ ৷ এর আগে মলয়ের কলেজেই অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (Central Bureau of Investigation) ৷ 14 সেপ্টেম্বর বোলপুরে মলয়ের 'ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজ'-এ পৌঁছে যায় সিবিআই-এর প্রতিনিধিদল ৷

এর আগেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (Central Bureau of Investigation) জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় মলয় পীঠকে (Malay Pith) ৷ তাঁর সঙ্গে প্রায় দেড় ঘণ্টা কথা বলেন সিবিআই (CBI) গোয়েন্দারা ৷ সূত্রের দাবি, গরুপাচার (West Bengal Cattle Smuggling Case) কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কাছ থেকে 9 কোটি টাকা ধার নিয়েছিলেন মলয় ৷ এই বিষয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷

কলকাতা, 22 সেপ্টেম্বর: এবার গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) অনুব্রত 'ঘনিষ্ঠ' ব্যবসায়ী এবং শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পীঠকে (Malay Pith) বোলপুরের সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে তলব করা হল । আজ, বৃহস্পতিবার সকাল 11টার সময় বোলপুরে সিবিআইয়ের (CBI) অস্থায়ী ক্যাম্পে মলয় পীঠকে আসতে বলা হয়েছে ।

প্রসঙ্গত, এর আগে মলয় পীঠের একটি পলিটেকনিক কলেজে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা ৷ সেখান থেকে একাধিক নথিপত্র তাঁরা সংগ্রহ করেছেন । ইতিমধ্যেই সিবিআইয়ের আধিকারিকরা জানতে পেরেছেন মলয়ের একটি অ্যাকাউন্টে 9 কোটি টাকা জমা পড়েছিল ।

সিবিআই সূত্রের খবর, বিপুল অংকের টাকা মাঝেমধ্যেই মলয় পীঠের বিভিন্ন অ্যাকাউন্টে জমা পড়ত । সিবিআইয়ের অভিযোগ এই টাকাগুলি গরুপাচারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত । বুধবার আসানসোল আদালতে যখন শুনানি চলছিল সেই সময় সিবিআইয়ের তরফে দাবি করা হয় গরুপাচার মামলায় অনুব্রত (Anubrata Mondal) 'ঘনিষ্ঠ' বেশ কয়েকজন ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট এবং বিভিন্ন ট্রাস্ট বা এনজিও সেগুলি তাদের নজরে রয়েছে ।

আরও পড়ুন: অনুব্রতর ঘনিষ্ঠ মলয় পীঠের কলেজে হাজির সিবিআই

সিবিআইয়ের অভিযোগ, গরুপাচারের টাকা অনুব্রত মণ্ডল 'ঘনিষ্ঠ' এই সকল ব্যবসায়ীর ট্রাস্ট এবং ব্যাংক অ্যাকাউন্টে জমা দিত সায়গেল হোসেন (Saigal Hossain) । আর এই কালো টাকা মূলত সাদা টাকায় পরিণত করার জন্যই এই অ্যাকাউন্টগুলিকে কাজে লাগানো হত । গরুপাচারের টাকাতেই কি একাধিক পলিটেকনিক কলেজের মালিক হয়েছিলেন এই মলয় পীঠ, তা জানার জন্যই বৃহস্পতিবার তাঁকে সকাল 11 টার মধ্যে বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই বলে সূত্রের খবর (CBI summons Malay Pith in cattle smuggling case) ।

উল্লেখ্য, গরুপাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন মলয় পীঠ ৷ এর আগে মলয়ের কলেজেই অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (Central Bureau of Investigation) ৷ 14 সেপ্টেম্বর বোলপুরে মলয়ের 'ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজ'-এ পৌঁছে যায় সিবিআই-এর প্রতিনিধিদল ৷

এর আগেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (Central Bureau of Investigation) জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় মলয় পীঠকে (Malay Pith) ৷ তাঁর সঙ্গে প্রায় দেড় ঘণ্টা কথা বলেন সিবিআই (CBI) গোয়েন্দারা ৷ সূত্রের দাবি, গরুপাচার (West Bengal Cattle Smuggling Case) কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কাছ থেকে 9 কোটি টাকা ধার নিয়েছিলেন মলয় ৷ এই বিষয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷

Last Updated : Sep 22, 2022, 11:31 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.