ETV Bharat / state

Anubrata Mondal: অনুব্রতর হিসাবরক্ষক-সহ ঘনিষ্ঠ কাউন্সিলরদের বাড়ি থেকে 'সম্পত্তির নথি' পেল সিবিআই - CBI raids at Bolpur

বুধবার সকাল-সকাল বোলপুরে অনুব্রত-ঘনিষ্ঠ 4 জনের বাড়ি, অফিস পাশাপাশি ব্যাংকে হানা সিবিআই'য়ের ৷ ব্যাংকের হিসেবরক্ষক-সহ তৃণমূল কাউন্সিলর ও ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতেও তল্লাশি চালান তদন্তকারী অফিসারেরা (CBI raids at Bolpur) ৷ বোলপুর মহকুমা শাসকের দফতরেও যায় সিবিআই। এদিন অনুব্রতর হিসেবরক্ষকের থেকে 7টি সম্পত্তির নথি পেয়েছেন গোয়েন্দারা ৷

Etv Bharat
অনুব্রতর হিসাবরক্ষক-সহ ঘনিষ্ঠ কাউন্সিলরদের বাড়িতে সিবিআই তল্লাশি
author img

By

Published : Aug 31, 2022, 5:31 PM IST

Updated : Aug 31, 2022, 8:02 PM IST

বোলপুর, 31 আগস্ট: তাঁর বিরুদ্ধে তথ্য জোগাড় করতে সকাল-সকাল বোলপুরে অনুব্রত-ঘনিষ্ঠ 4 জনের বাড়ি, অফিস পাশাপাশি ব্যাংকে হানা সিবিআই'য়ের ৷ ব্যাংকের অ্যাকাউনটেন্ট-সহ তৃণমূল কাউন্সিলর ও ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতেও তল্লাশি চালান তদন্তকারী অফিসারেরা (CBI raids to Anubrata's close aides house) ৷ বোলপুর মহকুমা শাসকের দফতরেও যায় সিবিআই (CBI Raids Underway)। এদিন 'কেষ্ট'-র হিসাবরক্ষকের থেকে 7টি সম্পত্তির নথি পেয়েছেন গোয়েন্দারা ৷ সেগুলো মূলত অনুব্রত মণ্ডল সম্পর্কিত বলেই অনুমান সিবিআই'য়ের (CBI Conducts Raid at many places)।

সিবিআই আধিকারিকরা যখন অভিযান চালাচ্ছেন, তখন প্রত্যেকটি জায়গায় মোতায়েন ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী ৷ গরুপাচার কাণ্ডে ধৃত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল আপাতত জেল হেফাজতে ৷ অনুব্রতকে আদালতে পেশ করার আগে তথ্যপ্রমাণ জোগাড়ে মরিয়া সিবিআই ৷ এদিন সকাল থেকে 4টি দলে ভাগ হয়ে শুরু হয় সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি। একইসঙ্গে 4 জায়গায় অভিযান চালায় তদন্তকারী অফিসারদের আলাদা আলাদা 4টি দল ৷ বোলপুরে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মনীশ কোঠারির বাড়িতে প্রায় 5 ঘণ্টা তল্লাশি চালায় সিবিআই ৷ গত 27 অগস্ট এই হিসাবরক্ষককেই পূর্বপল্লী গেস্ট হাউসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে ডেকে প্রায় 2 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সূত্রের খবর, এদিন মনীশ কোঠারীর থেকে অনুব্রতর 7টি সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷

এছাড়া অনুব্রত মণ্ডলের বিভিন্ন অ্যাকাউন্টে টাকা কোথা থেকে আসত, কোন অ্যাকাউন্টে জমা হত, আয়ের উৎস কী দেখানো হতো ৷ সবকিছু জানতে চান গোয়েন্দারা ৷ এমনকী মনীশ কোঠারীর দেওয়া তথ্য যাচাই করতে অনুব্রতর নীচুপট্টীর বাড়ি লাগোয়া বেসরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং বোলপুর মহকুমা শাসকের দফতরেও যান সিবিআই অফিসারেরা। মহকুমা শাসকের দফতরে আরটিও কার্যালয়ে গিয়ে কথা বলেন তাঁরা ৷ জানা গিয়েছে, বেশ কয়েকটি গাড়ির নথি সেখানে যাচাই করে নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: জেলে একাকী, ছাত্র সমাবেশের ব্যানারে মমতার পাশেই অনুব্রত

এর আগে সকালে প্রায় 5 ঘণ্টা শুঁড়িপাড়ায় অনুব্রত-ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুন-এর বাড়িতে চলে তল্লাশি। বোলপুর পৌরসভার 19 নম্বর ওয়ার্ড থেকে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতেন এই কাউন্সিলর। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতারির পর নিজাম প্যালেসের ভিজিটর রুমেও ছিল কাউন্সিলর বিশ্বজ্যোতি। একই পাড়াতে কাউন্সিলর ঘনিষ্ঠ সুদীপ রায়ের বাড়িতেও হানা দেয় সিবিআই। চলে দীর্ঘ তল্লাশি। এছাড়াও, সুজিত দে নামে এক ব্যবসায়ীর বাড়িতে এদিন তল্লাশি চালায় সিবিআই। সবমিলিয়ে দিনভর বোলপুরে অনুব্রত ঘনিষ্ঠদের বাড়ি, অফিসে ম্যারাথন তল্লাশি অভিযান চলল সিবিআই'য়ের।

বোলপুর, 31 আগস্ট: তাঁর বিরুদ্ধে তথ্য জোগাড় করতে সকাল-সকাল বোলপুরে অনুব্রত-ঘনিষ্ঠ 4 জনের বাড়ি, অফিস পাশাপাশি ব্যাংকে হানা সিবিআই'য়ের ৷ ব্যাংকের অ্যাকাউনটেন্ট-সহ তৃণমূল কাউন্সিলর ও ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতেও তল্লাশি চালান তদন্তকারী অফিসারেরা (CBI raids to Anubrata's close aides house) ৷ বোলপুর মহকুমা শাসকের দফতরেও যায় সিবিআই (CBI Raids Underway)। এদিন 'কেষ্ট'-র হিসাবরক্ষকের থেকে 7টি সম্পত্তির নথি পেয়েছেন গোয়েন্দারা ৷ সেগুলো মূলত অনুব্রত মণ্ডল সম্পর্কিত বলেই অনুমান সিবিআই'য়ের (CBI Conducts Raid at many places)।

সিবিআই আধিকারিকরা যখন অভিযান চালাচ্ছেন, তখন প্রত্যেকটি জায়গায় মোতায়েন ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী ৷ গরুপাচার কাণ্ডে ধৃত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল আপাতত জেল হেফাজতে ৷ অনুব্রতকে আদালতে পেশ করার আগে তথ্যপ্রমাণ জোগাড়ে মরিয়া সিবিআই ৷ এদিন সকাল থেকে 4টি দলে ভাগ হয়ে শুরু হয় সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি। একইসঙ্গে 4 জায়গায় অভিযান চালায় তদন্তকারী অফিসারদের আলাদা আলাদা 4টি দল ৷ বোলপুরে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মনীশ কোঠারির বাড়িতে প্রায় 5 ঘণ্টা তল্লাশি চালায় সিবিআই ৷ গত 27 অগস্ট এই হিসাবরক্ষককেই পূর্বপল্লী গেস্ট হাউসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে ডেকে প্রায় 2 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সূত্রের খবর, এদিন মনীশ কোঠারীর থেকে অনুব্রতর 7টি সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷

এছাড়া অনুব্রত মণ্ডলের বিভিন্ন অ্যাকাউন্টে টাকা কোথা থেকে আসত, কোন অ্যাকাউন্টে জমা হত, আয়ের উৎস কী দেখানো হতো ৷ সবকিছু জানতে চান গোয়েন্দারা ৷ এমনকী মনীশ কোঠারীর দেওয়া তথ্য যাচাই করতে অনুব্রতর নীচুপট্টীর বাড়ি লাগোয়া বেসরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং বোলপুর মহকুমা শাসকের দফতরেও যান সিবিআই অফিসারেরা। মহকুমা শাসকের দফতরে আরটিও কার্যালয়ে গিয়ে কথা বলেন তাঁরা ৷ জানা গিয়েছে, বেশ কয়েকটি গাড়ির নথি সেখানে যাচাই করে নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: জেলে একাকী, ছাত্র সমাবেশের ব্যানারে মমতার পাশেই অনুব্রত

এর আগে সকালে প্রায় 5 ঘণ্টা শুঁড়িপাড়ায় অনুব্রত-ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুন-এর বাড়িতে চলে তল্লাশি। বোলপুর পৌরসভার 19 নম্বর ওয়ার্ড থেকে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতেন এই কাউন্সিলর। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতারির পর নিজাম প্যালেসের ভিজিটর রুমেও ছিল কাউন্সিলর বিশ্বজ্যোতি। একই পাড়াতে কাউন্সিলর ঘনিষ্ঠ সুদীপ রায়ের বাড়িতেও হানা দেয় সিবিআই। চলে দীর্ঘ তল্লাশি। এছাড়াও, সুজিত দে নামে এক ব্যবসায়ীর বাড়িতে এদিন তল্লাশি চালায় সিবিআই। সবমিলিয়ে দিনভর বোলপুরে অনুব্রত ঘনিষ্ঠদের বাড়ি, অফিসে ম্যারাথন তল্লাশি অভিযান চলল সিবিআই'য়ের।

Last Updated : Aug 31, 2022, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.