ETV Bharat / state

Saigal Hossain অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে ফের সিবিআই হানা

বোলপুরের কাশীপুর সংলগ্ন বাইপাসে সায়গলের ফ্ল্যাটে সোমবার তৃতীয়বারের জন্য হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা (CBI raids Saigal Hossains flat in Birbhum) ৷ ব্যাঙ্ক অফিসারকে নিয়েই এদিন সায়গলের ফ্ল্যাটে হানা দেন সিবিআই অফিসারেরা। তার আগে তদন্তের প্রামাণ্য নথি জোগাড়ে অনুব্রতর (Anubrata Mandal) দিদি-জামাইবাবুর রাইস মিলেও হানা দেন সিবিআই আধিকারিকরা ৷

Etv Bharat
অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে ফের সিবিআই হানা
author img

By

Published : Aug 22, 2022, 4:32 PM IST

Updated : Aug 22, 2022, 9:10 PM IST

বোলপুর, 22 অগস্ট: ফের অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossain) বোলপুরের ফ্ল্যাটে হানা দিল সিবিআই। বোলপুরের কাশীপুর সংলগ্ন বাইপাসে সায়গলের ফ্ল্যাটে তৃতীয়বারের জন্য হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা (CBI raids Saigal Hossains flat in Birbhum) ৷ ব্যাঙ্ক অফিসারকে নিয়েই এদিন সায়গলের ফ্ল্যাটে হানা দেন সিবিআই অফিসারেরা।

গরুপাচার কাণ্ডের তদন্তে নেমে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকেই প্রথম গ্রেফতার করেছিল সিবিআই ৷ এদিন সকাল সকাল তদন্তের প্রামাণ্য নথি জোগাড়ে অনুব্রতর দিদি-জামাইবাবুর রাইস মিলেও হানা দেন সিবিআই আধিকারিকরা ৷ গরুপাচার কাণ্ডের তদন্ত করতে গিয়ে আগেই অনুব্রতর দেহরক্ষীর কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা ৷ সিবিআই হানার সময় সায়গলের বোলপুরের ফ্ল্যাটে তাঁর স্ত্রী এবং কন্যা ছিলেন বলে জানা গিয়েছে ৷

অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে ফের সিবিআই হানা

আরও পড়ুন: কেবল আত্মীয়তার সম্পর্ক, রাইস মিল প্রসঙ্গে দাবি অনুব্রতর ভাগ্নে রাজা ঘোষের

এক মহিলা ব্যাঙ্ক আধিকারিককে সঙ্গে নিয়ে সায়গল হোসেনের ফ্ল্যাটে আসেন তদন্তকারী অফিসারেরা ৷ তার আগে সোমবার সকালে অনুব্রত মণ্ডলের দিদি শিবানী ঘোষের ভুবনডাঙায় শিবশম্ভু রাইস মিলে হানা দেয় সিবিআই। প্রায় 4 ঘন্টা তল্লাশি চালিয়ে এবং মিলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে তদন্তের স্বার্থে একাধিক নথি উদ্ধার করে সিবিআই টিম । তারপরেই ফের সায়গল হোসেনের ফ্ল্যাটে আসে সিবিআই ৷ উল্লেখ্য, সায়গলকে দফায়-দফায় জেরা করেই গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল এবং গরু পাচারকারী আব্দুল লতিফের নাম উঠে এসেছে ৷

বোলপুর, 22 অগস্ট: ফের অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossain) বোলপুরের ফ্ল্যাটে হানা দিল সিবিআই। বোলপুরের কাশীপুর সংলগ্ন বাইপাসে সায়গলের ফ্ল্যাটে তৃতীয়বারের জন্য হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা (CBI raids Saigal Hossains flat in Birbhum) ৷ ব্যাঙ্ক অফিসারকে নিয়েই এদিন সায়গলের ফ্ল্যাটে হানা দেন সিবিআই অফিসারেরা।

গরুপাচার কাণ্ডের তদন্তে নেমে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকেই প্রথম গ্রেফতার করেছিল সিবিআই ৷ এদিন সকাল সকাল তদন্তের প্রামাণ্য নথি জোগাড়ে অনুব্রতর দিদি-জামাইবাবুর রাইস মিলেও হানা দেন সিবিআই আধিকারিকরা ৷ গরুপাচার কাণ্ডের তদন্ত করতে গিয়ে আগেই অনুব্রতর দেহরক্ষীর কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা ৷ সিবিআই হানার সময় সায়গলের বোলপুরের ফ্ল্যাটে তাঁর স্ত্রী এবং কন্যা ছিলেন বলে জানা গিয়েছে ৷

অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে ফের সিবিআই হানা

আরও পড়ুন: কেবল আত্মীয়তার সম্পর্ক, রাইস মিল প্রসঙ্গে দাবি অনুব্রতর ভাগ্নে রাজা ঘোষের

এক মহিলা ব্যাঙ্ক আধিকারিককে সঙ্গে নিয়ে সায়গল হোসেনের ফ্ল্যাটে আসেন তদন্তকারী অফিসারেরা ৷ তার আগে সোমবার সকালে অনুব্রত মণ্ডলের দিদি শিবানী ঘোষের ভুবনডাঙায় শিবশম্ভু রাইস মিলে হানা দেয় সিবিআই। প্রায় 4 ঘন্টা তল্লাশি চালিয়ে এবং মিলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে তদন্তের স্বার্থে একাধিক নথি উদ্ধার করে সিবিআই টিম । তারপরেই ফের সায়গল হোসেনের ফ্ল্যাটে আসে সিবিআই ৷ উল্লেখ্য, সায়গলকে দফায়-দফায় জেরা করেই গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল এবং গরু পাচারকারী আব্দুল লতিফের নাম উঠে এসেছে ৷

Last Updated : Aug 22, 2022, 9:10 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.