বোলপুর, 22 অগস্ট: এ বার অনুব্রত মণ্ডলের ‘শিবশম্ভু রাইস মিলে’ হানা দিল সিবিআই (Anubrata Mondal Shiv Shambhu Rice Mill) ৷ সকাল থেকে রাইস মিলের ভিতর তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ জানা গিয়েছে, রাইস মিলটি বীরভূমের তৃণমূল জেলা সভাপতির দিদি শিবানী ঘোষের নামে রয়েছে ৷ গরুপাচার মামলায় অনুব্রত মেয়ে সুকন্যা মণ্ডলের নামে থাকা ভোলে বোম রাইস মিলের পর, এ বার শিবসম্ভু রাইস মিলে তল্লাশি শুরু করেছে সিবিআই ৷
প্রসঙ্গত, 10 দিনের হেফাজত শেষে গত পরশু ফের অনুব্রত মণ্ডলকে 4 দিনের জন্য হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ আজ তাঁকে কমান্ড হাসপাতালে শারীরিক পরীক্ষার পর নিজাম প্যালেসে ফের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই ৷ ইতিমধ্যেই সেই জেরার প্রস্তুতি নিয়ে ফেলেছেন গোয়েন্দারা ৷ সেই জেরা পর্বের আগে আজ সকালে বোলপুরে অনুব্রত দিদির নামে কেনা রাইস মিলে জোরকদমে তল্লাশি শুরু হয়েছে (CBI Raid on Anubrata Rice Mill) ৷ সিবিআই সূত্রে খবর, রাইস মিলের ভিতরে লেনদেন সংক্রান্ত বেশকিছু নথি পেয়েছেন তদন্তকারীরা ৷ সেই নথিগুলি খতিয়ে দেখা হচ্ছে ৷ সেই সঙ্গে টাকার লেনদেন সংক্রান্ত তথ্যও খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা ৷
আরও পড়ুন: কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর আজ ফের জেরা শুরু হবে অনুব্রতর
গতকাল সিবিআই অনুব্রত ঘনিষ্ঠ বোলপুর পৌরসভার গাড়ির খালাসি বিদ্যুৎবরণ গায়েনের তিনটি প্রাসাদোপম বাড়িতে হানা দেয় ৷ জানা গিয়েছে, অনুব্রত’র প্রায় সর্বক্ষণের ছায়াসঙ্গী ওই ব্যক্তি পৌরসভার সামান্য কর্মী থেকে রাতারাতি 2টি সংস্থার ডিরেক্টর পদে বসে গিয়েছেন ৷ আর আয়ের সঙ্গে তাঁর সম্পত্তির কোনও সামঞ্জস্য নেই বলেই সিবিআই সূত্রে খবর ৷ তার পরেই গতকাল বিদ্যুৎবরণ গায়েনের তিনটি বাড়িতে হানা দেয় সিবিআই ৷ যার একটি বাড়িতে তাঁর স্ত্রী ছিলেন ৷ সেখানে বিদ্যুৎবরণের খোঁজ না পেলেও, তাঁর স্ত্রীর হাতে নোটিশ দিয়ে এসেছেন তদন্তকারী আধিকারিকরা ৷