ETV Bharat / state

CBI interrogates TMCs Bivash: 8 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দুটি মোবাইল ও নথি নিয়ে বিভাসের বাড়ি ছাড়ল সিবিআই - নিয়োগ দুর্নীতি

শনিবার সকালে বীরভূমের তৃণমূল নেতা বিভাস অধিকারীর বাড়িতে যায় সিবিআই ৷ প্রায় 8 ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ ৷ সন্ধ্যার দিকে সিবিআই আধিকারিকরা সেখান থেকে চলে যান ৷

CBI interrogates TMCs Bivash
CBI interrogates TMCs Bivash
author img

By

Published : Apr 15, 2023, 7:42 PM IST

বিভাস অধিকারীর বক্তব্য


কৃষ্ণপুর (বীরভূম), 15 এপ্রিল: প্রায় 8 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নিয়োগ দুর্নীতি কাণ্ডে বীরভূমের তৃণমূল নেতা বিভাস অধিকারীর বাড়ি থেকে বেরিয়ে গেলেন সিবিআইয়ের আধিকারিকরা । শনিবার সকাল 10টায় বীরভূমের নলহাটি থানার কৃষ্ণপুর গ্রামের বাড়িতে হানা দেয় সিবিআই । সারাদিন ধরে বিভাসবাবুর বাড়ি ও আশ্রমে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো । বিভাস অধিকারী বলেন, ‘‘আবার চাইলে সিবিআই আমার বিষয়ে তদন্ত করতে পারে ।’’

নিয়োগ দুর্নীতি কাণ্ডে মাস পাঁচেক আগে কলকাতার কার্তিক বোস স্ট্রিটের ফ্ল্যাট তল্লাশির পর সিল করে দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা । তারপর ধৃত তৃণমূলের হুগলির যুবনেতা কুন্তল ঘোষকে কোর্টে নিয়ে যাওয়ার সময় ক্যামেরার সামনেই বিভাস অধিকারীর নাম করেন । তারপর আবার তদন্তে তৎপর হন কেন্দ্রীয় গোয়েন্দারা । গত 28 ফেব্রুয়ারী ফের কার্তিক বোস স্ট্রিটের ফ্ল্যাটে যান ইডির আধিকারিকরা । ঠিক পরের দিন অর্থাৎ 1 মার্চ বিভাস অধিকারী সাংবাদিক সম্মেলন করে জানান, তাঁকে ক্লিনচিট দিয়েছে ইডি ।

গত 9 এপ্রিল মুরারইয়ে সভা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মঞ্চে বক্তব্য দিতে গিয়ে বিজেপির এই নেতা নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে বিভাস অধিকারী কথা বলেন । তিনি বলেন, ‘‘আশ্রমের আড়ালে চাকরি নিয়ে দুর্নীতি করেছেন বিভাস । তাঁকে খুব তাড়াতাড়ি জেলে ঢুকতে হবে ।’’ তারপর বৃহস্পতিবার বীরভূমে জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনিও দুর্নীতিতে কাউকে ছাড়া হবে বলে দাবি করেন । তারপর আজ তৃণমূল নেতার বাড়িতে হানা ।

সিবিআই তল্লাশি করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বিভাস অধিকারী বলেন, "সিবিআই আমাকে আগেই নোটিস করেছিল । আমার শরীর খারাপ থাকায় আমি বাড়িতে আসার অনুরোধ জানাই । সেই মতো আজ সকাল 10টায় বাড়িতে কয়েক জন আধিকারিক আসেন । আমাকে জিজ্ঞাসাবাদ করেন । আমার পরিবারের কিছু অ্যাকাউন্টের নথি ও দু’টি মোবাইল নিয়ে যান । আমি যথা সম্ভব তাঁদের তদন্তে সাহায্য করেছি । আমি কুন্তল নামের কোনও ব্যাক্তিকে চিনি না । আবার চাইলে আবার সিবিআই আমার বিষয়ে তদন্ত করতে পারে ।"

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূল নেতা বিভাসের বীরভূমের বাড়িতে সিবিআই হানা

বিভাস অধিকারীর বক্তব্য


কৃষ্ণপুর (বীরভূম), 15 এপ্রিল: প্রায় 8 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নিয়োগ দুর্নীতি কাণ্ডে বীরভূমের তৃণমূল নেতা বিভাস অধিকারীর বাড়ি থেকে বেরিয়ে গেলেন সিবিআইয়ের আধিকারিকরা । শনিবার সকাল 10টায় বীরভূমের নলহাটি থানার কৃষ্ণপুর গ্রামের বাড়িতে হানা দেয় সিবিআই । সারাদিন ধরে বিভাসবাবুর বাড়ি ও আশ্রমে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো । বিভাস অধিকারী বলেন, ‘‘আবার চাইলে সিবিআই আমার বিষয়ে তদন্ত করতে পারে ।’’

নিয়োগ দুর্নীতি কাণ্ডে মাস পাঁচেক আগে কলকাতার কার্তিক বোস স্ট্রিটের ফ্ল্যাট তল্লাশির পর সিল করে দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা । তারপর ধৃত তৃণমূলের হুগলির যুবনেতা কুন্তল ঘোষকে কোর্টে নিয়ে যাওয়ার সময় ক্যামেরার সামনেই বিভাস অধিকারীর নাম করেন । তারপর আবার তদন্তে তৎপর হন কেন্দ্রীয় গোয়েন্দারা । গত 28 ফেব্রুয়ারী ফের কার্তিক বোস স্ট্রিটের ফ্ল্যাটে যান ইডির আধিকারিকরা । ঠিক পরের দিন অর্থাৎ 1 মার্চ বিভাস অধিকারী সাংবাদিক সম্মেলন করে জানান, তাঁকে ক্লিনচিট দিয়েছে ইডি ।

গত 9 এপ্রিল মুরারইয়ে সভা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মঞ্চে বক্তব্য দিতে গিয়ে বিজেপির এই নেতা নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে বিভাস অধিকারী কথা বলেন । তিনি বলেন, ‘‘আশ্রমের আড়ালে চাকরি নিয়ে দুর্নীতি করেছেন বিভাস । তাঁকে খুব তাড়াতাড়ি জেলে ঢুকতে হবে ।’’ তারপর বৃহস্পতিবার বীরভূমে জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনিও দুর্নীতিতে কাউকে ছাড়া হবে বলে দাবি করেন । তারপর আজ তৃণমূল নেতার বাড়িতে হানা ।

সিবিআই তল্লাশি করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বিভাস অধিকারী বলেন, "সিবিআই আমাকে আগেই নোটিস করেছিল । আমার শরীর খারাপ থাকায় আমি বাড়িতে আসার অনুরোধ জানাই । সেই মতো আজ সকাল 10টায় বাড়িতে কয়েক জন আধিকারিক আসেন । আমাকে জিজ্ঞাসাবাদ করেন । আমার পরিবারের কিছু অ্যাকাউন্টের নথি ও দু’টি মোবাইল নিয়ে যান । আমি যথা সম্ভব তাঁদের তদন্তে সাহায্য করেছি । আমি কুন্তল নামের কোনও ব্যাক্তিকে চিনি না । আবার চাইলে আবার সিবিআই আমার বিষয়ে তদন্ত করতে পারে ।"

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূল নেতা বিভাসের বীরভূমের বাড়িতে সিবিআই হানা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.