ETV Bharat / state

Bagtui Arrest বগটুই কাণ্ড ও ভাদু শেখ খুনে পলাতক 8 অভিযুক্ত গ্রেফতার - বগটুই কাণ্ড

বগটুই কাণ্ডে পলাতক 8 অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই (CBI Arrests 8 Absconding Accused in Bogtui Massacre) ৷ ধৃতদের মধ্যে 1 জনকে তৃণমূলের বরশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৷

cbi-arrests-8-absconding-accused-in-bogtui-massacre-and-bhadu-sheikh-murder-case
cbi-arrests-8-absconding-accused-in-bogtui-massacre-and-bhadu-sheikh-murder-case
author img

By

Published : Aug 23, 2022, 1:54 PM IST

Updated : Aug 23, 2022, 2:40 PM IST

রামপুরহাট, 23 অগস্ট: বগটুই গণহত্যা কাণ্ডে 7 পলাতককে গ্রেফতার করল সিবিআই ৷ পাশাপাশি, রামপুরহাট 1 নম্বর ব্লকের বরশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে হত্যার ঘটনায় অভিযুক্ত ছোট লালন শেখকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ সোমবার রাতে পলাতক এই 8 জনকে গ্রেফতার করেছে সিবিআই (CBI Arrests 8 Absconding Accused in Bogtui Massacre) ৷

এ বছর 21 মার্চ রাত সাড়ে 8টা নাগাদ রামপুরহাটে বগটুই মোড়ে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখকে দুষ্কৃতীরা বোমা মেরে হত্যা করে ৷ অভিযোগ, ওই ঘটনায় পাল্টা বগটুই গ্রামে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেন ভাদু শেখের সমর্থকরা ৷ বাড়ির ভিতরে জীবন্ত আগুনে পুড়ে মৃত্যু হয় 9 জনের ৷ এই দু’টি ঘটনাতেই কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে ৷ তদন্তে একাধিক নাম সিবিআই এর হাতে আসে ৷

আরও পড়ুন: 'সময় এলে ষড়যন্ত্রকারীদের নাম বলব', হুঁশিয়ারি বগটুই কাণ্ডে ধৃত আনারুল হোসেনের

তবে, ঘটনার পর থেকেই ফেরার ছিল অভিযুক্তরা ৷ কিন্তু, তদন্ত শেষ করে গত 21 জুন সিবিআই দু’টি ঘটনায় চার্জশিট জমাও দিয়ে দেয় ৷ এ বার বগটুই কাণ্ড ও ভাদু শেখ হত্যা মামলায় মোট 8 জনকে গ্রেফতার করেছে সিবিআই ৷ যাদের মধ্যে 7 জন বগটুই কাণ্ডে অভিযুক্ত ৷ আর ভাদু শেখের মৃত্যুর মামলায় ছোট লালন শেখ নামে একজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ আর বগটুই কাণ্ডে গ্রেফতার হওয়া 7 অভিযুক্ত হলেন, নূর আলি, শের আলি শেখ, বিকির আলি শেখ, আসিফ শেখ, জসিফ শেখ, সাইদুল শেখ এবং জামিনুল শেখ ৷

রামপুরহাট, 23 অগস্ট: বগটুই গণহত্যা কাণ্ডে 7 পলাতককে গ্রেফতার করল সিবিআই ৷ পাশাপাশি, রামপুরহাট 1 নম্বর ব্লকের বরশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে হত্যার ঘটনায় অভিযুক্ত ছোট লালন শেখকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ সোমবার রাতে পলাতক এই 8 জনকে গ্রেফতার করেছে সিবিআই (CBI Arrests 8 Absconding Accused in Bogtui Massacre) ৷

এ বছর 21 মার্চ রাত সাড়ে 8টা নাগাদ রামপুরহাটে বগটুই মোড়ে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখকে দুষ্কৃতীরা বোমা মেরে হত্যা করে ৷ অভিযোগ, ওই ঘটনায় পাল্টা বগটুই গ্রামে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেন ভাদু শেখের সমর্থকরা ৷ বাড়ির ভিতরে জীবন্ত আগুনে পুড়ে মৃত্যু হয় 9 জনের ৷ এই দু’টি ঘটনাতেই কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে ৷ তদন্তে একাধিক নাম সিবিআই এর হাতে আসে ৷

আরও পড়ুন: 'সময় এলে ষড়যন্ত্রকারীদের নাম বলব', হুঁশিয়ারি বগটুই কাণ্ডে ধৃত আনারুল হোসেনের

তবে, ঘটনার পর থেকেই ফেরার ছিল অভিযুক্তরা ৷ কিন্তু, তদন্ত শেষ করে গত 21 জুন সিবিআই দু’টি ঘটনায় চার্জশিট জমাও দিয়ে দেয় ৷ এ বার বগটুই কাণ্ড ও ভাদু শেখ হত্যা মামলায় মোট 8 জনকে গ্রেফতার করেছে সিবিআই ৷ যাদের মধ্যে 7 জন বগটুই কাণ্ডে অভিযুক্ত ৷ আর ভাদু শেখের মৃত্যুর মামলায় ছোট লালন শেখ নামে একজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ আর বগটুই কাণ্ডে গ্রেফতার হওয়া 7 অভিযুক্ত হলেন, নূর আলি, শের আলি শেখ, বিকির আলি শেখ, আসিফ শেখ, জসিফ শেখ, সাইদুল শেখ এবং জামিনুল শেখ ৷

Last Updated : Aug 23, 2022, 2:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.