ETV Bharat / state

Calcutta High Court: বীরভূমে তোলাবাজির অভিযোগকারী কাউন্সিলের বিরুদ্ধে পালটা মামলা, এখনই পুলিশকে ব্যবস্থা নিতে নিষেধ হাইকোর্টের

বীরভূমে পাথর বোঝাই ট্রাক থেকে তোলাবাজি করা হয় এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিজেপি কাউন্সিলর ধ্রুব সাহা ৷ পালটা তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ব্লক ভূমি সংস্কার আধিকারিক ৷ তবে এখনই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট ৷

Etv Bharat
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Apr 11, 2023, 6:44 PM IST

কলকাতা, 11 এপ্রিল: বীরভূমে পাথর বোঝাই ট্রাক থেকে তোলাবাজির অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন বিজেপি কাউন্সিলর ধ্রুব সাহা ৷ তাঁর বিরুদ্ধেই আবার পালটা অভিযোগ আনলেন ব্লক ভূমি সংস্কার আধিকারিকের । হাইকোর্টে ভূমি সংস্কার আধিকারিকের জমা দেওয়া নথি ওই কাউন্সিলর জাল করেছেন বলে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে । একইসঙ্গে নলহাটি থানাতেও সেখানকার ব্লক ভূমি সংস্কার আধিকারিক একইভাবে অভিযোগ দায়ের করেছেন । তবে এই বিষয়টি যেহেতু বিবেচনাধীন তাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলাটি না ওঠা পর্যন্ত ওই কাউন্সিলরের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না বলে মঙ্গলবার অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷

মামলাকারীর আইনজীবী দাবি করেছেন, জাল নথি আদালতের এক্তিয়ার থেকে সরানোর উদ্দেশ্যে এই অভিযোগ দায়ের করা হয়েছে ব্লক ভূমি সংস্কার আধিকারিকের তরফে ৷ উল্লেখ্য, মূল মামলায় ওই বিজেপি কাউন্সিলর অভিযোগ করেছিলেন বীরভূমের মুরারই, রামপুরহাট, মহম্মদ বাজার ও নলহাটি-সহ জেলার জেলার 6টি জায়গা থেকে একটি নির্দিষ্ট কার্বন স্লিপের মাধ্যমে লরি ড্রাইভারদের থেকে প্রতিদিন বিপুল অর্থ আদায় করা হয় । সম্পূর্ণ নগদে এই অর্থ আদায় করা হয়ে থাকে । আরও অভিযোগ, ওই স্লিপ সরকারিভাবে দেওয়া হলেও প্রকৃতভাবে আদায়কৃত অর্থ সরকারের ঘরে জমা পড়ে না । কারণ ওই স্লিপটি সম্পূর্ণ নকল ।

মামলাকারী ধ্রুব সাহার দাবি, এই অর্থ আদায় নিয়ে পূর্বে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় । বগটুইয়ের ঘটনা তার অন্যতম উদাহরণ । ইতিমধ্যেই সিবিআই ও ইডি এই ঘটনার তদন্ত করছে । বগটুইয়ের ঘটনার পর থেকে কিছুদিন বন্ধ থাকলেও পুনরায় সেই অর্থ আদায়ের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মামলাকারী । তাঁর দাবি, প্রতিদিন এভাবে গড়ে প্রায় সাড়ে 3 কোটি টাকা নগদ অর্থ আদায় হয়ে থাকে । কিন্তু সেই অর্থ কোনওভাবেই রাজ্যের কোষাগারে জমা পড়ে না ।

আরও পড়ুন : নিয়োগ দুর্নীতি মামলায় স্ত্রী-পুত্রের সঙ্গে অয়ন ঘনিষ্ঠ শ্বেতাকেও তলব ইডির

উল্লেখ্য, এই মামলার প্রেক্ষিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বিচারপতি মান্থার বেঞ্চে আগেই হলফনামা দিয়ে জানিয়েছিল এই ধরনের বিষয়ে একটি জনস্বার্থ মামলা ইতিমধ্যেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে । এরপরেই বিচারপতি মান্থা মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠান ।

কলকাতা, 11 এপ্রিল: বীরভূমে পাথর বোঝাই ট্রাক থেকে তোলাবাজির অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন বিজেপি কাউন্সিলর ধ্রুব সাহা ৷ তাঁর বিরুদ্ধেই আবার পালটা অভিযোগ আনলেন ব্লক ভূমি সংস্কার আধিকারিকের । হাইকোর্টে ভূমি সংস্কার আধিকারিকের জমা দেওয়া নথি ওই কাউন্সিলর জাল করেছেন বলে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে । একইসঙ্গে নলহাটি থানাতেও সেখানকার ব্লক ভূমি সংস্কার আধিকারিক একইভাবে অভিযোগ দায়ের করেছেন । তবে এই বিষয়টি যেহেতু বিবেচনাধীন তাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলাটি না ওঠা পর্যন্ত ওই কাউন্সিলরের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না বলে মঙ্গলবার অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷

মামলাকারীর আইনজীবী দাবি করেছেন, জাল নথি আদালতের এক্তিয়ার থেকে সরানোর উদ্দেশ্যে এই অভিযোগ দায়ের করা হয়েছে ব্লক ভূমি সংস্কার আধিকারিকের তরফে ৷ উল্লেখ্য, মূল মামলায় ওই বিজেপি কাউন্সিলর অভিযোগ করেছিলেন বীরভূমের মুরারই, রামপুরহাট, মহম্মদ বাজার ও নলহাটি-সহ জেলার জেলার 6টি জায়গা থেকে একটি নির্দিষ্ট কার্বন স্লিপের মাধ্যমে লরি ড্রাইভারদের থেকে প্রতিদিন বিপুল অর্থ আদায় করা হয় । সম্পূর্ণ নগদে এই অর্থ আদায় করা হয়ে থাকে । আরও অভিযোগ, ওই স্লিপ সরকারিভাবে দেওয়া হলেও প্রকৃতভাবে আদায়কৃত অর্থ সরকারের ঘরে জমা পড়ে না । কারণ ওই স্লিপটি সম্পূর্ণ নকল ।

মামলাকারী ধ্রুব সাহার দাবি, এই অর্থ আদায় নিয়ে পূর্বে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় । বগটুইয়ের ঘটনা তার অন্যতম উদাহরণ । ইতিমধ্যেই সিবিআই ও ইডি এই ঘটনার তদন্ত করছে । বগটুইয়ের ঘটনার পর থেকে কিছুদিন বন্ধ থাকলেও পুনরায় সেই অর্থ আদায়ের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মামলাকারী । তাঁর দাবি, প্রতিদিন এভাবে গড়ে প্রায় সাড়ে 3 কোটি টাকা নগদ অর্থ আদায় হয়ে থাকে । কিন্তু সেই অর্থ কোনওভাবেই রাজ্যের কোষাগারে জমা পড়ে না ।

আরও পড়ুন : নিয়োগ দুর্নীতি মামলায় স্ত্রী-পুত্রের সঙ্গে অয়ন ঘনিষ্ঠ শ্বেতাকেও তলব ইডির

উল্লেখ্য, এই মামলার প্রেক্ষিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বিচারপতি মান্থার বেঞ্চে আগেই হলফনামা দিয়ে জানিয়েছিল এই ধরনের বিষয়ে একটি জনস্বার্থ মামলা ইতিমধ্যেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে । এরপরেই বিচারপতি মান্থা মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.