পাড়ুউ, 7 এপ্রিল : কোয়ারানটাইন সেন্টার খোলা নিয়ে পাড়ুইয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে চলেছিল গুলি, বোমাবাজি । পরিস্থিতির সামাল দিতে এলে পরে পুলিশের সঙ্গেও খণ্ডযুদ্ধ বাধে তাদের । ঘটনায় শেখ সইফুদ্দিন নামে একজনের মৃত্যু হয় । পায়ে গুলি লেগে জখম হয় আরও এক ব্যক্তি । শনিবারের এই ঘটনায় অপসারিত হলেন পাড়ুই থানার OC নীলরতন ঘোষ ।
পাড়ুই থানার বনশঙ্কা গ্রাম পঞ্চায়েতের তালিবপুর গ্রাম । এই গ্রামে তালিবপুর উচ্চ বিদ্যালয়ে কোয়ারানটাইন সেন্টার করা হবে বলে ঠিক হয় কিছুদিন আগে । কিন্তু গ্রামে তৃণমূলের এক গোষ্ঠী চাইছিল না এখানে কোয়ারানটাইন সেন্টার হোক । তাদের আশঙ্কা ছিল, এই সেন্টার থেকে ছড়াতে পারে কোরোনা ভাইরাস । অন্য গোষ্ঠী বলপূর্বক কোয়ারানটাইন সেন্টার তৈরি করতে উদ্যোগ নেয় ।
এনিয়ে শনিবার শেখ সাইফুদ্দিনের নেতৃত্বাধীন তৃণমূলের গোষ্ঠীর সঙ্গে শেখ নাসিরুদ্দিনের গোষ্ঠীর দ্বন্দ্ব শুরু হয় । চলে দু'পক্ষের বোমাবাজি । মৃত্যু হয় একজনের ৷ গুলিবিদ্ধ হয়ে জখম হয় আরও একজন । দু'টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও ওঠে । উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা । এই ঘটনায় গতকাল অপসারিত হন পাড়ুই থানার OC নীলরতন ঘোষ । তাঁকে বীরভূম পুলিশ লাইনে ক্লোজ় করা হয়েছে বলে জানা গেছে । তাঁর পরিবর্তে পাড়ুই থানার SI তরুণ চট্টরাজকে OC -র পদে আনা হয়েছে । এদিকে, অশোক সিংহমহাপাত্রকে তারাপীঠ থানার OC-র দায়িত্ব দেওয়া হয়েছে ।
এবিষয়ে পুলিশ সুপার শ্যাম সিং বলেন, "পাড়ুই থানার OC-কে ক্লোজ় করা হয়েছে । রুটিন অনুযায়ী বেশ কয়েকজন অফিসারকে স্থানান্তরিত করা হয়েছে ।"
এই সংক্রান্ত আরও খবর : কোয়ারান্টাইন সেন্টার খোলা ঘিরে পাড়ুইয়ে বোমাবাজি, মৃত 1