ETV Bharat / state

সাঁইথিয়ায় প্রকাশ্যে দলের গোষ্ঠীদ্বন্দ্ব, বোমাবাজিতে মৃত্যু তৃণমূল কর্মীর - বীরভূমে বোমাবাজি

বলাইচণ্ডী গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ । চলছে টহলদারি । ঘটনায় ইতিমধ্যেই দু'পক্ষের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে ।

ছবি
ছবি
author img

By

Published : May 23, 2020, 3:52 PM IST

সাঁইথিয়া, 23 মে : রাজমিস্ত্রির কাজ নিয়ে দু'পক্ষের বচসা । প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । বীরভূমের সাঁইথিয়ার বলাইচণ্ডী গ্রামে চলে বোমাবাজিও । বোমার আঘাতে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর । ঘটনার পর গ্রামে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী । চলছে টহলদারি ।

সাঁইথিয়া থানার ফুলুর পঞ্চায়েতের বলাইচণ্ডী গ্রাম । অভিযোগ, আজ সকালে সেখানে রাজমিস্ত্রির কাজ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা লাগে । প্রথমে বচসা, পরে শুরু হয়ে যায় দুইপক্ষের বোমাবাজি । গ্রামের রাস্তায়, মাঠের মধ্যে একের পর এক বোমা পড়তে থাকে । গুরুতর জখম হয় শেখ ইয়াকুব নামে এক তৃণমূল কর্মী । সাঁইথিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । গ্রামজুড়ে টহলদারি চালিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে তারা । তবে গ্রামে উত্তেজনা রয়েছে এখনও । ফলে মোতায়েন রয়েছে পুলিশ । ইতিমধ্যেই দু'পক্ষের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে ।

পুলিশ যাওয়ার পর সংবাদ সংগ্রহ করতে গিয়েও দেখা যায়, গ্রামের রাস্তায় বোমার সুতলি, খোলা পড়ে রয়েছে । বোমার দাগও গ্রামের রাস্তায়, বাড়ির দেওয়ালে । এ বিষয়ে তৃণমূলের জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কোনও মন্তব্য করতে চাননি ।

সাঁইথিয়া, 23 মে : রাজমিস্ত্রির কাজ নিয়ে দু'পক্ষের বচসা । প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । বীরভূমের সাঁইথিয়ার বলাইচণ্ডী গ্রামে চলে বোমাবাজিও । বোমার আঘাতে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর । ঘটনার পর গ্রামে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী । চলছে টহলদারি ।

সাঁইথিয়া থানার ফুলুর পঞ্চায়েতের বলাইচণ্ডী গ্রাম । অভিযোগ, আজ সকালে সেখানে রাজমিস্ত্রির কাজ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা লাগে । প্রথমে বচসা, পরে শুরু হয়ে যায় দুইপক্ষের বোমাবাজি । গ্রামের রাস্তায়, মাঠের মধ্যে একের পর এক বোমা পড়তে থাকে । গুরুতর জখম হয় শেখ ইয়াকুব নামে এক তৃণমূল কর্মী । সাঁইথিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । গ্রামজুড়ে টহলদারি চালিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে তারা । তবে গ্রামে উত্তেজনা রয়েছে এখনও । ফলে মোতায়েন রয়েছে পুলিশ । ইতিমধ্যেই দু'পক্ষের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে ।

পুলিশ যাওয়ার পর সংবাদ সংগ্রহ করতে গিয়েও দেখা যায়, গ্রামের রাস্তায় বোমার সুতলি, খোলা পড়ে রয়েছে । বোমার দাগও গ্রামের রাস্তায়, বাড়ির দেওয়ালে । এ বিষয়ে তৃণমূলের জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কোনও মন্তব্য করতে চাননি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.