সিউড়ি, 30 জুলাই : সাংবাদিকের বাড়িতে বোমাবাজি ৷ আজ সকালে একটি বেসরকারি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের এক সাংবাদিকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় সিউড়ি থানার পুলিশ ৷
স্থানীয় সূত্রে খবর, আজ ভোর রাতে ওই বাড়ি লক্ষ্য করে তিনটি বোমা ছোড়া হয় ৷ সেই সময় বোলপুরের বাড়িতে ছিলেন তিনি ৷ ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় ৷
পরে সাংবাদিক জানান, সম্প্রতি বীরভূমে বেআইনি বালি তোলা ও মজুত করার সংবাদ প্রকাশ করেন তিনি ৷ সেই আক্রোশেই বালি মাফিয়ারা তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে ৷