ETV Bharat / state

Birbhum Bombing-Firing: সিউড়িতে অবৈধ বালিরঘাটের দখল নিয়ে বোমা-গুলির লড়াই, অভিযুক্ত তৃণমূলের দুই গোষ্ঠী - Trinamool Congress

অবৈধ বালিরঘাট দখল নিয়ে বীরভূমের (Birbhum) সিউড়ির বাঁশঝোর গ্রামে গত 15 দিন ধরে বোমাবাজি (Bombing) ও গুলির (Firing) লড়াই চলছে বলে অভিযোগ ৷ অভিযুক্ত তৃণমূলের দুই গোষ্ঠী ৷ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ মুখে কুলুপ বীরভূম তৃণমূল (Trinamool Congress) নেতাদের ৷

bombing-and-firing-at-birbhum-due-to-sand-smuggling
Birbhum Bombing-Firing: সিউড়িতে অবৈধ বালিরঘাটের দখল নিয়ে বোমা-গুলির লড়াই, অভিযুক্ত তৃণমূলের দুই গোষ্ঠী
author img

By

Published : Aug 8, 2022, 5:51 PM IST

সিউড়ি, 8 অগস্ট : অবৈধ বালিরঘাট কার দখলে থাকবে, এই নিয়ে বীরভূমের (Birbhum) সিউড়ির বাঁশঝোর গ্রামে চলে বোমাবাজি ও গুলির লড়াই ৷ অভিযোগ, কমপক্ষে 15 দিন ধরে তৃণমূল (Trinamool Congress) আশ্রিত দুই গোষ্ঠীর দুষ্কৃতিদের মধ্যে দফায় দফায় চলছে বোমাবাজি (Bombing) । উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায় ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ময়ূরাক্ষী নদীতে একাধিক বালিরঘাট রয়েছে । সরকারকে কর দিয়ে ছাড়পত্র মেলা বালিরঘাটগুলি বৈধ ৷ কিন্তু, বৈধ বালির ঘাটগুলির পাশাপাশি বহু বেআইনি বালিরঘাট রয়েছে বলে অভিযোগ ৷ এই ঘাটগুলি কার দখলে থাকবে, এই নিয়ে বিবাদ দীর্ঘদিনের ৷

Bombing and Firing at Birbhum due to Sand Smuggling
আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতি

অভিযোগ, বেআইনি বালিরঘাটের রাশ কার হাতে থাকবে এই নিয়ে সিউড়ির তিলপাড়া বাঁশঝোড় গ্রামে চলে দফায় দফায় বোমাবাজি । গ্রামের মাঠে দু’পক্ষের আশ্রিত দুষ্কৃতিরা বোমাবাজি করতে থাকে ৷ চলে মাসকেট নিয়ে গুলির লড়াই ৷ প্রকাশ্যে গ্রামের মাঠে মাসকেট হাতে ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতিরা ৷

Bombing and Firing at Birbhum due to Sand Smuggling
পড়ে রয়েছে বোমা

এলাকাবাসীর অভিযোগ, 15 দিন ধরেই কমবেশি বোমাবাজি চলছে । ফলে গ্রামে উত্তেজনা রয়েছে ৷ পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ তৃণমূলের কাজল শেখ গোষ্ঠীর সঙ্গে একদা তাঁরই সঙ্গী গোষ্ঠীর বিবাদের জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে ৷ যদিও, বোমাবাজি ও গুলি চললেও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ পরিস্থিতি সামাল দিতে গ্রামে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ এই নিয়ে তৃণমূলের কোনও জেলা নেতা মন্তব্য করতে চাননি ৷

সিউড়িতে অবৈধ বালিরঘাটের দখল নিয়ে বোমা-গুলির লড়াই, অভিযুক্ত তৃণমূলের দুই গোষ্ঠী

আরও পড়ুন : Cattle Smuggling Case: গরু পাচার মামলায় সিবিআইয়ের নজরে অনুব্রত ঘনিষ্ঠ নেতার কোটি টাকার বাড়ি

সিউড়ি, 8 অগস্ট : অবৈধ বালিরঘাট কার দখলে থাকবে, এই নিয়ে বীরভূমের (Birbhum) সিউড়ির বাঁশঝোর গ্রামে চলে বোমাবাজি ও গুলির লড়াই ৷ অভিযোগ, কমপক্ষে 15 দিন ধরে তৃণমূল (Trinamool Congress) আশ্রিত দুই গোষ্ঠীর দুষ্কৃতিদের মধ্যে দফায় দফায় চলছে বোমাবাজি (Bombing) । উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায় ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ময়ূরাক্ষী নদীতে একাধিক বালিরঘাট রয়েছে । সরকারকে কর দিয়ে ছাড়পত্র মেলা বালিরঘাটগুলি বৈধ ৷ কিন্তু, বৈধ বালির ঘাটগুলির পাশাপাশি বহু বেআইনি বালিরঘাট রয়েছে বলে অভিযোগ ৷ এই ঘাটগুলি কার দখলে থাকবে, এই নিয়ে বিবাদ দীর্ঘদিনের ৷

Bombing and Firing at Birbhum due to Sand Smuggling
আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতি

অভিযোগ, বেআইনি বালিরঘাটের রাশ কার হাতে থাকবে এই নিয়ে সিউড়ির তিলপাড়া বাঁশঝোড় গ্রামে চলে দফায় দফায় বোমাবাজি । গ্রামের মাঠে দু’পক্ষের আশ্রিত দুষ্কৃতিরা বোমাবাজি করতে থাকে ৷ চলে মাসকেট নিয়ে গুলির লড়াই ৷ প্রকাশ্যে গ্রামের মাঠে মাসকেট হাতে ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতিরা ৷

Bombing and Firing at Birbhum due to Sand Smuggling
পড়ে রয়েছে বোমা

এলাকাবাসীর অভিযোগ, 15 দিন ধরেই কমবেশি বোমাবাজি চলছে । ফলে গ্রামে উত্তেজনা রয়েছে ৷ পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ তৃণমূলের কাজল শেখ গোষ্ঠীর সঙ্গে একদা তাঁরই সঙ্গী গোষ্ঠীর বিবাদের জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে ৷ যদিও, বোমাবাজি ও গুলি চললেও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ পরিস্থিতি সামাল দিতে গ্রামে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ এই নিয়ে তৃণমূলের কোনও জেলা নেতা মন্তব্য করতে চাননি ৷

সিউড়িতে অবৈধ বালিরঘাটের দখল নিয়ে বোমা-গুলির লড়াই, অভিযুক্ত তৃণমূলের দুই গোষ্ঠী

আরও পড়ুন : Cattle Smuggling Case: গরু পাচার মামলায় সিবিআইয়ের নজরে অনুব্রত ঘনিষ্ঠ নেতার কোটি টাকার বাড়ি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.