ETV Bharat / state

Bombs recover from Mallarpur : বীরভূমের মল্লারপুরে 40টি বোমা উদ্ধার

বীরভূমের মল্লারপুরে থেকে উদ্ধার 40টি বোমা (Bombs recover from Mallarpur) ৷ বোমাগুলি ঘিরে রাখে পুলিশ । খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে ।

Bomb
Bomb
author img

By

Published : Mar 27, 2022, 7:06 PM IST

মল্লারপুর, 27 মার্চ : একের পর এক জায়গা থেকে উদ্ধার হচ্ছে বোমা, বেআইনি অস্ত্র ৷ দুবরাজপুর থানার সেকেন্দারপুরের পর বীরভূমের মল্লারপুর থেকেও উদ্ধার তাজা বোমা (Bombs recover from Mallarpur) ৷

প্রসঙ্গত, গত 24 মার্চ মুখ্যমন্ত্রী রামপুরহাটের বগটুই গ্রামে এসে রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছিলেন, রাজ্যে বোমা ও বেআইনি অস্ত্র উদ্ধার করতে । তারপর বিগত কয়েকদিনে পুলিশি অভিযানে একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে ৷

আরও পড়ুন :30 Bombs Recover From Dubrajpur : এবার দুবরাজপুরে 30টি বোমা উদ্ধার

এদিন বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার মল্লারপুর থানা গোপন সূত্রে খবর পেয়ে বিশিয়া গ্রামের কাটাগড়িয়া পুকুর পাড় থেকে 40টি বোমা উদ্ধার করে । দু‘টি প্লাস্টিকের বালতিতে রাখা ছিল বোমাগুলি ৷ বোমাগুলি ঘিরে রাখে পুলিশ । খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে । বোমাগুলি কি কারণে, কে বা কারা রেখেছে, তদন্ত করে দেখছে মল্লারপুর থানার পুলিশ।

মল্লারপুর, 27 মার্চ : একের পর এক জায়গা থেকে উদ্ধার হচ্ছে বোমা, বেআইনি অস্ত্র ৷ দুবরাজপুর থানার সেকেন্দারপুরের পর বীরভূমের মল্লারপুর থেকেও উদ্ধার তাজা বোমা (Bombs recover from Mallarpur) ৷

প্রসঙ্গত, গত 24 মার্চ মুখ্যমন্ত্রী রামপুরহাটের বগটুই গ্রামে এসে রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছিলেন, রাজ্যে বোমা ও বেআইনি অস্ত্র উদ্ধার করতে । তারপর বিগত কয়েকদিনে পুলিশি অভিযানে একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে ৷

আরও পড়ুন :30 Bombs Recover From Dubrajpur : এবার দুবরাজপুরে 30টি বোমা উদ্ধার

এদিন বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার মল্লারপুর থানা গোপন সূত্রে খবর পেয়ে বিশিয়া গ্রামের কাটাগড়িয়া পুকুর পাড় থেকে 40টি বোমা উদ্ধার করে । দু‘টি প্লাস্টিকের বালতিতে রাখা ছিল বোমাগুলি ৷ বোমাগুলি ঘিরে রাখে পুলিশ । খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে । বোমাগুলি কি কারণে, কে বা কারা রেখেছে, তদন্ত করে দেখছে মল্লারপুর থানার পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.