বোলপুর (বীরভূম), 12 এপ্রিল: অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে ব্যঙ্গাত্মক ব্যানার লাগিয়ে প্রতিবাদ বোলপুরে এক টোটো চালকের ৷ বোলপুর-শান্তিনিকেতন এলাকায় নিজের টোটোর পিছনে অনুব্রতকে কটাক্ষ করে ব্যানার লাগিয়ে ঘুরছেন টোটো চালক সুকেশ ঠাকুর ৷ তিনি জানান, বহু মানুষকে মিথ্যা মামলা দিয়েছিলেন অনুব্রত ৷ তারই প্রতিবাদে এই ব্যানার টোটো ।
গরুপাচার মামলায় গ্রেফতার হয়ে দিল্লির তিহাড় জেলে রয়েছে তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । তারপরই বীরভূম জেলায় একাধিক মানুষ তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন ৷ যা এতকাল পারেননি বলে অনেকের দাবি । বোলপুরের নিচুপট্টির বাসিন্দা সুকেশ ঠাকুর । অর্থাৎ, অনুব্রত মণ্ডলের ওয়ার্ডের বাসিন্দা তিনি । পেশায় টোটো চালক । বোলপুর-শান্তিনিকেতনে টোটো চালান তিনি ।
তাঁর টোটোর পিছনে একটি ব্যানার লাগানো রয়েছে । তাতে দেখা যাচ্ছে অনুব্রতর একটি কার্টুন ছবি দেওয়া ৷ নীচে লেখা রয়েছে, "আপনি যখন ক্ষমতায় ছিলেন বহুজনকে দিয়েছেন মিথ্যা গাঁজার কেস । পাপ কোনও দিন বাপকে ছাড়ে না । তিহারে বসে বুঝতে পারছেন বেশ ।" এর নীচে লেখা, "ঠাকুরের টোটো ।"
প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিরোধী রাজনীতিবিদদের মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে দেওয়ার অভিযোগ বহুবার উঠেছে ৷ বোলপুরে তৃণমূলের কার্যালয়ে বসে তাঁর একটি মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হয়ে যায় ৷ সেখানে দলেরই এক নেতাকে গাঁজা মামলায় ফাঁসিয়ে দেওয়ার কথা বলেছিলেন তিনি ৷ তার পর বিরোধীরা তাঁর বিরুদ্ধে এই নিয়ে আরও বেশি সরব হয়েছিলেন ৷
এবার টোটোতে অনুব্রত মণ্ডলের নামে সেই নিয়েই ব্যাঙ্গাত্মক ব্যানার লাগিয়ে বোলপুর-শান্তিনিকেতন এলাকায় ঘুরছেন সুকেশ ঠাকুর । এর আগেও তাঁর টোটোতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি থেকে ইডি-সিবিআই ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সুনাম করে ব্যানার দেখা গিয়েছে । এবার সরাসরি অনুব্রতকে আক্রমণ করে ব্যানার দেখা গেল ঠাকুরের টোটোয় ৷
টোটো চালক সুকেশ ঠাকুর বলেন, "এই ব্যানার লাগিয়ে আমি প্রতিবাদ করছি ৷ অনুব্রত মণ্ডল যখন ক্ষমতায় ছিল, তখন বহু মানুষকে মিথ্যা কেস দিয়েছেন ৷ তারই প্রতিবাদ করছি আমি । এর আগেও এই রকম প্রতিবাদ করেছি আমি । কোনও রাজনৈতিক দলের হয়ে আমি প্রতিবাদ করিনি ।"
আরও পড়ুন: 'দিল্লিতে অনুব্রতর কষ্ট হলে বীরভূমে বিজেপি নেতাদেরও কষ্ট হবে !', তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক