শান্তিনিকেতন, 8 মে : কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখাই একমাত্র উপায় । তাই আজ শান্তিনিকেতন থানার উদ্যোগে একটি সুসজ্জিত ট্যাবলো রবীন্দ্র সংগীত সহযোগে পরিক্রমা করে । এভাবেই পালিত হল কবিগুরুর জন্মদিন । আশ্রম সংলগ্ন এলাকা গুলিতে একটি ট্যাবলো নিয়ে পরিক্রমা করে পুলিশ।
আজ 25 শে বৈশাখ । বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন । প্রতিবছর দিনভর নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বোলপুর-শান্তিনিকেতন এলাকায় পালিত হয় গুরুদেবের জন্মদিন । কিন্তু, এবার তা সম্ভব নয় । কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সামাজিক দূরত্বই একমাত্র উপায় । সেকথা মাথায় রেখে একটু অন্যভাবে কবিগুরুর জন্মদিন পালিত হল । শান্তিনিকেতন থানার পুলিশের উদ্যোগে একটি সুসজ্জিত ট্যাবলো পরিক্রমায় বের হয় । বিভিন্ন রবীন্দ্র গান বাজতে থাকে তাতে ।
শান্তিনিকেতন আশ্রম সংলগ্ন বিভিন্ন এলাকায় সকাল থেকে পরিক্রমা করে ট্যাবলোটি । এভাবেই পুলিশের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করা হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ।