ETV Bharat / state

Poush Mela 2022: পৌষমেলার জন্য পূর্বপল্লির মাঠ ভাড়া চাইবে বোলপুর পৌরসভা - চন্দ্রনাথ সিংহ

পৌষমেলা (Poush Mela 2022) করার জন্য শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠ ভাড়া নিতে চাইছে বোলপুর পৌরসভা (Bolpur Municipality) ৷ এর জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষকে (Visva Bharati University) শীঘ্রই চিঠি পাঠানো হবে ৷ রবিবার একথা জানিয়েছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্য়ের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ (Chandranath Sinha) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 6, 2022, 9:24 PM IST

বোলপুর, 6 নভেম্বর: আর কিছুদিন পরই বসবে পৌষমেলার (Poush Mela 2022) আসর ৷ সেই আয়োজনের জন্য শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠ ভাড়া নিতে চায় বোলপুর পৌরসভা (Bolpur Municipality) ৷ এই মর্মে পৌরসভার তরফ থেকে মাঠের মালিক পক্ষ অর্থাৎ বিশ্বভারতীকে (Visva Bharati University) চিঠিও পাঠানো হবে ৷ রবিবার তৃণমূল কংগ্রেসের দলীয় বৈঠক শেষে একথা জানালেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ (Chandranath Sinha) ৷ তিনি বলেন, বিশ্বভারতীর মাঠেই পৌষমেলার আয়োজন করতে চায় রাজ্য সরকার ৷ তাই ভাড়ার বিনিময়ে বিশ্বভারতীর কাছ থেকে মাঠ চাওয়া হবে ৷ সেইসঙ্গে, মাঠ সংলগ্ন জলাশয়গুলিও সংস্কার করে দেওয়া হবে ৷

প্রসঙ্গত, বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টের দ্বন্দ্বের জেরে এবারও চরম অনিশ্চয়তার মুখে পড়েছে ঐতিহ্যবাহী পৌষমেলা ৷ পৌষমেলার মাঠ সংলগ্ন জলাশয়গুলি কচুরিপানায় ভরে গিয়েছে ৷ তাই পর্যাপ্ত জলের অভাবে মেলা করা সম্ভব নয় ৷ এই অবস্থায় গত বছরের মতোই ডাকবাংলো মাঠে মেলার আয়োজন করুক বোলপুর পৌরসভা ৷ এই দাবি জানিয়ে বোলপুর পৌরসভাকে চিঠি দিয়েছিল শান্তিনিকেতন ট্রাস্ট ৷ এদিকে, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শুরু করা মেলা যেভাবে রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হচ্ছে, তা নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়েছে ৷

পৌষমেলা নিয়ে ফের অনিশ্চয়তা !

আরও পড়ুন: বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টের দ্বন্দ্বে এবারও অনিশ্চয়তার মুখে পৌষমেলা

রবিবার বোলপুরে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির বৈঠক ছিল ৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ, উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, সাংসদ শতাব্দী রায়, বিধায়ক অভিজিৎ সিংহ, বিধানচন্দ্র মাঝি, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী প্রমুখ ৷ সূত্রের খবর, এদিনের এই বৈঠকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে ৷ পাশাপাশি, বোলপুর-শান্তিনিকেতনের ঐতিহ্য পৌষমেলার ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে ৷

মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান, পৌষমেলার জন্য পূর্বপল্লির মাঠ চেয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠি দেবে বোলপুর পৌরসভা ৷ মেলার যাবতীয় খরচ বহন করবে বোলপুর পৌরসভা ও শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ। এমনকী, মেলার মাঠ সংলগ্ন জলাশয়গুলিও সংস্কার করে দেওয়া হবে ৷ অর্থাৎ, বিশ্বভারতীর মাঠে এবার কার্যত রাজ্য সরকারই পৌষমেলার আয়োজন করতে চাইছে ৷

বোলপুর, 6 নভেম্বর: আর কিছুদিন পরই বসবে পৌষমেলার (Poush Mela 2022) আসর ৷ সেই আয়োজনের জন্য শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠ ভাড়া নিতে চায় বোলপুর পৌরসভা (Bolpur Municipality) ৷ এই মর্মে পৌরসভার তরফ থেকে মাঠের মালিক পক্ষ অর্থাৎ বিশ্বভারতীকে (Visva Bharati University) চিঠিও পাঠানো হবে ৷ রবিবার তৃণমূল কংগ্রেসের দলীয় বৈঠক শেষে একথা জানালেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ (Chandranath Sinha) ৷ তিনি বলেন, বিশ্বভারতীর মাঠেই পৌষমেলার আয়োজন করতে চায় রাজ্য সরকার ৷ তাই ভাড়ার বিনিময়ে বিশ্বভারতীর কাছ থেকে মাঠ চাওয়া হবে ৷ সেইসঙ্গে, মাঠ সংলগ্ন জলাশয়গুলিও সংস্কার করে দেওয়া হবে ৷

প্রসঙ্গত, বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টের দ্বন্দ্বের জেরে এবারও চরম অনিশ্চয়তার মুখে পড়েছে ঐতিহ্যবাহী পৌষমেলা ৷ পৌষমেলার মাঠ সংলগ্ন জলাশয়গুলি কচুরিপানায় ভরে গিয়েছে ৷ তাই পর্যাপ্ত জলের অভাবে মেলা করা সম্ভব নয় ৷ এই অবস্থায় গত বছরের মতোই ডাকবাংলো মাঠে মেলার আয়োজন করুক বোলপুর পৌরসভা ৷ এই দাবি জানিয়ে বোলপুর পৌরসভাকে চিঠি দিয়েছিল শান্তিনিকেতন ট্রাস্ট ৷ এদিকে, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শুরু করা মেলা যেভাবে রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হচ্ছে, তা নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়েছে ৷

পৌষমেলা নিয়ে ফের অনিশ্চয়তা !

আরও পড়ুন: বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টের দ্বন্দ্বে এবারও অনিশ্চয়তার মুখে পৌষমেলা

রবিবার বোলপুরে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির বৈঠক ছিল ৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ, উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, সাংসদ শতাব্দী রায়, বিধায়ক অভিজিৎ সিংহ, বিধানচন্দ্র মাঝি, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী প্রমুখ ৷ সূত্রের খবর, এদিনের এই বৈঠকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে ৷ পাশাপাশি, বোলপুর-শান্তিনিকেতনের ঐতিহ্য পৌষমেলার ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে ৷

মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান, পৌষমেলার জন্য পূর্বপল্লির মাঠ চেয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠি দেবে বোলপুর পৌরসভা ৷ মেলার যাবতীয় খরচ বহন করবে বোলপুর পৌরসভা ও শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ। এমনকী, মেলার মাঠ সংলগ্ন জলাশয়গুলিও সংস্কার করে দেওয়া হবে ৷ অর্থাৎ, বিশ্বভারতীর মাঠে এবার কার্যত রাজ্য সরকারই পৌষমেলার আয়োজন করতে চাইছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.