ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : ভোট যুদ্ধে সরগরম অমর্ত্য সেন-ঠাকুর পরিবারের সদস্যদের ওয়ার্ড - Bolpur Municipal Election campaigns are in full swing

গোটা রাজ্যের মতো বোলপুরেও চলছে পৌরসভা ভোটের প্রচার পুরোদমে (Bolpur Municipal Election 2022) ৷ এবছরই এখানে গঠিত হয়েছে পৌরসভা ৷ তার 2 নম্বরটি ওয়ার্ডটির গুরুত্ব বিশেষ ৷ কারণ এই ওয়ার্ডের বাসিন্দা নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং ঠাকুর পরিবারের সদস্যরা ৷ এখানে ভোটপ্রচারও দেখা যাচ্ছে একটু অন্যরকমের ৷

Bolpur Civic Polls News
রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমে জমে উঠেছে ভোট প্রচার
author img

By

Published : Feb 18, 2022, 1:49 PM IST

Updated : Feb 18, 2022, 3:38 PM IST

শান্তিনিকেতন, 18 ফেব্রুয়ারি : বিশ্বভারতী সংলগ্ন নতুন ওয়ার্ড, তাই রবীন্দ্রসঙ্গীত গেয়ে প্রচার তৃণমূলের । অন্যদিকে, বাড়ি বাড়ি গিয়ে প্রচারে ভরসা রাখছেন সিপিআইএম প্রার্থী । প্রচারে পিছিয়ে নেই কংগ্রেসও । বোলপুর পৌরসভা একমাত্র 2 নম্বর ওয়ার্ডের ত্রিমুখী লড়াইয়ে সরগরম ভোটের ময়দান । নবগঠিত এই ওয়ার্ডের ভোটারদের মধ্যে পড়ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন থেকে ঠাকুর পরিবারের সদস্যরা (Civic Polls Campaigns in Bolpur) ।

বোলপুর পৌরসভার 22টি ওয়ার্ডে মধ্যে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় 10টি ওয়ার্ডে জয়ী হয়ে গিয়েছে শাসকদল ৷ এবার নির্বাচন হবে মাত্র 12টি ওয়ার্ডে ৷ যদিও, একটি ওয়ার্ডেও নির্বাচনী লড়াইয়ে নেই বিজেপি ৷

বিশ্বভারতী সংলগ্ন শান্তিনিকেতনের বেশ কিছু এলাকা এবছর পঞ্চায়েত থেকে পৌরসভার অন্তর্ভুক্ত হয়েছে । নবগঠিত এই পৌরসভার একমাত্র 2 নম্বর ওয়ার্ডেই ত্রিমুখী লড়াই হচ্ছে ৷ অর্থাৎ, এই একটি মাত্র ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর সঙ্গে সিপিআইএম ও কংগ্রেস প্রার্থী লড়াইয়ের আসরে নেমেছে ৷ তাই স্বাভাবিকভাবেই বোলপুর পৌরসভার এই ওয়ার্ডের দিকে নজর সব রাজনৈতিক দলেরই ৷

রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমে জমে উঠেছে ভোট প্রচার

এই ওয়ার্ডের শান্তিনিকেতনের প্রাক্তনী থেকে শুরু করে আশ্রমিক-সহ বিশিষ্ট মানুষজনের বাস ৷ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও তাঁর পরিজন থেকে ঠাকুর পরিবারের সদস্যরা, শিল্পী যোগেন চৌধুরী প্রমুখ এই ওয়ার্ডের ভোটার ৷ তাই প্রাচারে অভিনবত্বের পাশাপাশি সংস্কৃতির ছোঁয়া থেকে যাচ্ছে ভোটপ্রচারে ৷ রবীন্দ্রসঙ্গীত গেয়ে প্রচার করতে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডলকে । অন্যদিকে, বাড়ি বাড়ি গিয়ে আর্শীবাদ নিয়ে প্রচারকেই বেশি গুরুত্ব দিচ্ছেন সিপিআইএম প্রার্থী সোমনাথ সৌ ৷

উল্লেখ্য, বিশ্বভারতীতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে বাম ছাত্র নেতা সোমনাথ সৌ ও তৃণমূল যুব নেতা চন্দন মণ্ডলকে দেখা গিয়েছে ৷ কিন্তু পৌর নির্বাচনের লড়াইয়ের ময়দানে যুযুধান দুই প্রার্থীর লড়াই হবে ৷

যদিও প্রচারে পিছিয়ে নেই কংগ্রেস প্রার্থী পার্থ রায়ও ৷ বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন পার্থ ৷ সব মিলিয়ে বোলপুর পৌরসভার এই 2 নম্বর ওয়ার্ড এখন ভোট যুদ্ধে সরগরম ।

তৃণমূল প্রার্থী চন্দন বলেন, "শান্তিনিকেতনে আকাশে বাতাসে গান । তাই গান গেয়ে প্রচার করছি ৷ এই ওয়ার্ড অন্যান্য ওয়ার্ডের চেয়ে আলাদা ৷ সংস্কৃতি ধরে রেখে মানুষের কাছে যাচ্ছি আমরা ৷" এদিকে সিপিআইএমের সোমনাথ বললেন, "আমাদের থেকে সংস্কৃতি গ্রহণ করছে তৃণমূল । এটা ভাল । তবে প্রচারে সংস্কৃতি আর ভোটের দিন বন্দুক বের করবে, সন্ত্রাস করবে না তো ? সেটাই দেখার ৷ আমরা মানুষকে বোঝাচ্ছি ও সাড়াও পাচ্ছি ।"

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : মুখ্যমন্ত্রীকে 'ফাঁসির রানি' বলে কটাক্ষ রাজু বন্দ্যোপাধ্যায়ের

শান্তিনিকেতন, 18 ফেব্রুয়ারি : বিশ্বভারতী সংলগ্ন নতুন ওয়ার্ড, তাই রবীন্দ্রসঙ্গীত গেয়ে প্রচার তৃণমূলের । অন্যদিকে, বাড়ি বাড়ি গিয়ে প্রচারে ভরসা রাখছেন সিপিআইএম প্রার্থী । প্রচারে পিছিয়ে নেই কংগ্রেসও । বোলপুর পৌরসভা একমাত্র 2 নম্বর ওয়ার্ডের ত্রিমুখী লড়াইয়ে সরগরম ভোটের ময়দান । নবগঠিত এই ওয়ার্ডের ভোটারদের মধ্যে পড়ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন থেকে ঠাকুর পরিবারের সদস্যরা (Civic Polls Campaigns in Bolpur) ।

বোলপুর পৌরসভার 22টি ওয়ার্ডে মধ্যে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় 10টি ওয়ার্ডে জয়ী হয়ে গিয়েছে শাসকদল ৷ এবার নির্বাচন হবে মাত্র 12টি ওয়ার্ডে ৷ যদিও, একটি ওয়ার্ডেও নির্বাচনী লড়াইয়ে নেই বিজেপি ৷

বিশ্বভারতী সংলগ্ন শান্তিনিকেতনের বেশ কিছু এলাকা এবছর পঞ্চায়েত থেকে পৌরসভার অন্তর্ভুক্ত হয়েছে । নবগঠিত এই পৌরসভার একমাত্র 2 নম্বর ওয়ার্ডেই ত্রিমুখী লড়াই হচ্ছে ৷ অর্থাৎ, এই একটি মাত্র ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর সঙ্গে সিপিআইএম ও কংগ্রেস প্রার্থী লড়াইয়ের আসরে নেমেছে ৷ তাই স্বাভাবিকভাবেই বোলপুর পৌরসভার এই ওয়ার্ডের দিকে নজর সব রাজনৈতিক দলেরই ৷

রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমে জমে উঠেছে ভোট প্রচার

এই ওয়ার্ডের শান্তিনিকেতনের প্রাক্তনী থেকে শুরু করে আশ্রমিক-সহ বিশিষ্ট মানুষজনের বাস ৷ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও তাঁর পরিজন থেকে ঠাকুর পরিবারের সদস্যরা, শিল্পী যোগেন চৌধুরী প্রমুখ এই ওয়ার্ডের ভোটার ৷ তাই প্রাচারে অভিনবত্বের পাশাপাশি সংস্কৃতির ছোঁয়া থেকে যাচ্ছে ভোটপ্রচারে ৷ রবীন্দ্রসঙ্গীত গেয়ে প্রচার করতে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডলকে । অন্যদিকে, বাড়ি বাড়ি গিয়ে আর্শীবাদ নিয়ে প্রচারকেই বেশি গুরুত্ব দিচ্ছেন সিপিআইএম প্রার্থী সোমনাথ সৌ ৷

উল্লেখ্য, বিশ্বভারতীতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে বাম ছাত্র নেতা সোমনাথ সৌ ও তৃণমূল যুব নেতা চন্দন মণ্ডলকে দেখা গিয়েছে ৷ কিন্তু পৌর নির্বাচনের লড়াইয়ের ময়দানে যুযুধান দুই প্রার্থীর লড়াই হবে ৷

যদিও প্রচারে পিছিয়ে নেই কংগ্রেস প্রার্থী পার্থ রায়ও ৷ বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন পার্থ ৷ সব মিলিয়ে বোলপুর পৌরসভার এই 2 নম্বর ওয়ার্ড এখন ভোট যুদ্ধে সরগরম ।

তৃণমূল প্রার্থী চন্দন বলেন, "শান্তিনিকেতনে আকাশে বাতাসে গান । তাই গান গেয়ে প্রচার করছি ৷ এই ওয়ার্ড অন্যান্য ওয়ার্ডের চেয়ে আলাদা ৷ সংস্কৃতি ধরে রেখে মানুষের কাছে যাচ্ছি আমরা ৷" এদিকে সিপিআইএমের সোমনাথ বললেন, "আমাদের থেকে সংস্কৃতি গ্রহণ করছে তৃণমূল । এটা ভাল । তবে প্রচারে সংস্কৃতি আর ভোটের দিন বন্দুক বের করবে, সন্ত্রাস করবে না তো ? সেটাই দেখার ৷ আমরা মানুষকে বোঝাচ্ছি ও সাড়াও পাচ্ছি ।"

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : মুখ্যমন্ত্রীকে 'ফাঁসির রানি' বলে কটাক্ষ রাজু বন্দ্যোপাধ্যায়ের

Last Updated : Feb 18, 2022, 3:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.