ETV Bharat / state

পরিবেশ রক্ষায় বোলপুর উচ্চ বিদ্যালয়ে 'উদ্ভিদ ব্যাঙ্ক'

বীরভূমের বোলপুর উচ্চ বিদ্যালয়ে তৈরি হচ্ছে ‘উদ্ভিদ ব্যাঙ্ক’। পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণার স্মরণে এই ব্যাঙ্ক তৈরি করা হচ্ছে । শাল, সেগুন, মহুয়া, পলাশ, পিয়াল প্রভৃতি গাছের চারা এখানে তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে । পরিবেশ বাঁচাতে এ এক অভিনব উদ্যোগ বলে মনে করছেন সকলেই ।

বোলপুর উচ্চ বিদ্যালয়ে 'উদ্ভিদ ব্যাঙ্ক'
বোলপুর উচ্চ বিদ্যালয়ে 'উদ্ভিদ ব্যাঙ্ক'
author img

By

Published : May 30, 2021, 5:33 PM IST

বোলপুর, ৩০ মে : এই প্রথম ‘উদ্ভিদ ব্যাঙ্ক’ তৈরি হচ্ছে বীরভূম জেলায় । যা এক অভিনব ভাবনা বলে মনে করছেন সকলেই । সদ্য প্রয়াত হয়েছেন চিপকো আন্দোলনের নেতা পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণা৷ তাঁর স্মৃতিতে ‘উদ্ভিদ ব্যাঙ্ক’ তৈরি করতে চলেছে বোলপুর উচ্চ বিদ্যালয় । সামনেই অরণ্য সপ্তাহ । তার আগেই এই ব্যাঙ্ক তৈরির কাজ চলছে দ্রুত গতিতে । বর্ষা আসতে চলেছে ৷ তাই এই মরশুমে স্থানীয় গাছগুলির চারা তৈরিতে বেশি জোর দেওয়া হচ্ছে । বিশেষ করে শাল, পলাশ, সেগুন, পিয়াল, মহুয়া, কৃষচূড়া, অমলতাস প্রভৃতি গাছের চারা তৈরি করা হচ্ছে ।

এছাড়া, যে কারও বাড়িতে ভালো গাছের চারা থাকলে এই ব্যাঙ্ক সেগুলি সংগ্রহ করবে । এই উদ্ভিদ ব্যাঙ্কে যে কেউ গাছের চারা দিতে পারেন । এই চারাগুলি জেলার বিভিন্ন জায়গায় লাগানো হবে ৷ এমনকি, নিজের বাড়ির জন্য উৎসাহী ব্যক্তিরা এখান থেকে গাছের চারা সংগ্রহ করতে পারেন ।

বোলপুর উচ্চ বিদ্যালয়ে 'উদ্ভিদ ব্যাঙ্ক'

আরও পড়ুন... বোলপুরে অঞ্জন বন্দ্যোপাধ্যায় স্মরণে সাংবাদিকদের রক্তদান শিবির

বোলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রিয়কুমার সাধু বলেন, "আমাদের স্কুলে গাছের চারা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে । অনেকেরই বাড়িতে অযত্নে অনেক গাছের চারা বেড়ে ওঠে ৷ তাঁরা চারাগুলিকে ফেলে দেন বা উপরে দেন ৷ সেগুলো আমাদের ব্যাঙ্কে দিয়ে দিতে পারেন । এখান থেকে আমরা যাঁরা গাছ নিতে উৎসাহী তাঁদের দিতে পারব ।"

বোলপুর, ৩০ মে : এই প্রথম ‘উদ্ভিদ ব্যাঙ্ক’ তৈরি হচ্ছে বীরভূম জেলায় । যা এক অভিনব ভাবনা বলে মনে করছেন সকলেই । সদ্য প্রয়াত হয়েছেন চিপকো আন্দোলনের নেতা পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণা৷ তাঁর স্মৃতিতে ‘উদ্ভিদ ব্যাঙ্ক’ তৈরি করতে চলেছে বোলপুর উচ্চ বিদ্যালয় । সামনেই অরণ্য সপ্তাহ । তার আগেই এই ব্যাঙ্ক তৈরির কাজ চলছে দ্রুত গতিতে । বর্ষা আসতে চলেছে ৷ তাই এই মরশুমে স্থানীয় গাছগুলির চারা তৈরিতে বেশি জোর দেওয়া হচ্ছে । বিশেষ করে শাল, পলাশ, সেগুন, পিয়াল, মহুয়া, কৃষচূড়া, অমলতাস প্রভৃতি গাছের চারা তৈরি করা হচ্ছে ।

এছাড়া, যে কারও বাড়িতে ভালো গাছের চারা থাকলে এই ব্যাঙ্ক সেগুলি সংগ্রহ করবে । এই উদ্ভিদ ব্যাঙ্কে যে কেউ গাছের চারা দিতে পারেন । এই চারাগুলি জেলার বিভিন্ন জায়গায় লাগানো হবে ৷ এমনকি, নিজের বাড়ির জন্য উৎসাহী ব্যক্তিরা এখান থেকে গাছের চারা সংগ্রহ করতে পারেন ।

বোলপুর উচ্চ বিদ্যালয়ে 'উদ্ভিদ ব্যাঙ্ক'

আরও পড়ুন... বোলপুরে অঞ্জন বন্দ্যোপাধ্যায় স্মরণে সাংবাদিকদের রক্তদান শিবির

বোলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রিয়কুমার সাধু বলেন, "আমাদের স্কুলে গাছের চারা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে । অনেকেরই বাড়িতে অযত্নে অনেক গাছের চারা বেড়ে ওঠে ৷ তাঁরা চারাগুলিকে ফেলে দেন বা উপরে দেন ৷ সেগুলো আমাদের ব্যাঙ্কে দিয়ে দিতে পারেন । এখান থেকে আমরা যাঁরা গাছ নিতে উৎসাহী তাঁদের দিতে পারব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.