বোলপুর, ৩০ মে : এই প্রথম ‘উদ্ভিদ ব্যাঙ্ক’ তৈরি হচ্ছে বীরভূম জেলায় । যা এক অভিনব ভাবনা বলে মনে করছেন সকলেই । সদ্য প্রয়াত হয়েছেন চিপকো আন্দোলনের নেতা পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণা৷ তাঁর স্মৃতিতে ‘উদ্ভিদ ব্যাঙ্ক’ তৈরি করতে চলেছে বোলপুর উচ্চ বিদ্যালয় । সামনেই অরণ্য সপ্তাহ । তার আগেই এই ব্যাঙ্ক তৈরির কাজ চলছে দ্রুত গতিতে । বর্ষা আসতে চলেছে ৷ তাই এই মরশুমে স্থানীয় গাছগুলির চারা তৈরিতে বেশি জোর দেওয়া হচ্ছে । বিশেষ করে শাল, পলাশ, সেগুন, পিয়াল, মহুয়া, কৃষচূড়া, অমলতাস প্রভৃতি গাছের চারা তৈরি করা হচ্ছে ।
এছাড়া, যে কারও বাড়িতে ভালো গাছের চারা থাকলে এই ব্যাঙ্ক সেগুলি সংগ্রহ করবে । এই উদ্ভিদ ব্যাঙ্কে যে কেউ গাছের চারা দিতে পারেন । এই চারাগুলি জেলার বিভিন্ন জায়গায় লাগানো হবে ৷ এমনকি, নিজের বাড়ির জন্য উৎসাহী ব্যক্তিরা এখান থেকে গাছের চারা সংগ্রহ করতে পারেন ।
আরও পড়ুন... বোলপুরে অঞ্জন বন্দ্যোপাধ্যায় স্মরণে সাংবাদিকদের রক্তদান শিবির
বোলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রিয়কুমার সাধু বলেন, "আমাদের স্কুলে গাছের চারা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে । অনেকেরই বাড়িতে অযত্নে অনেক গাছের চারা বেড়ে ওঠে ৷ তাঁরা চারাগুলিকে ফেলে দেন বা উপরে দেন ৷ সেগুলো আমাদের ব্যাঙ্কে দিয়ে দিতে পারেন । এখান থেকে আমরা যাঁরা গাছ নিতে উৎসাহী তাঁদের দিতে পারব ।"