বোলপুর, 15 অক্টোবর: অনুমতি ছাড়া একাধিক গাছ কাটার অভিযোগ উঠল বোলপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে । স্কুলের ভিতরে প্রায় ছয়টি বহু পুরনো বড় গাছ কেটে ফেলা হয় । গাছ কাটার জন্য কোনও লিখিত অনুমতি সংশ্লিষ্ট বন দপ্তরের কাছে নেওয়া হয়নি বলে অভিযোগ ।
বন দপ্তরের নিয়ম অনুযায়ী, শহরাঞ্চলে একটি ও গ্রামাঞ্চলে তিনটি গাছ একসঙ্গে কাটার অনুমতি দেওয়া হয় । তবে অনুমতি দেওয়ার ক্ষেত্রেও এলাকায় সেই গাছটির প্রয়োজনীয়তাও বিবেচনা করা হয় । কিন্তু, এক্ষেত্রে বোলপুর উচ্চ বিদ্যালয় চত্বরে ছয়টি বহু পুরনো বড় গাছ কেটে ফেলা হয়েছে । গাছের গুঁড়িগুলি স্কুল চত্বরেই মজুত করা হয়েছে । সেগুন, মানাঞ্জুরি প্রভৃতি গাছ লাগানো ছিল স্কুলের পিছনে । সংশ্লিষ্ট বনবিভাগের কাছ থেকে কোনও লিখিত অনুমতি না নিয়েই গাছগুলিকে সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ । বেআইনিভাবে গাছ কাটা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে এলাকায় ৷
তবে অভিযোগ অস্বীকার করেছেন বোলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রিয় সাধু ৷ বলেন, "গাছ কাটার জন্য আমরা মৌখিক অনুমতি নিয়েছি ৷" তবে বীরভূম জেলা অতিরিক্ত বন আধিকারিক (ADFO) বিজন কুমার নাথ বলেন, "পুজোর ছুটিতে অফিস বন্ধ ছিল ৷ আমাদের কাছে কাছ কাটার জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি ।"