ETV Bharat / state

নির্বাচনে মিথ্যা প্রচার, লাভপুরে মাইকিং ক্ষমাপ্রার্থী বিজেপি কর্মীদের

author img

By

Published : Jun 9, 2021, 8:09 AM IST

Updated : Jun 9, 2021, 8:00 PM IST

একুশের বিধানসভা নির্বাচনে মিথ্যা প্রচার চালানো হয়েছে দলের তরফে ৷ তাই কর্মীরা টোটোয় করে এলাকায় ঘুরে ঘুরে মাইকিং করে ক্ষমা চাইছেন ৷ এমনই দৃশ্য দেখা গেল বীরভূমের লাভপুরের বিপ্রটিকুরি এলাকায় ৷ বিজেপি কর্মীরা মাইংকি করে মানুষের কাছে ক্ষমা চাইলেন ৷ তাঁদের গলায় শোনা গেল তৃণমূল কংগ্রেসের স্লোগানও ৷

লাভপুরের বিপ্রটিকুরিতে মাইকে প্রচার করে বিজেপি কর্মীদের ক্ষমা চাইতে শোনা গেল ৷
লাভপুরের বিপ্রটিকুরিতে মাইকে প্রচার করে বিজেপি কর্মীদের ক্ষমা চাইতে শোনা গেল ৷

লাভপুর, 9 জুন : "মিথ্যা প্রচার করেছিলাম, আমরা ক্ষমাপ্রার্থী ৷" মাইকে করে এলাকায় এমনই প্রাচার করতে দেখা গেল বিজেপি কর্মীদের । ঘটনাটি লাভপুরের বিপ্রটিকুরি এলাকার ৷ শুধু তাই নয়, স্থানীয় তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহের কাছেও তাঁরা ক্ষমা চেয়েছেন বলে শোনা গিয়েছে ৷

বিধানসভা নির্বাচনে বীরভূম জেলায় 11টি আসনের মধ্যে 10টি আসনে জয়লাভ করে তৃণমূল । এরপরেই দিকে দিকে বিজেপি কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুর, লুটপাটের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । বহু বিজেপি কর্মী এখনও গ্রামছাড়া রয়েছেন । মঙ্গলবার লাভপুরের বিপ্রটিকুরি গ্রামের বাজারে দেখা গেল এক অন্য দৃশ্য । টোটোয় মাইক বেঁধে, তৃণমূলের পতাকা লাগিয়ে ক্ষমা চাইছেন বিজেপি কর্মীরা । তাঁরা যে ফের তৃণমূলে ফিরতে চাইছেন তাও স্পষ্ট করে জানালেন ৷

লাভপুরের বিপ্রটিকুরিতে মাইকে প্রচার করে বিজেপি কর্মীদের ক্ষমা চাইতে শোনা গেল ৷

মাইকে বলতে শোনা যাচ্ছে, "আমরা বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে অনেক মিথ্যা প্রচার করেছি । যেটা ঠিক হয়নি । তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী ।" আরও বলতে শোনা যায়, "আমরা মানুষকে ভুল বুঝিয়েছি । আমরা গ্রামের মানুষের কাছে ক্ষমাপ্রার্থী । লাভপুরের বিধায়ক মহাশয়ের কাছেও আমরা ক্ষমাপ্রার্থী ।" এমনকি, "মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ" স্লোগান দিতে থাকেন ওই বিজেপি কর্মীরা । এমন ভাবেই প্রকাশ্য বাজারে মাইকে করে ক্ষমা চাইতে দেখা গেল বিজেপি কর্মীদের ।

গত বিধানসভা নির্বাচনে লাভপুরে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মণ্ডলকে হারিয়ে জয়লাভ করেছিলেন তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ ।

আরও পড়ুন : বেসুরোদের বাগে আনতে শৃঙ্খলারক্ষা কমিটি গঠন রাজ্য বিজেপির

লাভপুর, 9 জুন : "মিথ্যা প্রচার করেছিলাম, আমরা ক্ষমাপ্রার্থী ৷" মাইকে করে এলাকায় এমনই প্রাচার করতে দেখা গেল বিজেপি কর্মীদের । ঘটনাটি লাভপুরের বিপ্রটিকুরি এলাকার ৷ শুধু তাই নয়, স্থানীয় তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহের কাছেও তাঁরা ক্ষমা চেয়েছেন বলে শোনা গিয়েছে ৷

বিধানসভা নির্বাচনে বীরভূম জেলায় 11টি আসনের মধ্যে 10টি আসনে জয়লাভ করে তৃণমূল । এরপরেই দিকে দিকে বিজেপি কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুর, লুটপাটের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । বহু বিজেপি কর্মী এখনও গ্রামছাড়া রয়েছেন । মঙ্গলবার লাভপুরের বিপ্রটিকুরি গ্রামের বাজারে দেখা গেল এক অন্য দৃশ্য । টোটোয় মাইক বেঁধে, তৃণমূলের পতাকা লাগিয়ে ক্ষমা চাইছেন বিজেপি কর্মীরা । তাঁরা যে ফের তৃণমূলে ফিরতে চাইছেন তাও স্পষ্ট করে জানালেন ৷

লাভপুরের বিপ্রটিকুরিতে মাইকে প্রচার করে বিজেপি কর্মীদের ক্ষমা চাইতে শোনা গেল ৷

মাইকে বলতে শোনা যাচ্ছে, "আমরা বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে অনেক মিথ্যা প্রচার করেছি । যেটা ঠিক হয়নি । তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী ।" আরও বলতে শোনা যায়, "আমরা মানুষকে ভুল বুঝিয়েছি । আমরা গ্রামের মানুষের কাছে ক্ষমাপ্রার্থী । লাভপুরের বিধায়ক মহাশয়ের কাছেও আমরা ক্ষমাপ্রার্থী ।" এমনকি, "মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ" স্লোগান দিতে থাকেন ওই বিজেপি কর্মীরা । এমন ভাবেই প্রকাশ্য বাজারে মাইকে করে ক্ষমা চাইতে দেখা গেল বিজেপি কর্মীদের ।

গত বিধানসভা নির্বাচনে লাভপুরে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মণ্ডলকে হারিয়ে জয়লাভ করেছিলেন তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ ।

আরও পড়ুন : বেসুরোদের বাগে আনতে শৃঙ্খলারক্ষা কমিটি গঠন রাজ্য বিজেপির

Last Updated : Jun 9, 2021, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.