বোলপুর, 15 জুলাই: উজ্জ্বলা যোজনার গ্যাস সংযোগ সংক্রান্ত সরকারি অনুষ্ঠানে কেন্দ্রীয় পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের রাষ্ট্রমন্ত্রীর সামনেই গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ উগরে দিলেন এক মহিলা বিজেপি-সমর্থক (BJP Worker Angry with Central Petroleum Minister Over Gas Price Hike) ৷ এছাড়া বিজেপি করার জন্য মিলছে না গ্যাসের সংযোগ, এমনও অভিযোগ উঠে আসে ৷ যদিও, রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি জানান, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির জন্য এই সমস্যা হচ্ছে ৷ আমরাও চাই পেট্রল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণ করতে ৷ মন্ত্রীর আরও অভিযোগ, রাজ্য সরকার সহযোগিতা করে না ৷ সরকারি অনুষ্ঠানে জেলাশাসক-সহ কোনও আধিকারিক এসে দেখাই করেননি ৷
শুক্রবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে উজ্বলা গ্যাসের সংযোগ সংক্রান্ত একটি অনুষ্ঠান হয় । সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি । এছাড়াও ছিলেন ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্থান পেট্রোলিয়াম সংস্থার আধিকারিকেরাও । আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে একশো শতাংশ উজ্জ্বলা যোজনার সংযোগ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সংকল্প নেয় কেন্দ্রীয় সরকার ।
আরও পড়ুন : টাকা নিয়ে উজ্জ্বলা গ্যাস দেওয়ার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা
এই অনুষ্ঠানে বোলপুরের এক মহিলা বিজেপিসমর্থক পূর্ণিমা হাজরা মন্ত্রীর সামনেই গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ উগরে দেন । তিনি বলেন, "দিনের পর দিন গ্যাসের এত দামে নাজেহাল আমরা ৷ গ্যাসের দাম কমান । উজ্জ্বলা যোজনার কানেকশন নিলেও গ্যাসের এত দাম, আর পারা যাচ্ছে না ।"
লাভপুরের মৌগ্রামের আরেক বিজেপিসমর্থক প্রমীলা চৌধুরী বলেন, "বিজেপি করার জন্য গ্যাসের কানেকশন দিচ্ছে না ৷" যদিও, রাষ্ট্রমন্ত্রী বলেন, "আন্তর্জাতিক বাজারে তেলের দামের জন্য গ্যাসের-পেট্রলের দাম বাড়ছে ৷ আমরাও চাই দাম কমুক ।"
মন্ত্রী আরও বলেন, "রাজ্য সরকার কোনও সহযোগিতা করে না । দেখছেন না আমি মন্ত্রী এখানে এসেছি, নিয়ম অনুযায়ী জেলাশাসকের উচিত এসে দেখা করা ৷ কিন্তু, কেউই আসেনি ৷ রাজ্য সরকার কেন্দ্রের সব প্রকল্পের নাম পরিবর্তন করে দিচ্ছে ৷"