ETV Bharat / state

Kunal Ghosh on CBI Investigation : রামপুরহাট কাণ্ডে বিজেপি সিবিআই তদন্তকে প্রভাবিত করছে, অভিযোগ কুণালের - BJP Try to Manipulate CBI Investigation in Rampurhat Case Says Kunal Ghosh

রামপুরহাট কাণ্ডে সিবিআই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করলেন কুণাল ঘোষ (BJP Try to Manipulate CBI Investigation in Rampurhat Case Says Kunal Ghosh) ৷ শুভেন্দু অধিকারী সেই কাজই করছেন বলে দাবি করেছেন তিনি ৷ পাশাপাশি, রামপুরহাট কাণ্ডে সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল ৷

BJP Try to Manipulate CBI Investigation in Rampurhat Case Says Kunal Ghosh
BJP Try to Manipulate CBI Investigation in Rampurhat Case Says Kunal Ghosh
author img

By

Published : Mar 27, 2022, 4:39 PM IST

কলকাতা, 27 মার্চ : বিজেপির বিরুদ্ধে, বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআই তদন্তকে প্রভাবিত করার অভিযোগ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (BJP Try to Manipulate CBI Investigation in Rampurhat Case Says Kunal Ghosh) ৷ রামপুরহাট গণহত্যায় সিবিআই তদন্তের প্রসঙ্গে কুণাল বলেন, ‘‘মুখ্য়মন্ত্রী বগটুই গ্রামে গিয়ে রাজধর্ম পালন করেছেন ৷ কিন্তু, তাঁর বিরুদ্ধে সেখানে প্রমাণ নষ্ট করার অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা ৷ আর আজ যখন সিবিআই পুরোদমে তদন্ত শুরু করেছে ৷ ঠিক তখনই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী ৷’’

কুণাল ঘোষ এ দিন অভিযোগ করেছেন, আদালতের নির্দেশে সিবিআই যখন নিরপেক্ষভাবে তদন্ত শুরু করেছে ৷ তখন রামপুরহাটে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছেন, এ ভাল, ও খারাপ ৷ শুভেন্দুর এমন কথা তদন্তে প্রভাব ফেলতে পারে বলে অভিযোগ করেছেন তৃণমূল মুখপাত্র ৷ অন্য মামলার প্রসঙ্গ টেনে সিবিআই তদন্তের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ ৷ তিনি অভিযোগ করেছেন, অন্য মামলায় সিবিআইয়ের এফআইআরে শুভেন্দু অধিকারীর নাম থাকা সত্ত্বেও, তাঁকে ধরা হয়নি ৷ কারণ, শুভেন্দু বিজেপি নেতা ৷ তাই এই সিবিআই তদন্তের নিরপেক্ষতা আদৌ রয়েছে কিনা, সেই প্রশ্ন তোলেন কুণাল ৷

আরও পড়ুন : রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে সিবিআইয়ের টিম

মুখ্যমন্ত্রী রামপুরহাট কাণ্ডে রাজধর্ম পালন করেছেন বলে দাবি কুণালের ৷ তাঁর কথায়, ‘‘বিজন সেতুতে আনন্দমার্গীদের পুড়িয়ে মারা থেকে শুরু করে, গুজরাতের গোধরা-কাণ্ড কোথাও মুখ্যমন্ত্রীদের ঘটনাস্থলে যেতে দেখা যায়নি ৷ গোধরা-কাণ্ডের পর তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদিকে রাজধর্মের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন ৷ কিন্তু, রামপুরহাট কাণ্ডের পর বাংলার মুখ্যমন্ত্রীকে রাজধর্মের কথা মনে করিয়ে দিতে হয়নি ৷’’

আরও পড়ুন : Medical Team Visits Bagtui : বগটুইয়ে নিহতদের পরিজনের স্বাস্থ্য পরীক্ষা করতে মেডিক্যাল টিম

তার পরেও মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তোলার জন্য বিরোধীদের সমালোচনা করেন কুণাল ঘোষ ৷ তৃণমূল মুখপাত্রের মতে, রামপুরহাটের ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে ৷ তাঁর মতে দুই গোষ্ঠীর দ্বন্দ্বকে হাতিয়ার করে রাজ্যকে বদনাম করা হচ্ছে ৷ অন্যদিকে, রামপুরহাট কাণ্ডে এদিন আহতদের সঙ্গে কথা বলতে হাসপাতালে গিয়েছিল সিবিআই ৷ পাশাপাশি, তদন্তের স্বার্থে স্থানীয়দের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা ৷ সিবিআই আধিকারিকদের নিরাপত্তার জন্য আধাসেনা মোতায়েন করা হয়েছে ৷

কলকাতা, 27 মার্চ : বিজেপির বিরুদ্ধে, বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআই তদন্তকে প্রভাবিত করার অভিযোগ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (BJP Try to Manipulate CBI Investigation in Rampurhat Case Says Kunal Ghosh) ৷ রামপুরহাট গণহত্যায় সিবিআই তদন্তের প্রসঙ্গে কুণাল বলেন, ‘‘মুখ্য়মন্ত্রী বগটুই গ্রামে গিয়ে রাজধর্ম পালন করেছেন ৷ কিন্তু, তাঁর বিরুদ্ধে সেখানে প্রমাণ নষ্ট করার অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা ৷ আর আজ যখন সিবিআই পুরোদমে তদন্ত শুরু করেছে ৷ ঠিক তখনই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী ৷’’

কুণাল ঘোষ এ দিন অভিযোগ করেছেন, আদালতের নির্দেশে সিবিআই যখন নিরপেক্ষভাবে তদন্ত শুরু করেছে ৷ তখন রামপুরহাটে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছেন, এ ভাল, ও খারাপ ৷ শুভেন্দুর এমন কথা তদন্তে প্রভাব ফেলতে পারে বলে অভিযোগ করেছেন তৃণমূল মুখপাত্র ৷ অন্য মামলার প্রসঙ্গ টেনে সিবিআই তদন্তের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ ৷ তিনি অভিযোগ করেছেন, অন্য মামলায় সিবিআইয়ের এফআইআরে শুভেন্দু অধিকারীর নাম থাকা সত্ত্বেও, তাঁকে ধরা হয়নি ৷ কারণ, শুভেন্দু বিজেপি নেতা ৷ তাই এই সিবিআই তদন্তের নিরপেক্ষতা আদৌ রয়েছে কিনা, সেই প্রশ্ন তোলেন কুণাল ৷

আরও পড়ুন : রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে সিবিআইয়ের টিম

মুখ্যমন্ত্রী রামপুরহাট কাণ্ডে রাজধর্ম পালন করেছেন বলে দাবি কুণালের ৷ তাঁর কথায়, ‘‘বিজন সেতুতে আনন্দমার্গীদের পুড়িয়ে মারা থেকে শুরু করে, গুজরাতের গোধরা-কাণ্ড কোথাও মুখ্যমন্ত্রীদের ঘটনাস্থলে যেতে দেখা যায়নি ৷ গোধরা-কাণ্ডের পর তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদিকে রাজধর্মের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন ৷ কিন্তু, রামপুরহাট কাণ্ডের পর বাংলার মুখ্যমন্ত্রীকে রাজধর্মের কথা মনে করিয়ে দিতে হয়নি ৷’’

আরও পড়ুন : Medical Team Visits Bagtui : বগটুইয়ে নিহতদের পরিজনের স্বাস্থ্য পরীক্ষা করতে মেডিক্যাল টিম

তার পরেও মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তোলার জন্য বিরোধীদের সমালোচনা করেন কুণাল ঘোষ ৷ তৃণমূল মুখপাত্রের মতে, রামপুরহাটের ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে ৷ তাঁর মতে দুই গোষ্ঠীর দ্বন্দ্বকে হাতিয়ার করে রাজ্যকে বদনাম করা হচ্ছে ৷ অন্যদিকে, রামপুরহাট কাণ্ডে এদিন আহতদের সঙ্গে কথা বলতে হাসপাতালে গিয়েছিল সিবিআই ৷ পাশাপাশি, তদন্তের স্বার্থে স্থানীয়দের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা ৷ সিবিআই আধিকারিকদের নিরাপত্তার জন্য আধাসেনা মোতায়েন করা হয়েছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.