ETV Bharat / state

Panchayat Repolls 2023: কেন এত কম আসনে পুনর্নির্বাচন ? বীরভূমে জেলাশাসকের দফতরে বিক্ষোভ বিজেপির - বীরভূমে জেলাশাসকের দফতর

ভোটের নামে প্রহসনের অভিযোগে আজ বীরভূমে জেলাশাসকের দফতরের সামনে খালি গায়ে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা-কর্মীরা ৷ বহু বুথে হিংসার ঘটনা ঘটলেও কেন মাত্র 14টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে, সেই প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির ৷

Panchayat Repolls 2023
Panchayat Repolls 2023
author img

By

Published : Jul 10, 2023, 2:33 PM IST

সিউড়ি, 10 জুলাই: পুনর্নির্বাচনের দিন ভোটে সন্ত্রাসের প্রতিবাদে বীরভূম জেলাশাসকের দফতর ঘেরাও করে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি ৷ বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে বিক্ষোভে খালি গায়ে প্রতিবাদে শামিল হলেন কর্মী সমর্থকেরা ৷

আট জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যের পাশাপাশি বীরভূমেও দেদার ছাপ্পা, ভোট লুঠ দেখেছিল জেলাবাসী ৷ বিশেষ করে ময়ূরেশ্বরে বুথে আগুন, বোমাবাজি, ব্যালট বাক্স জলে ফেলে দেওয়া, দুবরাজপুরে ব্যালট বাক্স বৃষ্টিতে নামিয়ে দেওয়া-সহ রামপুরহাট, সিউড়ি, খয়রাশোলে বিরোধীদের মারধর, বুথ জ্যামের অভিযোগ উঠেছিল । তৃণমূলের বিরুদ্ধে অবাধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছিল বিরোধীরা ৷ তাই জেলার 6টি ব্লকের 14টি বুথে পুনর্নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন । সেই মতো সোমবার কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যের সশস্ত্র পুলিশের ঘেরাটোপে চলছে ভোটগ্রহণ ৷ সকাল থেকেই মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ৷

তবে বীরভূম বিজেপির প্রশ্ন, মাত্র 14টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে কেন ? আরও বহু বুথে অবাধে ছাপ্পা ভোট হয়েছে, অতিরিক্ত ব্যালট ঢুকিয়ে দেওয়া হয়েছে । সেগুলিতে কেন পুনর্নির্বাচন নয় ! এই প্রশ্ন তুলেই এ দিন বীরভূম জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা । হাতে পোস্টার নিয়ে খালি গায়ে জেলাশাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ চলতে থাকে ৷ পরে জেলাশাসকের দফতরের সামনে রাস্তার উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় ৷ একদিকে চলছে পুনর্নির্বাচন, অন্যদিকে চলছে বিজেপির বিক্ষোভ ।

আরও পড়ুন: নাকাশিপাড়ায় পুনর্নির্বাচনের আগের রাতে গুলিবিদ্ধ সিপিএম কর্মী, অভিযুক্ত তৃণমূল

বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, "এটা ভোট নয়, ভোটের নামে প্রহসন মাত্র ৷ আর বীরভূম জেলা প্রশাসন এই প্রহসনের অংশ ৷ তৃণমূল যেগুলোয় হারবে, সেগুলোতে পুনর্নির্বাচন হচ্ছে ৷ জেলার অধিকাংশ ভোটে ছাপ্পা হয়েছে, কেন মাত্র 14টি বুথে পুনর্নির্বাচন ! তারই প্রতিবাদে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে ।"

সিউড়ি, 10 জুলাই: পুনর্নির্বাচনের দিন ভোটে সন্ত্রাসের প্রতিবাদে বীরভূম জেলাশাসকের দফতর ঘেরাও করে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি ৷ বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে বিক্ষোভে খালি গায়ে প্রতিবাদে শামিল হলেন কর্মী সমর্থকেরা ৷

আট জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যের পাশাপাশি বীরভূমেও দেদার ছাপ্পা, ভোট লুঠ দেখেছিল জেলাবাসী ৷ বিশেষ করে ময়ূরেশ্বরে বুথে আগুন, বোমাবাজি, ব্যালট বাক্স জলে ফেলে দেওয়া, দুবরাজপুরে ব্যালট বাক্স বৃষ্টিতে নামিয়ে দেওয়া-সহ রামপুরহাট, সিউড়ি, খয়রাশোলে বিরোধীদের মারধর, বুথ জ্যামের অভিযোগ উঠেছিল । তৃণমূলের বিরুদ্ধে অবাধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছিল বিরোধীরা ৷ তাই জেলার 6টি ব্লকের 14টি বুথে পুনর্নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন । সেই মতো সোমবার কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যের সশস্ত্র পুলিশের ঘেরাটোপে চলছে ভোটগ্রহণ ৷ সকাল থেকেই মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ৷

তবে বীরভূম বিজেপির প্রশ্ন, মাত্র 14টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে কেন ? আরও বহু বুথে অবাধে ছাপ্পা ভোট হয়েছে, অতিরিক্ত ব্যালট ঢুকিয়ে দেওয়া হয়েছে । সেগুলিতে কেন পুনর্নির্বাচন নয় ! এই প্রশ্ন তুলেই এ দিন বীরভূম জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা । হাতে পোস্টার নিয়ে খালি গায়ে জেলাশাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ চলতে থাকে ৷ পরে জেলাশাসকের দফতরের সামনে রাস্তার উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় ৷ একদিকে চলছে পুনর্নির্বাচন, অন্যদিকে চলছে বিজেপির বিক্ষোভ ।

আরও পড়ুন: নাকাশিপাড়ায় পুনর্নির্বাচনের আগের রাতে গুলিবিদ্ধ সিপিএম কর্মী, অভিযুক্ত তৃণমূল

বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, "এটা ভোট নয়, ভোটের নামে প্রহসন মাত্র ৷ আর বীরভূম জেলা প্রশাসন এই প্রহসনের অংশ ৷ তৃণমূল যেগুলোয় হারবে, সেগুলোতে পুনর্নির্বাচন হচ্ছে ৷ জেলার অধিকাংশ ভোটে ছাপ্পা হয়েছে, কেন মাত্র 14টি বুথে পুনর্নির্বাচন ! তারই প্রতিবাদে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.