শান্তিনিকেতন, 17 এপ্রিল : তদন্তে গাফিলতি, পুলিশ গল্প সাজাচ্ছে ৷ এই অভিযোগ তুলে বোলপুর সার্কিট হাউসে পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপির রাজ্য মহিলা মোর্চার (BJP Mahila Morcha protests demanding CBI probe on Gang rape)।
বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তী এদিন শান্তিনিকেতনে আদিবাসী নাবালিকা গণধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেন । যদিও বোলপুর সার্কিট হাউস থেকে বৈঠক শেষে বেরিয়ে বীরভূম পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, "অভিযুক্তদের স্কেচ তৈরি করতে সিআইডির সাহায্য নিয়েছি ৷ দ্রুত গ্রেফতার হবে ৷ তদন্ত চলছে, তাই বেশি কিছু বলব না ।"
এদিন বোলপুর সার্কিট হাউসে বীরভূম জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর সঙ্গে বৈঠক করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় । সেখানে নির্যাতিতা ও তাঁর মায়ের সঙ্গেও কথা বলেন তাঁরা । গণধর্ষণ নয়, এমনই ইঙ্গিত দেন মহিলা কমিশন ৷
এদিকে এদিন বোলপুর সার্কিট হাউসে এসেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা মোর্চার নেতা-কর্মীরা ৷ তাঁদের অভিযোগ, পুলিশ গল্প সাজাচ্ছে ৷ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি । নির্যাতিতাকে চাপ সৃষ্টি করছে বয়ান বদলের জন্য ৷ পূর্ণাঙ্গ তদন্তের আগে রাজ্য মহিলা কমিশন কিভাবে বলছে, গণধর্ষণ নয় ৷
বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী বলেন, "পুলিশ নির্যাতিতার পরিবারের উপর চাপ সৃষ্টি করছে ৷ বয়ান বদল করে গল্প বানাচ্ছে ৷ ওরা ভয়ে আছে ৷ আমরা এই ঘটনায় সিবিআই তদন্ত চাই ৷ রাজ্য পুলিশের উপর আস্থা নেই আমাদের ।"
আরও পড়ুন : গণধর্ষণ নয়, শান্তিনিকেতনের ঘটনায় এমনই ইঙ্গিত দিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন