ETV Bharat / state

রাজ্যে NRC-র আগে সিটিজ়েনশিপ অ্যামেন্ডমেন্ট বিল হবে : মুকুল - Mukul Roy Says about NRC

আজ নানুরে নিহত BJP কর্মী স্বরূপ গড়াইয়ের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে এই মন্তব্য করলেন BJP নেতা মুকুল রায় ৷ তাঁর সঙ্গে ছিলেন BJP নেতা অনুপম হাজরা, বিশ্বপ্রিয় রায়চৌধুরি, জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল প্রমুখ ।

মুকুল রায়
author img

By

Published : Sep 15, 2019, 5:51 PM IST

Updated : Sep 15, 2019, 7:16 PM IST

নানুর, 15 সেপ্টেম্বর :"এত অশিক্ষিত মুখ্যমন্ত্রী এর আগে বাংলা কোনও দিন দেখেনি ৷ " আজ নানুরে নিহত BJP কর্মী স্বরূপ গড়াইয়ের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে এই মন্তব্য করলেন BJP নেতা মুকুল রায় ৷ তাঁর সঙ্গে ছিলেন BJP নেতা অনুপম হাজরা, বিশ্বপ্রিয় রায়চৌধুরি, জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল প্রমুখ ।

গত 6 সেপ্টেম্বর নানুরের রামকৃষ্ণপুর গ্রামে গুলিবিদ্ধ হয়ে খুন হন BJP কর্মী স্বরূপ গড়াই । অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । তাঁর পরিবারের হাতে আজ আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুলবাবু বলেন, "সারা বাংলায় শহিদ পরিবারগুলিকে দেখতে দেখতে চোখের জল শুকিয়ে যাচ্ছে । গত একবছরে এই নিয়ে বীরভূমে 9 জন BJP কর্মী খুন হলেন । "

মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে মুকুলবাবু বলেন, "আমরা প্রফুল্ল সেন, প্রফুল্ল ঘোষ, বিধানচন্দ্র রায়, অজয় মুখার্জি, সিদ্ধার্থশংকর রায়, জ্যোতি বসুকে মুখ্যমন্ত্রী দেখেছি ৷ কাউকে বলতে শুনিনি লণ্ডনে শেলি, কিটস, বায়রনের সঙ্গে রবীন্দ্রনাথের মিটিং হয়েছিল ৷ কোনও দিন শুনিনি রামমোহন রায় এই বিধানসভার সদস্য ছিলেন ৷ কোনও দিন শুনিনি রবীন্দ্রনাথ ঠাকুর ফলের রস খাইয়ে গান্ধিজির অনশন ভাঙিয়েছিলেন ৷ এগুলো মমতা ব্যানার্জির পক্ষেই বলা সম্ভব ৷ সুতরাং এই অশিক্ষিত মুখ্যমন্ত্রী বাংলার পক্ষে অত্যন্ত লজ্জার ও কলঙ্কজনক অধ্যায় ৷ আর আমরা সেই পাপ করতে সাহায্য করেছি ৷ তাই আজ পাপস্খলন করতে সারা বাংলা ঘুরে বেড়াচ্ছি ৷ "

মুখ্যমন্ত্রী প্রথম থেকেই NRC-র বিরোধিতা করছেন ৷ এ বিষয়ে আজ মুকুলবাবু মমতা ব্যানার্জিকে আক্রমণ করে বলেন,"NRC শব্দের অর্থ কি উনি জানেন? পৃথিবীতে কোন দেশ আছে যেখানে NRC নেই ৷ মিথ্যা কথা বলছেন ৷ বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ৷ এখানে দাঁড়িয়ে আমরা বলে যাচ্ছি পশ্চিমবঙ্গে NRC-র আগে সিটিজ়েনশিপ অ্যামেন্ডমেন্ট বিল হবে ৷ "

দেখুন ভিডিয়ো...

রাজীব কুমার প্রসঙ্গে মুকুলবাবুর বলেন , "রাজ্যের মুখ্যমন্ত্রী কে ? মমতা ব্যানার্জি ৷ স্বরাষ্ট্র মন্ত্রী কে ? মুখ্যমন্ত্রী ৷ CBI যে কাজ করছে তাকে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট মান্যতা দিয়েছে ৷" তাঁর প্রশ্ন, "সরকারি কাজে বাধা দিলে যদি আপনার বিরুদ্ধে মামলা হয়, তাহলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে হবে না কেন? জ্ঞানবন্ত সিং, সুরজিৎ কর পুরকায়স্থ যাঁরা রাজীবের হয়ে অবস্থানে বসলেন, তাঁদের বিরুদ্ধে মামলা হবে না কেন ?" পাশাপাশি বীরভূম জেলাশাসক ও জেলার পুলিশ সুপারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, " আমি DM, SP-কে বলে যাচ্ছি আইনের শাসন বলবৎ করুন । নির্বাচনের আর মাত্র 15 মাস বাকি আছে ৷ থাকতে পারবেন না বীরভূমে । আর এই নির্বাচনে মমতার সরকার 30 টির বেশি আসন পাবে না । "

বীরভূমের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মুকুলবাবু বলেন, "এখানে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন আছে ৷ এখানে জয়দেবের মেলা হত ৷ আজ বীরভূমের ঘরে ঘরে দেখা যাচ্ছে বোমা তৈরির কারখানা ৷ "

নানুর, 15 সেপ্টেম্বর :"এত অশিক্ষিত মুখ্যমন্ত্রী এর আগে বাংলা কোনও দিন দেখেনি ৷ " আজ নানুরে নিহত BJP কর্মী স্বরূপ গড়াইয়ের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে এই মন্তব্য করলেন BJP নেতা মুকুল রায় ৷ তাঁর সঙ্গে ছিলেন BJP নেতা অনুপম হাজরা, বিশ্বপ্রিয় রায়চৌধুরি, জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল প্রমুখ ।

গত 6 সেপ্টেম্বর নানুরের রামকৃষ্ণপুর গ্রামে গুলিবিদ্ধ হয়ে খুন হন BJP কর্মী স্বরূপ গড়াই । অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । তাঁর পরিবারের হাতে আজ আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুলবাবু বলেন, "সারা বাংলায় শহিদ পরিবারগুলিকে দেখতে দেখতে চোখের জল শুকিয়ে যাচ্ছে । গত একবছরে এই নিয়ে বীরভূমে 9 জন BJP কর্মী খুন হলেন । "

মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে মুকুলবাবু বলেন, "আমরা প্রফুল্ল সেন, প্রফুল্ল ঘোষ, বিধানচন্দ্র রায়, অজয় মুখার্জি, সিদ্ধার্থশংকর রায়, জ্যোতি বসুকে মুখ্যমন্ত্রী দেখেছি ৷ কাউকে বলতে শুনিনি লণ্ডনে শেলি, কিটস, বায়রনের সঙ্গে রবীন্দ্রনাথের মিটিং হয়েছিল ৷ কোনও দিন শুনিনি রামমোহন রায় এই বিধানসভার সদস্য ছিলেন ৷ কোনও দিন শুনিনি রবীন্দ্রনাথ ঠাকুর ফলের রস খাইয়ে গান্ধিজির অনশন ভাঙিয়েছিলেন ৷ এগুলো মমতা ব্যানার্জির পক্ষেই বলা সম্ভব ৷ সুতরাং এই অশিক্ষিত মুখ্যমন্ত্রী বাংলার পক্ষে অত্যন্ত লজ্জার ও কলঙ্কজনক অধ্যায় ৷ আর আমরা সেই পাপ করতে সাহায্য করেছি ৷ তাই আজ পাপস্খলন করতে সারা বাংলা ঘুরে বেড়াচ্ছি ৷ "

মুখ্যমন্ত্রী প্রথম থেকেই NRC-র বিরোধিতা করছেন ৷ এ বিষয়ে আজ মুকুলবাবু মমতা ব্যানার্জিকে আক্রমণ করে বলেন,"NRC শব্দের অর্থ কি উনি জানেন? পৃথিবীতে কোন দেশ আছে যেখানে NRC নেই ৷ মিথ্যা কথা বলছেন ৷ বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ৷ এখানে দাঁড়িয়ে আমরা বলে যাচ্ছি পশ্চিমবঙ্গে NRC-র আগে সিটিজ়েনশিপ অ্যামেন্ডমেন্ট বিল হবে ৷ "

দেখুন ভিডিয়ো...

রাজীব কুমার প্রসঙ্গে মুকুলবাবুর বলেন , "রাজ্যের মুখ্যমন্ত্রী কে ? মমতা ব্যানার্জি ৷ স্বরাষ্ট্র মন্ত্রী কে ? মুখ্যমন্ত্রী ৷ CBI যে কাজ করছে তাকে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট মান্যতা দিয়েছে ৷" তাঁর প্রশ্ন, "সরকারি কাজে বাধা দিলে যদি আপনার বিরুদ্ধে মামলা হয়, তাহলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে হবে না কেন? জ্ঞানবন্ত সিং, সুরজিৎ কর পুরকায়স্থ যাঁরা রাজীবের হয়ে অবস্থানে বসলেন, তাঁদের বিরুদ্ধে মামলা হবে না কেন ?" পাশাপাশি বীরভূম জেলাশাসক ও জেলার পুলিশ সুপারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, " আমি DM, SP-কে বলে যাচ্ছি আইনের শাসন বলবৎ করুন । নির্বাচনের আর মাত্র 15 মাস বাকি আছে ৷ থাকতে পারবেন না বীরভূমে । আর এই নির্বাচনে মমতার সরকার 30 টির বেশি আসন পাবে না । "

বীরভূমের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মুকুলবাবু বলেন, "এখানে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন আছে ৷ এখানে জয়দেবের মেলা হত ৷ আজ বীরভূমের ঘরে ঘরে দেখা যাচ্ছে বোমা তৈরির কারখানা ৷ "

Intro:"এত অশিক্ষিত মুখ্যমন্ত্রী এর আগে বাংলা কোন দিন দেখেনি।" নানুরে নিহত বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের পরিবারের সঙ্গে দেখা করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি আরও বলেন, "১৫ মাসের মধ্যে এই রাজ্যে নির্বাচন। সেই নির্বাচনে ৩০ টির বেশি আসন পাবেনা মমতা সরকার।"Body:নানুর, ১৫ সেপ্টেম্বরঃ "এত অশিক্ষিত মুখ্যমন্ত্রী এর আগে বাংলা কোন দিন দেখেনি।" নানুরে নিহত বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের পরিবারের সঙ্গে দেখা করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি আরও বলেন, "১৫ মাসের মধ্যে এই রাজ্যে নির্বাচন। সেই নির্বাচনে ৩০ টির বেশি আসন পাবেনা মমতা সরকার।"

গত ৬ সেপ্টেম্বর নানুরের রামকৃষ্ণপুর গ্রামে বিজেপি তৃণমূল সংঘর্ষে গুলি বিদ্ধ হয়ে খুন হন বিজেপি কর্মী স্বরূপ গড়াই। এদিন, নিহতের বাড়িতে আসেন বিজেপি নেতা মুকুল রায়, অনুপম হাজরা, বিশ্বপ্রিয় রায়চৌধুরী, জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল প্রমুখ। নিহতের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।
পরিবারের সঙ্গে কথা বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায় বলেন, "সারা বাংলায় শহীদ পরিবারকে দেখতে দেখতে চোখের জল শুকিয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বরূপ গড়াইয়ের মৃতদেহ নিয়ে নাটক করলেন। এই নিয়ে বীরভূমে ৯ জন বিজেপি কর্মী খুন হল। এই জেলায় পঞ্চায়েত নির্বাচন হয়নি।"
মুখ্যমন্ত্রী বাংলায় এন আর সি হতে দেবেন না, এই প্রশ্নে মুকুল রায় বলেন, "এন আর সি সারা ভারতবর্ষে হবে। এত অশিক্ষিত মুখ্যমন্ত্রী এর আগে বাংলা কোন দিন দেখেনি। আমরা প্রফুল্ল সেন, বিধানচন্দ্র রায়, অজয় মুখোপাধ্যায়, সিদ্ধার্থশঙ্কর রায়, জ্যোতি বসুকে মুখ্যমন্ত্রী দেখেছি। এই অশিক্ষিত মুখ্যমন্ত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) বাংলার অত্যন্ত লজ্জার ও কলঙ্কজনক অধ্যায়। আমরা সেই পাপ করতে সাহায্য করেছি। তাই আজ সেই পাপ স্খলন করতে সারা বাংলা ঘুরে বেড়াচ্ছি। এন আর সি কি উনি জানেন? এন আর সি-র আগে সিটিজেনশিপ এমেন্টমেন্ট বিল হবে। যদি ক্ষমতা থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলের বিরোধিতা না করে আসুন সহযোগিতা করুন।"
রাজীব কুমারকে সিবিআই খুঁজছে। এই প্রসঙ্গে মুকুল রায় বলেন, "সি বি আই যে কাজ করছে সুপ্রিমকোর্ট, হাইকোর্ট তার মান্যতা দিয়েছে। সরকারি কাজে বাঁধা দিলে আপনার বিরুদ্ধে যদি মামলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হবে না কেন? এর আগে সিবিআই কে গলা ধাক্কা দিয়ে জেলে পুরে দিল। তবে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হবে না? জ্ঞানবন্ত সিং, সুরজিৎ পুরকায়স্থ পোষাক পরে অবস্থানে বসছেন তাদের বিরুদ্ধে মামলা হবে না?
বীরভূম জেলা শাসক ও জেলা পুলিশ সুপারকে হুঁশিয়ারি দিয়ে মুকুল রায় বলেন, " আমি ডি এম, এস পি কে বলে যাচ্ছি আইনের শাসন বলবৎ করুন। ১৫ মাস বাকী আছে নির্বাচনের। থাকতে পারবেন না বীরভূমে। এস পি, ডি এম থাকবে না। ১৫ মাস মেয়াদ। ১৫ মাসের মধ্যে এই রাজ্যে নির্বাচন হবে। আর এই নির্বাচনে মমতার সরকার ৩০ টির বেশি আসন পাবে না।"Conclusion:
Last Updated : Sep 15, 2019, 7:16 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.