লাভপুর, 25 সেপ্টেম্বর : লাভপুরে স্থানীয় BJP নেতাকে ধারালো অস্ত্রের কোপ । নাম প্রশান্ত বন্দ্যোপাধ্যায় । অভিযুক্ত তৃণমূল । যদিও তারা অভিযোগ অস্বীকার করেছে ।
লাভপুরের দাঁড়কা গ্রামে বাড়ি প্রশান্তর । গতকাল রাতে নিজের সাইকেলের দোকান থেকে বাড়ি ফিরছিলেন । রাস্তাতেই তাঁকে আটকায় দুষ্কৃতীরা । ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপ মারা হয় । স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান । সেখান থেকে স্থানান্তর করা হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ।
প্রসঙ্গত, কিছুদিন আগেই নানুরের রামকৃষ্ণপুরে মৃত্যু হয় স্বরূপ গড়াই নামে এক BJP কর্মীর । তাঁর বাড়ি গেছিলেন মুকুল রায় । পরিবারের সঙ্গে দেখা করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছিলেন তিনি । সেদিন মুকুল রায়ের সঙ্গেই ছিলেন প্রশান্ত । BJP নেতৃত্বের অভিযোগ, সেই আক্রোশ থেকেই তাঁর উপর হামলা চালিয়েছে তৃণমূল ।
ঘটনা প্রসঙ্গে BJP নেতা অনুপম হাজরা বলেন, "আমাদের নেতাকে কোপ মারা হয়েছে । অবস্থা আশঙ্কাজনক । পুলিশ তদন্ত করুক । অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানাই ।"