ETV Bharat / state

মেয়েকে সাজানো অপহরণ ? গ্রেপ্তার লাভপুরের BJP নেতা - kidnap

প্রথমা বটব্যালকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার করা হল তার বাবা তথা BJP নেতা সুপ্রভাত বটব্যালকেই। দু'জন দুষ্কৃতীর সঙ্গে আজ তাঁকেও গ্রেপ্তার করে লাভপুর থানার পুলিশ।

প্রথমা বটব্যাল
author img

By

Published : Feb 17, 2019, 8:17 PM IST

Updated : Feb 17, 2019, 9:38 PM IST

লাভপুর, ১৭ ফেব্রুয়ারি : প্রথমা বটব্যালকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার করা হল তার বাবা তথা BJP নেতা সুপ্রভাত বটব্যালকেই। আজ তাঁকে গ্রেপ্তার করে লাভপুর থানার পুলিশ। এছাড়া আরও দুই দুষ্কৃতীকে দার্জিলিঙের দক্ষিণ রথখোলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ধৃত দুই দুষ্কৃতী হল রাজুবটক সরকার ও দীপঙ্কর মণ্ডল। দু'জনেরই বাড়ি দার্জিলিঙের নকশালবাড়ি থানা এলাকার দক্ষিণ রথখোলায়। রাজু পেশায় রাজমিস্ত্রি ও দীপঙ্কর গ্রিল কারখানার কর্মী।

সাংবাদিক বৈঠকে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) তন্ময় সরকার বলেন, "লাভপুর থানায় একটা খবর আসে। বীরভূম জেলার BJP নেতার মেয়েকে তিনজন সশস্ত্র দুষ্কৃতী অপহরণ করেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থানে যায়। তদন্ত শুরু করে। ঘটনার প্রতিবাদে লাভপুরের বিভিন্ন ব্লকে রাস্তা অবরোধ করা হয়। SP (বীরভূম)-র নির্দেশে তিনটি দল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে। অবশেষে আজ সকাল ছ'টা নাগাদ উত্তরবঙ্গের ডালখোলা রেল স্টেশনের কাছ থেকে প্রথমাকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তার সঙ্গে থাকা দু'জন দুষ্কৃতীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, এই দু'জন দুষ্কৃতী সুপ্রভাতবাবু ও তাঁর পরিবারের পূর্ব পরিচিত। সুপ্রভাতবাবু আগে এদের বাড়িতেও গেছেন। অপহরণের আগেরদিন বোলপুরে সুপ্রভাতবাবুর সঙ্গে এই আসামিরা দেখা করেন।"

undefined

সুপ্রভাতবাবু ক্যারিয়ারের শুরুর দিকে নকশালপন্থী রাজনীতি করতেন। তারপর CPI(M)-এ যোগ দেন। বর্তমানে BJP-র জেলাস্তরের নেতা। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক। পুলিশ সুপার জানান, কিছুদিন আগে তাঁর বিরুদ্ধে একটা মামলা হয়। এর আগেও বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছিল। ওঁকে খোঁজা হচ্ছিল। চাপও তৈরি হয়েছিল। চাপ কাটাতে তিনি অপহরণের ঘটনা সাজান। বেশ কয়েকজন দুষ্কৃতী ও সুপ্রভাতবাবুর বেশ কয়েকজন রাজনৈতিক সহকর্মী এই ঘটনায় জড়িত বলে আমরা জানতে পেরেছি। ঘটনার তদন্ত চলছে। দু'জন দুষ্কৃতীর সঙ্গে সুপ্রভাত বটব্যালকেও গ্রেপ্তার করা হয়েছে।"

লাভপুর, ১৭ ফেব্রুয়ারি : প্রথমা বটব্যালকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার করা হল তার বাবা তথা BJP নেতা সুপ্রভাত বটব্যালকেই। আজ তাঁকে গ্রেপ্তার করে লাভপুর থানার পুলিশ। এছাড়া আরও দুই দুষ্কৃতীকে দার্জিলিঙের দক্ষিণ রথখোলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ধৃত দুই দুষ্কৃতী হল রাজুবটক সরকার ও দীপঙ্কর মণ্ডল। দু'জনেরই বাড়ি দার্জিলিঙের নকশালবাড়ি থানা এলাকার দক্ষিণ রথখোলায়। রাজু পেশায় রাজমিস্ত্রি ও দীপঙ্কর গ্রিল কারখানার কর্মী।

সাংবাদিক বৈঠকে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) তন্ময় সরকার বলেন, "লাভপুর থানায় একটা খবর আসে। বীরভূম জেলার BJP নেতার মেয়েকে তিনজন সশস্ত্র দুষ্কৃতী অপহরণ করেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থানে যায়। তদন্ত শুরু করে। ঘটনার প্রতিবাদে লাভপুরের বিভিন্ন ব্লকে রাস্তা অবরোধ করা হয়। SP (বীরভূম)-র নির্দেশে তিনটি দল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে। অবশেষে আজ সকাল ছ'টা নাগাদ উত্তরবঙ্গের ডালখোলা রেল স্টেশনের কাছ থেকে প্রথমাকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তার সঙ্গে থাকা দু'জন দুষ্কৃতীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, এই দু'জন দুষ্কৃতী সুপ্রভাতবাবু ও তাঁর পরিবারের পূর্ব পরিচিত। সুপ্রভাতবাবু আগে এদের বাড়িতেও গেছেন। অপহরণের আগেরদিন বোলপুরে সুপ্রভাতবাবুর সঙ্গে এই আসামিরা দেখা করেন।"

undefined

সুপ্রভাতবাবু ক্যারিয়ারের শুরুর দিকে নকশালপন্থী রাজনীতি করতেন। তারপর CPI(M)-এ যোগ দেন। বর্তমানে BJP-র জেলাস্তরের নেতা। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক। পুলিশ সুপার জানান, কিছুদিন আগে তাঁর বিরুদ্ধে একটা মামলা হয়। এর আগেও বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছিল। ওঁকে খোঁজা হচ্ছিল। চাপও তৈরি হয়েছিল। চাপ কাটাতে তিনি অপহরণের ঘটনা সাজান। বেশ কয়েকজন দুষ্কৃতী ও সুপ্রভাতবাবুর বেশ কয়েকজন রাজনৈতিক সহকর্মী এই ঘটনায় জড়িত বলে আমরা জানতে পেরেছি। ঘটনার তদন্ত চলছে। দু'জন দুষ্কৃতীর সঙ্গে সুপ্রভাত বটব্যালকেও গ্রেপ্তার করা হয়েছে।"

AP Video Delivery Log - 1400 GMT News
Sunday, 17 February, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-1358: Kosovo Independence AP Clients Only 4196595
Kosovo celebrates anniversary of independence
AP-APTN-1358: Vatican Abuse AP Clients Only 4196592
Pope asks for prayers for abuse summit at Vatican
AP-APTN-1358: Nigeria Observers AP Clients Only 4196588
International observers on Nigeria vote delay
AP-APTN-1358: Bangladesh Fire AP Clients Only 4196593
Deadly fire spreads through Bangladesh shantytown
AP-APTN-1340: Syria Begum No access UK; No use by BBC, ITN (Including Channel 4 And 5), Al Jazeera, Bloomberg, UK national newspaper digital sites and apps 4196590
Teenager who joined IS on her wish to return to UK
AP-APTN-1324: Germany Syria No access Germany; One week news access only; Online access only 3 minutes of all pool footage provided on 17 February 2019 4196587
US envoy for Syria says pullout won't be abrupt
AP-APTN-1303: Germany Gantz AP Clients Only 4196585
Netanyahu challenger issues warning to Iran
AP-APTN-1257: France Finkielkraut Reaction AP Clients Only 4196584
Yellow vests protest organiser on Finkielkraut
AP-APTN-1233: France Finkielkraut YahooActu logo cannot be removed 4196582
Anti-Semitic remarks hurled at French philosopher
AP-APTN-1218: US UK Jihadis Content has significant restrictions, see script for details 4196560
Trump urges Europe to take back foreign IS fighters
AP-APTN-1217: Germany Qatar No access Germany; One week news access only; Online access only 3 minutes of all pool footage provided on 17 February 2019 4196580
Qatar foreign minister urges caution on IS defeat
AP-APTN-1204: MidEast Netanyahu AP Clients Only 4196578
Israel PM on Warsaw conference, meeting with Putin
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org
Last Updated : Feb 17, 2019, 9:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.