মল্লারপুর, 31 ডিসেম্বর: "আমার উপর হামলা হলে আমি সঙ্গে সঙ্গে জবাব দিই । সময় দিই না । আমাকে মারলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক ভাই অনাথ হয়ে যাবে ।" তৃণমূলকে আক্রমণ করে একথা বললেন BJP নেতা অর্জুন সিং । মঙ্গলবার বীরভূমের মল্লারপুরে CAA-র সমর্থন মিছিল করে BJP ৷ মিছিল শুরু হয় মল্লারপুরের বায়না মোড় থেকে । শহর পরিক্রমা করে বায়না মোড়ে মিছিল শেষ হয় ।
সভাশেষে অর্জুন সিং বলেন, "আমি যেদিন থেকে তৃণমূল ছেড়ে BJP-তে এসেছি আমার বিরুদ্ধে 61টি মামলা রুজু করা হয়েছে । আমি দিদিমণিকে 100টি মামলা করতে বলেছি । আমার নাম গিনেজ় বুকে উঠবে ।"
আজ বীরভূম তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে অর্জুন বলেন, "বীরভূমে অনুব্রত বলে একটা গুন্ডা আছে, মমতা ব্যানার্জির গুন্ডা । যাকে পুলিশ পাহারা দিচ্ছে । আমি বুঝতে পারি না অনুব্রত কী এমন করেছে যে তাকে মহিলা পুলিশ দিয়ে পাহারা দিতে হচ্ছে ।"
এছাড়া নাগরিকত্ব সংশোধনী বিল পাশ প্রসঙ্গে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন " যে 8 জন সাংসদ CAB পাশের দিন রাজ্যসভায় অনুপুস্থিত ছিলেন, তাঁরা কেউ তৃণমূল কংগ্রেসে থাকবেন না ।"