রামপুরহাট, 10 ডিসেম্বর : রামপুরহাটে নরোত্তম মিশ্রর সভা শেষে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব । ধাক্কাধাক্কি, হাতাহাতিও হল ।
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রামপুরহাট বিজেপি কার্যকর্তাদের নিয়ে বৈঠক করলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র । আজ সকালে তিনি তারাপীঠে পুজো দেন । তারপর রামপুরহাটের একটি অনুষ্ঠান ভবনে বিজেপির স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে আলোচনা সভা করেন । তবে বৈঠকের শেষে বিজেপির কিছু কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। শুরু হয় হাতাহাতি । সংবাদমাধ্যমের সামনে ক্ষুব্ধ সমর্থকরা জেলা নেতৃত্বের বর্তমান কাজকর্মের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন । সদ্য তৃণমূল থেকে বিজেপিতে আশা নেতা কর্মীদের বেশি প্রাধান্য দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা । তাঁদের বিভিন্ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত করা হচ্ছে এমনও অভিযোগ আসে । বীরভূম বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা।
রামপুরহাট 1 নম্বর ব্লকের প্রাক্তন সাধারণ মণ্ডল সম্পাদক তাপস রায় বলেন, " বর্তমান জেলা নেতৃত্ব তৃণমূলের সুবিধার জন্যই কাজকর্ম করছে । যারা কয়েকদিন আগেই তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছে তাদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে । প্রায় পাঁচ হাজার কর্মী বসে আছে ।" বিজেপির বীরভূম জেলার সাধারণ সম্পাদক তথা রামপুরহাট 5 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শুভাশিস চৌধুরি বলেন," দলে নবীন প্রবীণ বলে কোনো কথা নেই । আর কাউকে প্রাধান্য কম বেশি দিচ্ছে এমনও কথা নেই । যিনি যোগ্য নেতা তিনি যোগ্য পদ পাবেন।"