ETV Bharat / state

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা, অভিযুক্ত BJP - panchayet pradhan

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা । প্রধানের দাবি, BJP দুষ্কৃতীদের দিয়ে হামলা চালাচ্ছে ।

পঞ্চায়েত প্রধানের বাড়ি
author img

By

Published : Jun 2, 2019, 3:01 PM IST

Updated : Jun 2, 2019, 3:17 PM IST

মহম্মদ বাজার, 2 জুন : তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । ঘটনাটি বীরভূমের মহম্মদ বাজার এলাকার । মহম্মদ বাজার থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে ।

মহম্মদ বাজারের পঞ্চায়েত প্রধান উমা ব্যানার্জির অভিযোগ, শনিবার রাত্রিবেলা তাঁর বাড়িতে হঠাৎ ইট ছুড়তে শুরু করে কয়েকজন দুষ্কৃতী । ভাঙচুর করা হয় বাড়িতে । তাঁর দাবি, BJP দুষ্কৃতীদের টাকা দিয়ে হামলা চালাচ্ছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তৃণমূল ব্লক সভাপতি তাপস সিনহা বলেন, "কিছুদিন আগে এক তৃণমূল নেতার বাড়িতে ইট ছোড়া হয়েছিল । তখন আমরা গুরুত্ব দিইনি । কিন্তু কাল প্রধানের বাড়িতে প্রচুর ইট ছোড়া হয়েছে । মোটর সাইকেলের ট্যাঙ্ক ফাটিয়ে দেওয়া হয়েছে । যে তৃণমূল কর্মীদের বাড়ির কাছে জলের কল আছে সেগুলিকে ভেঙে দিয়েছে । আমাদের বিশ্বাস এটা BJP-র ছেলেদের কাজ । "

অভিযোগ অস্বীকার করেছেন BJP-র জেলা কমিটির সদস্য প্রিয়রঞ্জন রায় । তাঁর দাবি, "এটা মিথ্যা কথা । BJP হামলা করেনি । ওদের দলের মধ্যেই চাওয়া পাওয়ার একটা ব্যাপার ছিল । সেটা প্রধান হয়তো অনুমোদন করেনি । তাই তৃণমূলের গুন্ডারা গিয়ে হামলা করেছে । এতদিন খাইয়ে পড়িয়ে লালন-পালন করছিল । এখন তারাই ঝামেলা করছে ।"

মহম্মদ বাজার, 2 জুন : তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । ঘটনাটি বীরভূমের মহম্মদ বাজার এলাকার । মহম্মদ বাজার থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে ।

মহম্মদ বাজারের পঞ্চায়েত প্রধান উমা ব্যানার্জির অভিযোগ, শনিবার রাত্রিবেলা তাঁর বাড়িতে হঠাৎ ইট ছুড়তে শুরু করে কয়েকজন দুষ্কৃতী । ভাঙচুর করা হয় বাড়িতে । তাঁর দাবি, BJP দুষ্কৃতীদের টাকা দিয়ে হামলা চালাচ্ছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তৃণমূল ব্লক সভাপতি তাপস সিনহা বলেন, "কিছুদিন আগে এক তৃণমূল নেতার বাড়িতে ইট ছোড়া হয়েছিল । তখন আমরা গুরুত্ব দিইনি । কিন্তু কাল প্রধানের বাড়িতে প্রচুর ইট ছোড়া হয়েছে । মোটর সাইকেলের ট্যাঙ্ক ফাটিয়ে দেওয়া হয়েছে । যে তৃণমূল কর্মীদের বাড়ির কাছে জলের কল আছে সেগুলিকে ভেঙে দিয়েছে । আমাদের বিশ্বাস এটা BJP-র ছেলেদের কাজ । "

অভিযোগ অস্বীকার করেছেন BJP-র জেলা কমিটির সদস্য প্রিয়রঞ্জন রায় । তাঁর দাবি, "এটা মিথ্যা কথা । BJP হামলা করেনি । ওদের দলের মধ্যেই চাওয়া পাওয়ার একটা ব্যাপার ছিল । সেটা প্রধান হয়তো অনুমোদন করেনি । তাই তৃণমূলের গুন্ডারা গিয়ে হামলা করেছে । এতদিন খাইয়ে পড়িয়ে লালন-পালন করছিল । এখন তারাই ঝামেলা করছে ।"

sample description
Last Updated : Jun 2, 2019, 3:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.