ETV Bharat / state

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে 38 লাখ,  দুস্থদের খাদ্যসামগ্রী বিলি বিশ্বভারতীর

লকডাউনে দুস্থদের সাহায্যার্থে ত্রাণ বিলি শুরু করল বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

biswabharati donated 38 lakh rupees to pm corona relief fund, shantiniketan, birbhum
প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে 38 লাখ টাকা ও প্রায় 100 টি গ্রামের দুস্থদের পাশে বিশ্বভারতী
author img

By

Published : Apr 16, 2020, 6:16 PM IST

শান্তিনিকেতন, 16 এপ্রিল : দুস্থদের ত্রাণ বিলি শুরু করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলেও তাদের তরফে আজ 38 লাখ টাকা দেওয়া হয় । বিশ্বভারতীর আশপাশে প্রায় 100টি গ্রাম রয়েছে । সেই গ্রামগুলোর দুস্থ বাসিন্দাদের বাছাই করে তাদের মধ্যে ত্রাণ বিলি শুরু হয়েছে ।

কোরোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন । এমনকী দ্বিতীয় দফায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে 3 মে পর্যন্ত । ফলে সমস্যায় পড়েছেন অনেকেই । তাদের পাশে দাঁড়িয়েছে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানগুলো । আর এবার দুস্থদের সহযোগিতায় এগিয়ে এল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । তাদের তত্ত্বাবধানে প্রায় 100টি গ্রাম রয়েছে । এই গ্রামগুলিতে সারাবছর শিক্ষার মানোন্নয়ন, কুসংস্কার দূরীকরণসহ একাধিক গঠনমূলক কর্মসূচি নেওয়া হয় বিশ্বভারতীর তরফে । এবার এই গ্রামগুলির দুস্থদের মধ্যে ত্রাণ বিলি শুরু করল তারা ।

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে অধ্যাপক-অধ্যাপিকা, কর্মী, আধিকারিকরা সপ্তাহে দু'দিন করে ত্রাণ দেওয়ার কর্মসূচি নিয়েছেন ।চাল, ডাল, তেল, আলু, মশলা তুলে দেওয়া হয় । কোরোনা মোকাবিলার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিশ্বভারতীর তরফে 38 লাখ টাকা দেওয়া হয় । এছাড়াও বিশ্বভারতীর পিয়ারসন মেমোরিয়াল হাসপাতলে খোলা হয়েছে ফিভার ক্লিনিক । 20টি শয্যাবিশিষ্ট কোয়ারান্টাইন ওয়ার্ডের খোলা হয়েছে হাসপাতালে । প্রয়োজনে আরও 60টি শয্যার ব্যবস্থা করার প্রস্তুতি নিয়ে রেখেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন, "মানুষজনের পাশে দাঁড়ানোর জন্য সপ্তাহে দু'দিন করে বিশ্বভারতীর তরফে খাদ্যসামগ্রী বণ্টন করা হচ্ছে বিভিন্ন গ্রামে । যতদিন পারব এই কাজ চালিয়ে যাব । "

শান্তিনিকেতন, 16 এপ্রিল : দুস্থদের ত্রাণ বিলি শুরু করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলেও তাদের তরফে আজ 38 লাখ টাকা দেওয়া হয় । বিশ্বভারতীর আশপাশে প্রায় 100টি গ্রাম রয়েছে । সেই গ্রামগুলোর দুস্থ বাসিন্দাদের বাছাই করে তাদের মধ্যে ত্রাণ বিলি শুরু হয়েছে ।

কোরোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন । এমনকী দ্বিতীয় দফায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে 3 মে পর্যন্ত । ফলে সমস্যায় পড়েছেন অনেকেই । তাদের পাশে দাঁড়িয়েছে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানগুলো । আর এবার দুস্থদের সহযোগিতায় এগিয়ে এল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । তাদের তত্ত্বাবধানে প্রায় 100টি গ্রাম রয়েছে । এই গ্রামগুলিতে সারাবছর শিক্ষার মানোন্নয়ন, কুসংস্কার দূরীকরণসহ একাধিক গঠনমূলক কর্মসূচি নেওয়া হয় বিশ্বভারতীর তরফে । এবার এই গ্রামগুলির দুস্থদের মধ্যে ত্রাণ বিলি শুরু করল তারা ।

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে অধ্যাপক-অধ্যাপিকা, কর্মী, আধিকারিকরা সপ্তাহে দু'দিন করে ত্রাণ দেওয়ার কর্মসূচি নিয়েছেন ।চাল, ডাল, তেল, আলু, মশলা তুলে দেওয়া হয় । কোরোনা মোকাবিলার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিশ্বভারতীর তরফে 38 লাখ টাকা দেওয়া হয় । এছাড়াও বিশ্বভারতীর পিয়ারসন মেমোরিয়াল হাসপাতলে খোলা হয়েছে ফিভার ক্লিনিক । 20টি শয্যাবিশিষ্ট কোয়ারান্টাইন ওয়ার্ডের খোলা হয়েছে হাসপাতালে । প্রয়োজনে আরও 60টি শয্যার ব্যবস্থা করার প্রস্তুতি নিয়ে রেখেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন, "মানুষজনের পাশে দাঁড়ানোর জন্য সপ্তাহে দু'দিন করে বিশ্বভারতীর তরফে খাদ্যসামগ্রী বণ্টন করা হচ্ছে বিভিন্ন গ্রামে । যতদিন পারব এই কাজ চালিয়ে যাব । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.