ETV Bharat / state

Illegal Toll : জাতীয় সড়কে টোল নিচ্ছে বীরভূম জেলা পরিষদ ! জানে না প্রশাসন - বীরভূম জেলা পরিষদ

জাতীয় সড়কের ধারে ঘর বানিয়ে গোছগাছ করে বসেছেন জেলা পরিষদের সদস্যরা ৷ গাড়ি গেলেই এখানে ছাপানো রসিদের বদলে টোল দিতে হয় ৷ না হলে ছাড়পত্র মেলে না ৷ গাড়িচালকরা জানেন না, কাকে দিচ্ছেন, কেন দিচ্ছেন এই টোল ৷

জাতী সড়কের ধারে টোল আদায়ের ঘর
জাতী সড়কের ধারে টোল আদায়ের ঘর
author img

By

Published : Aug 6, 2021, 10:45 AM IST

Updated : Aug 6, 2021, 1:05 PM IST

বীরভূম, 6 অগস্ট : জাতীয় সড়কে টোল আদায় করছে জেলা পরিষদ ৷ বোলপুর থেকে বর্ধমান যাওয়ার 2বি জাতীয় সড়কে (2B National Highway) এমন ছবি ধরা পড়ল ইটিভি ভারত-এর প্রতিনিধির ক্যামেরায় ৷

অজয় নদের অবন সেতুর ঠিক আগে জাতীয় সড়কের ধারে একটি টোল আদায়ের জায়গা রয়েছে ৷ মূলত শাসকদলের চিহ্নিত নীল-সাদা রঙ করা, খড়ের ছাউনির একটি ঘরে চেয়ার, টেবিল আর সঙ্গে বীরভূম জেলা পরিষদের নামে ছাপানো কুপন নিয়ে বসে থাকেন জেলা পরিষদের সদস্যরা ৷ যে কোনও গাড়ি গেলে তার আকার অনুযায়ী ছাপানো কুপনের বিনিময়ে টোল আদায় করা হয় এখানে ৷ অথচ এই ভাবে টোল নেওয়ার কোনও অধিকার নেই জেলা পরিষদের, জানিয়েছেন জেলাশাসক ৷

আরও পড়ুন : suvendu adhikari : ডিভিসি নিয়ে অসত্য বলছেন মুখ্যমন্ত্রী, পাল্টা চিঠি দিচ্ছি প্রধানমন্ত্রীকে : শুভেন্দু

ইটিভি ভারতের প্রতিনিধির ক্যামেরা দেখে সঙ্গে সঙ্গে টোল আদায় বন্ধ করে দেন সদস্যরা, কুপনগুলিও সরিয়ে ফেলা হয় ৷ এই ভাবে টোল নেওয়ার অধিকার জেলা পরিষদের আছে কি না, এই প্রশ্নের উত্তর না দিয়ে তাঁরা দূরে চলে যান ৷ এই জাতীয় সড়ক দিয়ে প্রতিদিন বীরভূম থেকে বর্ধমানের দিকে কয়েক হাজার গাড়ি যাতায়াত করে ৷ গাড়ি অনুযায়ী 10 থেকে 75 টাকা পর্যন্ত টোল নেওয়া হয় ৷ সূত্রে জানা গিয়েছে, এই ভাবে দিনে আড়াই লক্ষ টাকা আর মাসে 70-75 লক্ষ পর্যন্ত আয় হয় জেলা পরিষদের ৷ এই বিপুল টাকা কোথায় যায়, তার কোনও উত্তর দেননি বীরভূম জেলা পরিষদের সদস্যরা ৷

বীরভূম জেলা পরিষদের নামে ছাপানো কুপন
বীরভূম জেলা পরিষদের নামে ছাপানো কুপন

এমনকি গাড়িচালকরা জানেন না যে এই টোল কে নিচ্ছে, কেন নিচ্ছে ? শুধু এই কুপনের বদলে যাওয়ার অনুমতি মেলে, তাই দিয়ে দেন ৷ অনেক সময় কুপন বা রসিদও দেওয়া হয় না ৷ এ বিষয়ে বীরভূমের জেলাশাসক বিধান রায়কে ফোনে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, "ওই রাস্তায় টোল বন্ধ আছে ৷ যদি টোল চালু হয়ে থাকে, তাহলে অবিলম্বে বন্ধ হবে ৷" তিনি আরও বলেন, "আমার কাছে যতদূর খবর ছিল, এটা বন্ধ ছিল ৷ যদি সত্যি চালু থাকে তাহলে তা বন্ধ করা হবে ৷"

2বি জাতীয় সড়কে বীরভূম জেলা পরিষদের টোল আদায়ের ছাউনি

বীরভূম, 6 অগস্ট : জাতীয় সড়কে টোল আদায় করছে জেলা পরিষদ ৷ বোলপুর থেকে বর্ধমান যাওয়ার 2বি জাতীয় সড়কে (2B National Highway) এমন ছবি ধরা পড়ল ইটিভি ভারত-এর প্রতিনিধির ক্যামেরায় ৷

অজয় নদের অবন সেতুর ঠিক আগে জাতীয় সড়কের ধারে একটি টোল আদায়ের জায়গা রয়েছে ৷ মূলত শাসকদলের চিহ্নিত নীল-সাদা রঙ করা, খড়ের ছাউনির একটি ঘরে চেয়ার, টেবিল আর সঙ্গে বীরভূম জেলা পরিষদের নামে ছাপানো কুপন নিয়ে বসে থাকেন জেলা পরিষদের সদস্যরা ৷ যে কোনও গাড়ি গেলে তার আকার অনুযায়ী ছাপানো কুপনের বিনিময়ে টোল আদায় করা হয় এখানে ৷ অথচ এই ভাবে টোল নেওয়ার কোনও অধিকার নেই জেলা পরিষদের, জানিয়েছেন জেলাশাসক ৷

আরও পড়ুন : suvendu adhikari : ডিভিসি নিয়ে অসত্য বলছেন মুখ্যমন্ত্রী, পাল্টা চিঠি দিচ্ছি প্রধানমন্ত্রীকে : শুভেন্দু

ইটিভি ভারতের প্রতিনিধির ক্যামেরা দেখে সঙ্গে সঙ্গে টোল আদায় বন্ধ করে দেন সদস্যরা, কুপনগুলিও সরিয়ে ফেলা হয় ৷ এই ভাবে টোল নেওয়ার অধিকার জেলা পরিষদের আছে কি না, এই প্রশ্নের উত্তর না দিয়ে তাঁরা দূরে চলে যান ৷ এই জাতীয় সড়ক দিয়ে প্রতিদিন বীরভূম থেকে বর্ধমানের দিকে কয়েক হাজার গাড়ি যাতায়াত করে ৷ গাড়ি অনুযায়ী 10 থেকে 75 টাকা পর্যন্ত টোল নেওয়া হয় ৷ সূত্রে জানা গিয়েছে, এই ভাবে দিনে আড়াই লক্ষ টাকা আর মাসে 70-75 লক্ষ পর্যন্ত আয় হয় জেলা পরিষদের ৷ এই বিপুল টাকা কোথায় যায়, তার কোনও উত্তর দেননি বীরভূম জেলা পরিষদের সদস্যরা ৷

বীরভূম জেলা পরিষদের নামে ছাপানো কুপন
বীরভূম জেলা পরিষদের নামে ছাপানো কুপন

এমনকি গাড়িচালকরা জানেন না যে এই টোল কে নিচ্ছে, কেন নিচ্ছে ? শুধু এই কুপনের বদলে যাওয়ার অনুমতি মেলে, তাই দিয়ে দেন ৷ অনেক সময় কুপন বা রসিদও দেওয়া হয় না ৷ এ বিষয়ে বীরভূমের জেলাশাসক বিধান রায়কে ফোনে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, "ওই রাস্তায় টোল বন্ধ আছে ৷ যদি টোল চালু হয়ে থাকে, তাহলে অবিলম্বে বন্ধ হবে ৷" তিনি আরও বলেন, "আমার কাছে যতদূর খবর ছিল, এটা বন্ধ ছিল ৷ যদি সত্যি চালু থাকে তাহলে তা বন্ধ করা হবে ৷"

2বি জাতীয় সড়কে বীরভূম জেলা পরিষদের টোল আদায়ের ছাউনি
Last Updated : Aug 6, 2021, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.