ETV Bharat / state

ওড়িশার পর মুম্বই, ভিনরাজ্য থেকে পলাতক দুষ্কৃতীকে ধরতে সাহায্য বীরভূম পুলিশের - theif

মুম্বই থেকে চুরি করে পলাতক অভিযুক্তকে বীরভূমের পাইকর থেকে গ্রেফতার করল পুলিশ ৷ পাইকর পুলিশের মদতে মুম্বইয়ের পাইধনি থানার পুলিশ অভিযুক্ত হাফিজুল শেখকে গ্রেফতার করেছে ৷ তার বিরুদ্ধে সোনার গয়না চুরি করে পালানোর অভিযোগ রয়েছে ৷

Birbhum Police Help to catch the Fugitive Criminal from Mumbai Maharashtra
ওড়িশার পর মুম্বই, ভিনরাজ্য থেকে পলাতক দুষ্কৃতীকে ধরতে সাহায্য করল বীরভূম পুলিশ
author img

By

Published : Jul 21, 2021, 11:53 AM IST

পাইকর (বীরভূম), 21 জুলাই : বীরভূমের পাইকর এলাকায় অভিযান চালিয়ে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল মুম্বই পুলিশ ৷ উদ্ধার করা হয়েছে চুরির 155 গ্রাম সোনার গয়না ৷ অভিযোগ মহারাষ্ট্র এবং মুম্বই এর বিভিন্ন জায়গায় চুরি করে পশ্চিমবঙ্গে পালিয়ে এসে বীরভূমের পাইকরে আত্মগোপন করে সে ৷ গতকাল পাইকর থানার পুলিশের সাহায্যে অভিযুক্ত হাফিজুল শেখকে গ্রেফতার করে মুম্বই পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, গত 12 এপ্রিল মুম্বই এর পাইধনি থানায় একটি চুরির মামলা দায়ের করা হয় ৷ অভিযোগ মুম্বই থেকে সোনার গয়না চুরি করেছিল হাফিজুল শেখ ৷ সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে মহারাষ্ট্রে এমন বেশ কয়েকটি চুরির ঘটনায় তার জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷ এর পরেই তদন্তে নেমে মোবাইল নম্বরের টাওয়ার লোকেশনের সূত্র ধরে হাফিজুলের খোঁজ শুরু করে পুলিশ ৷ তদন্তকারীরা জানতে পারে হাফিজুল বীরভূমের পাইকরে আত্মগোপন করে রয়েছে ৷ পাইকরের বাগরাপাড়া গ্রামে তার বাড়ি ৷

পাইকর থানায় মুম্বই থেকে পাইধনি থানার পুলিশের তরফে যোগাযোগ করা হয় ৷ মুম্বই পুলিশের কাছ থেকে অভিযোগ পেয়ে হাফিজুল শেখের বাড়িতে নজর রাখতে শুরু করে রাজ্য পুলিশ ৷ এর পর পাইধনি থানার কয়েকজন আধিকারিক মঙ্গলবার বিকেলে বীরভূম পৌঁছান ৷ তাঁরা পাইকর থানার পুলিশের সাহায্যে হাফিজুল শেখকে গ্রেফতার করে ৷ তার কাছ থেকে 155 গ্রাম সোনার গয়না বাজেয়াপ্ত করেছে ৷ ধৃতকে রিমান্ডে নিয়ে আজই মুম্বই নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর ৷

প্রসঙ্গত, কয়েকদিন আগে ওড়িশায় হওয়া এক খুনের ঘটনার তদন্তেও সাহায্য করেছিল পাইকর থানার পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, ওড়িশা থেকে খুন করে এক দুষ্কৃতী পাইকর থানা এলাকায় আত্মগোপন করেছিল ৷ সেই অভিযুক্তকে গ্রেফতার করতে ওড়িশা পুলিশকে সাহায্য করেছিল পাইকর থানা পুলিশ ৷

পাইকর (বীরভূম), 21 জুলাই : বীরভূমের পাইকর এলাকায় অভিযান চালিয়ে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল মুম্বই পুলিশ ৷ উদ্ধার করা হয়েছে চুরির 155 গ্রাম সোনার গয়না ৷ অভিযোগ মহারাষ্ট্র এবং মুম্বই এর বিভিন্ন জায়গায় চুরি করে পশ্চিমবঙ্গে পালিয়ে এসে বীরভূমের পাইকরে আত্মগোপন করে সে ৷ গতকাল পাইকর থানার পুলিশের সাহায্যে অভিযুক্ত হাফিজুল শেখকে গ্রেফতার করে মুম্বই পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, গত 12 এপ্রিল মুম্বই এর পাইধনি থানায় একটি চুরির মামলা দায়ের করা হয় ৷ অভিযোগ মুম্বই থেকে সোনার গয়না চুরি করেছিল হাফিজুল শেখ ৷ সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে মহারাষ্ট্রে এমন বেশ কয়েকটি চুরির ঘটনায় তার জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷ এর পরেই তদন্তে নেমে মোবাইল নম্বরের টাওয়ার লোকেশনের সূত্র ধরে হাফিজুলের খোঁজ শুরু করে পুলিশ ৷ তদন্তকারীরা জানতে পারে হাফিজুল বীরভূমের পাইকরে আত্মগোপন করে রয়েছে ৷ পাইকরের বাগরাপাড়া গ্রামে তার বাড়ি ৷

পাইকর থানায় মুম্বই থেকে পাইধনি থানার পুলিশের তরফে যোগাযোগ করা হয় ৷ মুম্বই পুলিশের কাছ থেকে অভিযোগ পেয়ে হাফিজুল শেখের বাড়িতে নজর রাখতে শুরু করে রাজ্য পুলিশ ৷ এর পর পাইধনি থানার কয়েকজন আধিকারিক মঙ্গলবার বিকেলে বীরভূম পৌঁছান ৷ তাঁরা পাইকর থানার পুলিশের সাহায্যে হাফিজুল শেখকে গ্রেফতার করে ৷ তার কাছ থেকে 155 গ্রাম সোনার গয়না বাজেয়াপ্ত করেছে ৷ ধৃতকে রিমান্ডে নিয়ে আজই মুম্বই নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর ৷

প্রসঙ্গত, কয়েকদিন আগে ওড়িশায় হওয়া এক খুনের ঘটনার তদন্তেও সাহায্য করেছিল পাইকর থানার পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, ওড়িশা থেকে খুন করে এক দুষ্কৃতী পাইকর থানা এলাকায় আত্মগোপন করেছিল ৷ সেই অভিযুক্তকে গ্রেফতার করতে ওড়িশা পুলিশকে সাহায্য করেছিল পাইকর থানা পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.