ETV Bharat / state

Police Arrest Congress Candidate: মাড়গ্রামে বাড়ির ছাদে বোমা বাঁধার সময় গ্রেফতার কংগ্রেস প্রার্থী সহ 5 - বীরভূমের মাড়গ্রাম

বীরভূমের মাড়গ্রামে বোমা বাঁধতে গিয়ে গ্রেফতার কংগ্রেসের প্রার্থী ৷ পুলিশ আরও চারজনকে গ্রেফতার করেছে ৷ তৃণমূল এই নিয়ে বিরোধীদের দিকে ভোটে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ করেছে ৷ আর কংগ্রেস এই ঘটনাকে তৃণমূলের ষড়যন্ত্র বলে দাবি করেছে ৷

Police Arrest Congress Candidate
Police Arrest Congress Candidate
author img

By

Published : Jun 24, 2023, 4:15 PM IST

মাড়গ্রাম, 24 জুন: এবার বোমা বাঁধতে গিয়ে ধরা পড়লেন বাম-কংগ্রেস জোট প্রার্থী । বীরভূমের মাড়গ্রাম থানার হাঁসনের 2 নম্বর গ্রাম সংসদের প্রার্থী ও আরও পাঁচ কংগ্রেস সমর্থককে বোমা বাঁধার সময় হাতেনাতে ধরে ফেলে পুলিশ । পাশাপাশি সেখান থেকে উদ্ধার হয় দুই ড্রাম তাজা বোমা, বারুদ, একটি শিলনোড়া, লোহার টুকরো, বেশ কয়েক টিন ব্ল্যাকটেপ, চাকু, কাঁচি, মদের বোতল ও গ্লাস । পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মাড়গ্রাম থানার পুলিশ হাঁসনের বাহির গ্রামে শেখ টমের বাড়িতে হানা দেয় । তাঁর বাড়ির ছাদে মুর্শিদাবাদ থেকে ভাড়া করা লোক এনে বোমা বাঁধার কাজ চলছিল বলে অভিযোগ । ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় বাম-কংগ্রেসের জোটপ্রার্থী ওয়াসিক শেখ ওরফে চমৎকার শেখ-সহ পাঁচজনকে । ধৃতদের মধ্যে রয়েছেন গিয়াসুদ্দিন শেখ, ডিউক শেখ ও আনারুল শেখ । আনারুল মুর্শিদাবাদের ঝিল্লি এলাকার খাসপুরের বাসিন্দা ।

Police Arrest Congress Candidate
বীরভূমের মাড়গ্রামে বোমা তৈরির এই সামগ্রীই উদ্ধার হয়েছে

পুলিশ তরফ থেকে দাবি করা হয়, ধৃতরা বাড়ির ছাদে মদ্যপান করতে করতে বোমা বাঁধছিল । বীরভূম জেলায় তৃণমূলের সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য বলেন, “এই ঘটনাই বলে দিচ্ছে কারা অশান্তি করতে চাইছে । বিরোধীদের ভোটে লড়ে জেতার ক্ষমতা নেই । তাই বোমা-অস্ত্র মজুত করে বীরভূমকে অশান্ত করতে চাইছে ।” যদিও কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন শেখের দাবি, “এই এলাকায় আমাদের সংগঠন মজবুত । তাই হেরে যাওয়ার ভয়ে মিথ্যা মামলায় তাঁদের কর্মীকে ফাঁসানো হয়েছে ।”

আজ, শনিবার ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে । তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আদালতের নির্দেশ জানা যায়নি ৷

আরও পড়ুন: বগটুইয়ে ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত নিউটন শেখ আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার

মাড়গ্রাম, 24 জুন: এবার বোমা বাঁধতে গিয়ে ধরা পড়লেন বাম-কংগ্রেস জোট প্রার্থী । বীরভূমের মাড়গ্রাম থানার হাঁসনের 2 নম্বর গ্রাম সংসদের প্রার্থী ও আরও পাঁচ কংগ্রেস সমর্থককে বোমা বাঁধার সময় হাতেনাতে ধরে ফেলে পুলিশ । পাশাপাশি সেখান থেকে উদ্ধার হয় দুই ড্রাম তাজা বোমা, বারুদ, একটি শিলনোড়া, লোহার টুকরো, বেশ কয়েক টিন ব্ল্যাকটেপ, চাকু, কাঁচি, মদের বোতল ও গ্লাস । পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মাড়গ্রাম থানার পুলিশ হাঁসনের বাহির গ্রামে শেখ টমের বাড়িতে হানা দেয় । তাঁর বাড়ির ছাদে মুর্শিদাবাদ থেকে ভাড়া করা লোক এনে বোমা বাঁধার কাজ চলছিল বলে অভিযোগ । ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় বাম-কংগ্রেসের জোটপ্রার্থী ওয়াসিক শেখ ওরফে চমৎকার শেখ-সহ পাঁচজনকে । ধৃতদের মধ্যে রয়েছেন গিয়াসুদ্দিন শেখ, ডিউক শেখ ও আনারুল শেখ । আনারুল মুর্শিদাবাদের ঝিল্লি এলাকার খাসপুরের বাসিন্দা ।

Police Arrest Congress Candidate
বীরভূমের মাড়গ্রামে বোমা তৈরির এই সামগ্রীই উদ্ধার হয়েছে

পুলিশ তরফ থেকে দাবি করা হয়, ধৃতরা বাড়ির ছাদে মদ্যপান করতে করতে বোমা বাঁধছিল । বীরভূম জেলায় তৃণমূলের সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য বলেন, “এই ঘটনাই বলে দিচ্ছে কারা অশান্তি করতে চাইছে । বিরোধীদের ভোটে লড়ে জেতার ক্ষমতা নেই । তাই বোমা-অস্ত্র মজুত করে বীরভূমকে অশান্ত করতে চাইছে ।” যদিও কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন শেখের দাবি, “এই এলাকায় আমাদের সংগঠন মজবুত । তাই হেরে যাওয়ার ভয়ে মিথ্যা মামলায় তাঁদের কর্মীকে ফাঁসানো হয়েছে ।”

আজ, শনিবার ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে । তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আদালতের নির্দেশ জানা যায়নি ৷

আরও পড়ুন: বগটুইয়ে ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত নিউটন শেখ আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.