বোলপুর, 12 এপ্রিল : বোলপুর মহকুমা হাসপাতালে এসে নির্যাতিতার সঙ্গে কথা বললেন বীরভূম জেলা শাসক বিধান রায় (Gang Rape in Bolpur) ৷ নির্যাতিতা নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার দুপুরে বোলপুর মহকুমা হাসপাতালে আসেন বীরভূম জেলা শাসক। তারপর তিনি সাংবাদিকদের জানান, "নির্যাতিতা নাবালিকার মানসিক আতঙ্ক এখনও কাটেনি। তার আরও ভাল চিকিৎসা পরিষেবা দরকার ৷ সেই ব্যবস্থাই করা হচ্ছে ৷" প্রায় এক ঘন্টা নির্যাতিতা ও তার পরিজনের সঙ্গে কথা বলেন জেলা শাসক।
প্রসঙ্গত, দেনার দায়ে নিজের মেয়েকে তৃণমূল নেতার হাতে তুলে দেয় বাবা ৷ দিনের পর দিন ওই নাবালিকাকে ধর্ষণ করে সিয়ান-মুলুক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য দীপ্তিমান ঘোষ ও তার দুই সাগরেদ শুভেন্দু ঘোষ, সনৎ মাড্ডি।
আরও পড়ুন :বোলপুর গণধর্ষণ-কাণ্ডে বাবা-সহ ধৃত 4 জনের 10 দিনের পুলিশি হেফাজত
এই ঘটনায় এই তিন জন-সহ নাবালিকার বাবাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বোলপুর থানার পুলিশ। তাদের 10 দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।