ETV Bharat / state

Post Poll Violence Case : ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত-ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ সিবিআই'য়ের - ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

বীরভূমের নানুরের তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্যকে শুক্রবার সাড়ে পাঁচ ঘণ্টা জেরা করে সিবিআই ৷ যদিও জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে নানুরের তৃণমূল ব্লক সভাপতি জানান, তাঁকে তিন ঘণ্টা জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Birbhum district tmc leaders interrogated by the CBI in Durgapur) ৷

Post Poll Violence Case
ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত-ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ সিবিআই'য়ের
author img

By

Published : Jun 10, 2022, 9:46 PM IST

দুর্গাপুর, 10 জুন : নির্বাচন পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বীরভূমেরই দুই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই ৷ বীরভূমের নানুরের তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্যকে শুক্রবার সাড়ে পাঁচ ঘণ্টা জেরা করে সিবিআই ৷ যদিও জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে নানুরের তৃণমূল ব্লক সভাপতি জানান, তাঁকে তিন ঘণ্টা জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Birbhum district tmc leaders interrogated by the CBI in Durgapur) ৷

অন্যদিকে শুক্রবারই তলব করা হয় বীরভূমের ময়ূরেশ্বর 2নং পঞ্চায়েত সমিতির সভাপতি জটিল মণ্ডলকে। জিজ্ঞাসাবাদের পর জটিল মণ্ডল জানান, "আমাকে জিজ্ঞাসা করা হয়েছে, আমি অনুব্রত মন্ডলকে চিনি কি না, তাঁর সঙ্গে আমার বৈঠকে কী কথা হয়, তাঁর সঙ্গে সম্পর্ক কেমন। তবে ভোট পরবর্তী হিংসা নিয়ে আমাকে সেরকম কিছু জিজ্ঞাসা করা হয়নি।" একইসঙ্গে তিনি জানান, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানোর জন্যেই এরকম করা হচ্ছে ৷

এদিকে এনআইটি-তে সিবিআই'য়ের অস্থায়ী ক্যাম্পে জেরা শেষে সুব্রত ভট্টাচার্য সাংবাদিকদের জানান, তাঁকে তিন ঘণ্টা জেরা করা হয়েছে ৷ একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন 2মে বীরভূম জেলার ইলামবাজারের গোপালনগরে বিজেপি কর্মী গৌরব সরকারকে খুন হতে হয়। সেই মামলা হাইকোর্টে অন্তর্ভুক্ত করা হয়। হাইকোর্ট সেই মামলার সিবিআই তদন্তের নির্দেশ দেয়। ভোট-পরবর্তী হিংসা মামলায় এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বীরভূম ও পূর্ব বর্ধমান জেলার 16 জনের বেশি তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে দুর্গাপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে ৷

আরও পড়ুন : গরু পাচার কাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন

শুক্রবার বেলা 12টা নাগাদ সেখানে আসেন বীরভূম জেলার নানুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য দুর্গাপুরের এনআইটি বিশ্ববিদ্যালয় সিবিআই-এর ক্যাম্প অফিসে আসেন ৷ দু'জন সিবিআই আধিকারিক তাঁকে জেরা করেছেন বলে জানান তিনি ৷ এমনকী প্রয়োজনে তিনি আবারও আসবেন বলে জানান সুব্রত ভট্টাচার্য। সিবিআই কি কোথাও অযথা তাঁদেরকে হেনস্থা করছে? এমন প্রশ্নের উত্তরে সুব্রতবাবু বলেন, "সময় উত্তর দেবে।"

দুর্গাপুর, 10 জুন : নির্বাচন পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বীরভূমেরই দুই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই ৷ বীরভূমের নানুরের তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্যকে শুক্রবার সাড়ে পাঁচ ঘণ্টা জেরা করে সিবিআই ৷ যদিও জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে নানুরের তৃণমূল ব্লক সভাপতি জানান, তাঁকে তিন ঘণ্টা জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Birbhum district tmc leaders interrogated by the CBI in Durgapur) ৷

অন্যদিকে শুক্রবারই তলব করা হয় বীরভূমের ময়ূরেশ্বর 2নং পঞ্চায়েত সমিতির সভাপতি জটিল মণ্ডলকে। জিজ্ঞাসাবাদের পর জটিল মণ্ডল জানান, "আমাকে জিজ্ঞাসা করা হয়েছে, আমি অনুব্রত মন্ডলকে চিনি কি না, তাঁর সঙ্গে আমার বৈঠকে কী কথা হয়, তাঁর সঙ্গে সম্পর্ক কেমন। তবে ভোট পরবর্তী হিংসা নিয়ে আমাকে সেরকম কিছু জিজ্ঞাসা করা হয়নি।" একইসঙ্গে তিনি জানান, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানোর জন্যেই এরকম করা হচ্ছে ৷

এদিকে এনআইটি-তে সিবিআই'য়ের অস্থায়ী ক্যাম্পে জেরা শেষে সুব্রত ভট্টাচার্য সাংবাদিকদের জানান, তাঁকে তিন ঘণ্টা জেরা করা হয়েছে ৷ একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন 2মে বীরভূম জেলার ইলামবাজারের গোপালনগরে বিজেপি কর্মী গৌরব সরকারকে খুন হতে হয়। সেই মামলা হাইকোর্টে অন্তর্ভুক্ত করা হয়। হাইকোর্ট সেই মামলার সিবিআই তদন্তের নির্দেশ দেয়। ভোট-পরবর্তী হিংসা মামলায় এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বীরভূম ও পূর্ব বর্ধমান জেলার 16 জনের বেশি তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে দুর্গাপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে ৷

আরও পড়ুন : গরু পাচার কাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন

শুক্রবার বেলা 12টা নাগাদ সেখানে আসেন বীরভূম জেলার নানুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য দুর্গাপুরের এনআইটি বিশ্ববিদ্যালয় সিবিআই-এর ক্যাম্প অফিসে আসেন ৷ দু'জন সিবিআই আধিকারিক তাঁকে জেরা করেছেন বলে জানান তিনি ৷ এমনকী প্রয়োজনে তিনি আবারও আসবেন বলে জানান সুব্রত ভট্টাচার্য। সিবিআই কি কোথাও অযথা তাঁদেরকে হেনস্থা করছে? এমন প্রশ্নের উত্তরে সুব্রতবাবু বলেন, "সময় উত্তর দেবে।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.