ETV Bharat / state

ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় প্রস্তুতি বীরভূম জেলা প্রশাসনের - বীরভূম

ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় প্রস্তুতি তুঙ্গে বীরভূম জেলা প্রশাসনের ৷ ইতিমধ্যে 281টি আশ্রয় শিবির তৈরি করা হয়েছে । এছাড়া 6টি স্থায়ী বিপর্যয় মোকাবিলা শিবির রয়েছে । বিপর্যস্ত মানুষজনকে দ্রুত এই শিবিরগুলোতে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে । গাছ ভাঙলে দ্রুত তা সরানোর জন্য দল তৈরি রাখা হয়েছে ।

Birbhum district administration is preparing to deal with cyclone yaas
ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় প্রস্তুতি বীরভূম জেলা প্রশাসনের
author img

By

Published : May 24, 2021, 4:46 PM IST

Updated : May 24, 2021, 7:22 PM IST

বীরভূম, 24 মে : বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে । 48 ঘণ্টার মধ্যে ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যশ । দক্ষিণবঙ্গ সহ বীরভূম জেলায় ঝড়ের গতিবেগ কত থাকবে? কতটা ক্ষতির আশঙ্কা রয়েছে? মানুষকে কতটা সতর্ক থাকতে হবে ? ইটিভি ভারতকে জানালেন শ্রীনিকেতন আবহাওয়া দফতরের আধিকারিক বিষ্ণুপ্রসাদ কোনাই । পাশাপাশি আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে জেলা প্রশাসনও ।

আমফানের স্মৃতি এখনও কাটেনি, তার মধ্যে আরও একটি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে রাজ্যের দিকে ৷ 48 ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় । ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বীরভূমেও । এ নিয়ে জেলাশাসক বিধান রায় জানিয়েছেন, ইতিমধ্যে 281টি আশ্রয় শিবির তৈরি করা হয়েছে । এছাড়া 6টি স্থায়ী বিপর্যয় মোকাবিলা শিবির রয়েছে । বিপর্যস্ত মানুষজনকে দ্রুত এই শিবিরগুলোতে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে । গাছ ভাঙলে দ্রুত তা সরানোর জন্য দল তৈরি রাখা হয়েছে । প্রতিটি মহকুমাশাসকের দফতর, ব্লক আধিকারিকের দফতর ও পঞ্চায়েত দফতরে এই দল তৈরি করা হয়েছে । বিদ্যুৎ বিভ্রাট হলে, তা দ্রুত ঠিক করতে বিশেষ দল গঠন করেছে বীরভূম জেলা প্রশাসন । যশের মোকাবিলায় বীরভূম জেলার জন্য একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে । নম্বরটি হল - 03462255572 । জেলার 3টি মহকুমার বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে । এই কন্ট্রোল রুমের সঙ্গে প্রতিমুহূর্তে যোগাযোগ থাকছে নবান্নের কন্ট্রোল রুমের । জেলার ছ’টি পৌরসভা সহ বিভিন্ন জায়গায় মাইকের মাধ্যমে মানুষকে সতর্ক করার কাজও চলছে ।

ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় প্রস্তুতি বীরভূম জেলা প্রশাসনের

আরও পড়ুন : যশ মোকাবিলায় দিঘায় নামল নৌসেনা

শ্রীনিকেতন আবহাওয়া দফতরের আধিকারিক বিষ্ণুপ্রসাদ কোনাই জানান, 26 মে দক্ষিণবঙ্গ-সহ বীরভূম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এই ঘূর্ণিঝড় সর্বাধিক 180 কিলোমিটার বেগে উপকূলবর্তী এলাকায় প্রবেশ করলেও স্থল ভাগে এসে এর গতি অনেকটাই হ্রাস পাবে । দক্ষিণবঙ্গ সহ বীরভূম জেলায় যখন এই ঘূর্ণিঝড় প্রবেশ করবে তার গতি থাকবে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘণ্টা । 27 মে দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূমে ।

বীরভূম, 24 মে : বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে । 48 ঘণ্টার মধ্যে ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যশ । দক্ষিণবঙ্গ সহ বীরভূম জেলায় ঝড়ের গতিবেগ কত থাকবে? কতটা ক্ষতির আশঙ্কা রয়েছে? মানুষকে কতটা সতর্ক থাকতে হবে ? ইটিভি ভারতকে জানালেন শ্রীনিকেতন আবহাওয়া দফতরের আধিকারিক বিষ্ণুপ্রসাদ কোনাই । পাশাপাশি আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে জেলা প্রশাসনও ।

আমফানের স্মৃতি এখনও কাটেনি, তার মধ্যে আরও একটি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে রাজ্যের দিকে ৷ 48 ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় । ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বীরভূমেও । এ নিয়ে জেলাশাসক বিধান রায় জানিয়েছেন, ইতিমধ্যে 281টি আশ্রয় শিবির তৈরি করা হয়েছে । এছাড়া 6টি স্থায়ী বিপর্যয় মোকাবিলা শিবির রয়েছে । বিপর্যস্ত মানুষজনকে দ্রুত এই শিবিরগুলোতে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে । গাছ ভাঙলে দ্রুত তা সরানোর জন্য দল তৈরি রাখা হয়েছে । প্রতিটি মহকুমাশাসকের দফতর, ব্লক আধিকারিকের দফতর ও পঞ্চায়েত দফতরে এই দল তৈরি করা হয়েছে । বিদ্যুৎ বিভ্রাট হলে, তা দ্রুত ঠিক করতে বিশেষ দল গঠন করেছে বীরভূম জেলা প্রশাসন । যশের মোকাবিলায় বীরভূম জেলার জন্য একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে । নম্বরটি হল - 03462255572 । জেলার 3টি মহকুমার বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে । এই কন্ট্রোল রুমের সঙ্গে প্রতিমুহূর্তে যোগাযোগ থাকছে নবান্নের কন্ট্রোল রুমের । জেলার ছ’টি পৌরসভা সহ বিভিন্ন জায়গায় মাইকের মাধ্যমে মানুষকে সতর্ক করার কাজও চলছে ।

ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় প্রস্তুতি বীরভূম জেলা প্রশাসনের

আরও পড়ুন : যশ মোকাবিলায় দিঘায় নামল নৌসেনা

শ্রীনিকেতন আবহাওয়া দফতরের আধিকারিক বিষ্ণুপ্রসাদ কোনাই জানান, 26 মে দক্ষিণবঙ্গ-সহ বীরভূম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এই ঘূর্ণিঝড় সর্বাধিক 180 কিলোমিটার বেগে উপকূলবর্তী এলাকায় প্রবেশ করলেও স্থল ভাগে এসে এর গতি অনেকটাই হ্রাস পাবে । দক্ষিণবঙ্গ সহ বীরভূম জেলায় যখন এই ঘূর্ণিঝড় প্রবেশ করবে তার গতি থাকবে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘণ্টা । 27 মে দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূমে ।

Last Updated : May 24, 2021, 7:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.