মল্লারপুর, 24 অগস্ট: চাঁদের দক্ষিণ মেরুতে সাফল্যের সঙ্গে চন্দ্রযান-৩ নামিয়ে ইতিহাস তৈরি করেছে ভারত। বুধবার সন্ধ্যায় মহাকাশ বিজ্ঞানে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে দেশ ৷ ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র তথা ইসরোর বিজ্ঞানীরা এই অসাধ্য সাধন করে দেখিয়েছেন ৷ নির্ধারিত দিনে, বুধবারে সন্ধ্যা 6টা 4 মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করেছে চন্দ্রযান-3 । আর এই সাফল্যে সামিল বীরভূমের প্রত্যন্ত গ্রামের বিজয় কুমার দাই ৷ তিনিও চন্দ্রযান 3 পাঠানোর নেপথ্যে থাকা ইসরোর অন্যতম বিজ্ঞানীদের একজন ৷ আর তাতেই আরও গর্বিত বীরভূমবাসী ৷
আরও পড়ুন : চন্দ্রযানের অবতরণ দেখবে পড়ুয়ারা, যোগীরাজ্যে সন্ধ্যাতেও স্কুল খোলা রাখার নির্দেশ
2000 সালে মল্লারপুর থানার দক্ষিণগ্রাম জগৎতারিণী বিদ্যায়তন থেকে 89 শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করেন বিজয় কুমার দাই। উচ্চমাধ্যমিক পাশ করেন বেলুড় রামকৃষ্ণ মঠ থেকে। তারপর কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি সম্পূর্ণ করেন । এরপর চাকরি পেয়ে যান ইসরোয়। সেখানেই চন্দ্রযান 2 এবং চন্দ্রযান 3 উৎক্ষেপণে অংশগ্রহণ করেন বিজয়। ছাত্রের এই সাফল্যে খুশি তাঁর স্কুল শিক্ষক থেকে শুরু করে স্থানীয়রা। আনন্দে আত্মহারা বিজয়ের মা শ্যামলী দাই ৷ তাঁর তিন ছেলের মধ্যে মেজ বিজয় ৷ ছেলের এ হেন সাফল্যে গর্বিত গর্ভধারিণী ৷
আরও পড়ুন : চন্দ্রযান-3 মিশনে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান চাঁদে গিয়ে কী কাজ করবে ?