বোলপুর, 27 জানুয়ারি: ফের কড়া ভাষায় প্রখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সমালোচনা করলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty criticized Amartya Sen) ৷ এবার অমর্ত্যের নোবেল জয়কেই 'ভুল তথ্য' বলে দাবি করলেন বিদ্যুৎ ! একইসঙ্গে জানালেন, জমিবিবাদ নিয়ে অমর্ত্য কখনই আদালতে যাবেন না ৷ কারণ, অমর্ত্য নিজেও জানেন, আদালতে গেলে তিনি যে ভুল কথা বলছেন, তা প্রমাণিত হয়ে যাবে !
উল্লেখ্য, সম্প্রতি সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দেন অমর্ত্য ৷ বিশ্বভারতীর বর্তমান উপাচার্যের আচরণ-সহ নানা বিষয় নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি ৷ তারপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে ফের একবার চিঠি পাঠিয়ে অমর্ত্য়ের কাছে 'বিশ্বভারতীর দখল করা জমি' ফেরত চাওয়া হয় ৷ যা নিয়ে রাজনৈতিক তরজা চলছে তো চলছেই ৷ বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুললেন বিদ্যুৎ চক্রবর্তী ৷
আরও পড়ুন: 'দখলদাররাও রাবীন্দ্রিক !' অমর্ত্যকে নিশানা করে বিদ্যুতের মন্তব্যে ক্ষুব্ধ শান্তিনিকেতন
জমিবিবাদ এবং অমর্ত্য সেনকে চিঠি পাঠানো প্রসঙ্গে বিদ্যুৎ চক্রবর্তী বলেন, "অমর্ত্য সেনকে অসম্মান করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই ৷ তিনি বরেণ্য এবং সম্মানীয় ব্যক্তি ৷ আমি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি ৷ কিন্তু, জমি নিয়ে যে বিবাদ চলছে, সেটি নতুন কিছু নয় ৷ এ নিয়ে আগেও ওঁকে চিঠি পাঠানো হয়েছে ৷ কিন্তু, এবার তিনি শান্তিনিকেতনের বাড়িতে উপস্থিত থাকায় হাতে-হাতে চিঠি পাঠানো হয়েছে ৷ অমর্ত্য সেনের পরিবারকে থাকার জন্য যে জমি দেওয়া হয়েছিল, তার দলিল-সহ সমস্ত নথি আমাদের কাছে আছে ৷ সেই নথি থেকেই স্পষ্ট ওঁরা 13 ডেসিমেল অতিরিক্ত জমি দখল করে রেখেছেন ৷ সেই জমিটুকুই ছেড়ে দেওয়ার জন্যই ওঁকে অনুরোধ করা হয়েছে ৷ বিষয়টি আলোচনার মাধ্যমে মিটে যাক, আমি সেটাই চাই ৷"
একইসঙ্গে বিদ্যুৎ বলেন, "অমর্ত্য সেন নোবেল পুরস্কার পাননি (Amartya Sen is not Nobel Laureate) ৷ নিজেকে নোবেল প্রাপক হিসেবে দাবি করেন । কারণ, অর্থনীতিতে সরাসরি নোবেল দেওয়া হয় না ৷ তাই ওঁকে নোবেলজয়ী বলা যায় না ৷ তবে অমর্ত্য সেন সম্মানীয় ব্যক্তি ৷" স্বাভাবিকভাবেই বিদ্যুৎ চক্রবর্তীর এই বক্তব্য নিয়ে নানা মহলে কাটাছেঁড়া শুরু হয়েছে ৷