নানুর, 11 এপ্রিল : নানুরে বিজেপি প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । চলল গুলিও ৷ গ্রামেই আটকে রইলেন প্রার্থী । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল নানুরের বড়া গ্রামে । প্রার্থীকে বাঁচাতে গ্রাম ঘিরে রাখেন দলের কর্মীরা ।
গত এক সপ্তাহের বেশি সময় ধরে রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজিতে উত্তপ্ত নানুর ৷ একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে বোমা । আজ নানুর বিধানসভার বড়া-সাওতা গ্রাম পঞ্চায়েতের বড়া গ্রামে প্রচারে যান বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহা ৷ অভিযোগ, কিছুক্ষণ প্রচার করার পরেই তৃণমূলের লোকজন বাঁশ, লাঠিয়ে চড়াও বাধা দেয় । প্রচার করতে বাধা দিতে গুলিও চালায় বলে অভিযোগ । ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয় । পালটা বিজেপি কর্মীরাও হাতে বাঁশ-লাঠিয়ে নিয়ে প্রতিরোধ গড়ে তোলে ৷ প্রার্থীকে সুরক্ষিত করতে কর্মীরাই ঘিরে রাখে ।
আরও পড়ুন : মোমবাতি হাতে প্রতিবাদ জানিয়ে মমতার রোড শো
অভিযোগ, এর আগেও নানুরের বাসাপাড়া, শিমূলিয়া, সিঙ্গি সহ একাধিক জায়গায় বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহাকে প্রচারে বাধা দিতে দেখা গিয়েছে তৃণমূলের লোকজনকে ।